Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tollywood Gossip: ঘন ঘন কাশ্মীরে, রয়েছে অবৈধ সম্পর্ক? মুখ খুললেন ভাস্বর

Tollywood Gossip: ভাস্বর চট্টোপাধ্যায়- টেলিভিশনের জনপ্রিয় নাম। জন্ম কলকাতায় হলেও আপাতত তাঁর আস্তানা কাশ্মীর। না, কাশ্মীরকে তিনি বিদায় জানাননি। তবে প্রায়শই তাঁকে দেখা যায় সেখানে।

Tollywood Gossip: ঘন ঘন কাশ্মীরে, রয়েছে অবৈধ সম্পর্ক? মুখ খুললেন ভাস্বর
ভাস্বর চট্টোপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: Jun 16, 2023 | 5:08 PM

ভাস্বর চট্টোপাধ্যায়- টেলিভিশনের জনপ্রিয় নাম। জন্ম কলকাতায় হলেও আপাতত তাঁর আস্তানা কাশ্মীর। না, কাশ্মীরকে তিনি বিদায় জানাননি। তবে প্রায়শই তাঁকে দেখা যায় সেখানে। বরফ-সবুজে ঢাকা কাশ্মীরে হারিয়ে যান ভাস্বর। কেন তাঁর এই ঘন ঘন কাশ্মীর ভ্রমণ? তা নিয়ে ইন্ডাস্ট্রিতে কম রটনা নেই। এমনকি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা এই কাশ্মীর ভ্রমণকে কেন্দ্র করেই। রটেছে, তাঁর নাকি সেখানে অবৈধ সম্পর্ক রয়েছে। তবে রটনা মাত্রা ছাড়াতেই এবার এ নিয়ে মুখ খুললেন ভাস্কর। ক্ষোভে ফেটে পড়লেন তিনি।

তাঁর কথায়, “নিজের সম্পর্কে শোনা সবচেয়ে মজার কথা এটি। আমি কাশ্মীর যাই, ওখানে আমার বন্ধুরা আছে। আমার সময় কাটাতে ভাল লাগে। কিন্তু বলা হচ্ছে আমার নাকি সেখানে অবৈধ সম্পর্ক রয়েছে। এ সব শুনে মাঝেমধ্যে মজাই লাগে।” যদিও ভাস্বরকে নিয়ে এই কুৎসা মোটেও ভালভাবে নেননি তাঁর অনুরাগীরা। তাঁদের মতে ভাস্বরের ‘হ্যাপেনিং’ জীবন দেখেই নাকি অনেকেই হিংসায় জলে পুড়ে যাচ্ছে। আর একজন লিখেছেন, “যে গাছে আম হয় লোকে সেই গাছেই ঢিল মারে দাদা।”

ভাস্বরের ছবিতে মন্তব্য করেছেন সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়ও। অভিনেতার পাশে দাঁড়িয়ে তিনি লেখেন, “এই পৃথিবীতে কিছু তো অবৈধ। আর যে প্রেম বৈধ, সেই প্রেম যে আদপে প্রেমই নয়।” এখানেই শেষ নয়, ভাস্বরের কাশ্মীরের বন্ধুরাও মন্তব্য করেছেন সেখানে। লিখেছেন, “ভাই তুমি আবার কাশ্মীর চলে এসো। তোমাকে ছাড়া যে ফাঁকা ফাঁকা লাগে। আমার মনটা পড়ে বাংলায়।” প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি ভাস্বর লেখালিখিও করেন। কাশ্মীর প্রসঙ্গেও রয়েছে তাঁর লেখা। বাবাকে নিয়েও সেখানে গিয়েছেন তিনি। সে যতই হোক নিন্দে। কথাতেই তো বলে, “কুছ তো লোগ কহেঙ্গে, লোগো কা কাম হ্যায় কহেনা”।