শাহিদের স্ত্রী মীরার শরীর নিয়ে কুমন্তব্য, নেটিজ়েন লিখছেন, ‘নিশ্বাস নাও…’
Shahid Kapoor : মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির সঙ্গীতানুষ্ঠানে এসেছিলেন অভিনেতা শাহিদ কাপুর এবং মীরা রাজপুত। কালো লেহেঙ্গায় রুপোলি জড়ির কারুকার্যে সুসজ্জিত মীরার থেকে অনেকে যেমন চোখ ফেরাতেই পারছিলেন না, ঠিক তেমনই, তাঁর অ্যাবস দেখে কুমন্তব্যও করতে ছাড়েননি নিন্দুকেরা।
জুলাই মাসে আম্বানিদের বাড়িতে বিয়ে। মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি বিয়ে করছেন রাধিকা মার্চেন্টকে। বিয়ের সঙ্গীত অনুষ্ঠানে দেশ-বিদেশ থেকে বিখ্যাত অতিথিরা এসেছেন। এ এক দেখার মতো ব্যাপার। সঙ্গীতানুষ্ঠানে গান গেয়েছেন জাস্টিন বিবার। বলিউডের সব তারকাকেই ডাকা হয় সেখানে। স্বামী শাহিদ কাপুরের বাহুলগ্না হয়ে হাজির ছিলেন মীরা রাজপুতও। অ্যাবস বের করা এক লেহেঙ্গা চোলিতে দেখা যায় তাঁকে। পাপারাৎজ়িদের সামনে পোজ় দিয়ে ছবি তুলেছিলেন তিনি। সেই ভিডিয়ো পোস্ট হতেই মীরার শরীর নিয়ে ভেসে আসে নানা মন্তব্য।
কালো লেহেঙ্গায় রুপোলি জড়ির কারুকার্যে সুসজ্জিত মীরার থেকে অনেকে যেমন চোখ ফেরাতেই পারছিলেন না, ঠিক তেমনই, তাঁর অ্যাবস দেখে কুমন্তব্যও করতে ছাড়েননি নিন্দুকেরা। তাঁরা বলেছেন, “মীরা তো নিশ্বাস আটকে ছবি তুলছেন।” কেউ আবার উষ্মা প্রকাশ করে লিখেছেন, “ছবি তোলার সময় একটু নিশ্বাস নাও দয়া করে।”
View this post on Instagram
শাহিদের সঙ্গে সম্বন্ধ করে বিয়ে হয় মীরার। তিনি ইন্ডাস্ট্রির কেউ নন। তায় শাহিদের চেয়ে বয়সে ১৩ বছরের ছোট। শাহিদের গোটা সংসারটা তিনিই গুছিয়ে রেখেছেন। কাজের চাপে পরিবারকে সময় দিতে পারেন না শাহিদ। সন্তানদেরও তেমন সময় দিতে পারেন না তিনি। সবটা সামলে রাখেন মীরাই। স্ত্রীকে চোখে হারান শাহিদ।