প্রসেনজিত্ নাকি ইন্দ্রনীল, কে চুমুতে এগিয়ে…যা বললেন ঋতুপর্ণা
ঋতুপর্ণাকে জিজ্ঞাসা করা হয়েছিল, 'অযোগ্য' ছবিতে প্রসেনজিতের সঙ্গে চুমুটাকে তিনি এগিয়ে রাখবেন নাকি 'পুরাতন'-এ ইন্দ্রনীলের সঙ্গে চুমুকে? প্রশ্ন শুনেই প্রথমে ঋতুপর্ণা বলেন, 'এটা তো ভয়ঙ্কর প্রশ্ন'। বলেই হেসে গড়িয়ে যান তিনি

সম্প্রতি ‘পুরাতন’ ছবির প্রথম ঝলকে ইন্দ্রনীল সেনগুপ্ত আর ঋতুপর্ণা সেনগুপ্তকে একটা চুমু খাওয়ার দৃ্শ্যে অভিনয় করতে দেখা গিয়েছে। TV9 বাংলার একটা সাক্ষাত্কারে ঋতুপর্ণাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ‘অযোগ্য’ ছবিতে প্রসেনজিতের সঙ্গে চুমুটাকে তিনি এগিয়ে রাখবেন নাকি ‘পুরাতন’-এ ইন্দ্রনীলের সঙ্গে চুমুকে? প্রশ্ন শুনেই প্রথমে ঋতুপর্ণা বলেন, ‘এটা তো ভয়ঙ্কর প্রশ্ন’। বলেই হেসে গড়িয়ে যান তিনি। তারপর বলেন, ”অযোগ্য’তে আসলে বহু অপেক্ষার পর এই চুমুর মুহূর্তটা এসেছিল। এই ছবিতে আবার বিষয়টা হঠাত্ ঘটে।’ ইন্দ্রনীল যোগ করেন, ‘বাড়ির বাইরে যখন এমন একটা বিষয় ঘটে, তখন সেটা বিশেষ হয়’। লক্ষণীয়, ‘পুরাতন’-এ চুমুর দৃশ্য পাহাড়ে। আবার ‘অযোগ্য’তে চুমুর দৃশ্য সমুদ্রে। ‘ও বাবা, একটা পাহাড়ে আর একটা সমুদ্রে’, এটা বলেও, হেসে গড়িয়ে পড়েন ঋতুপর্ণা। ইন্দ্রনীল মজা করে বলেন, ‘পাহাড়ে বা সমুদ্রে চুমু, মানে ঋতুপর্ণা বিছানা অবধি পৌঁছাতে পারছে না…’।
এরপর ইন্দ্রনীল ‘পুরাতন’-এর স্পেশাল স্ক্রিনিংয়ের একটা ঘটনা ভাগ করে নেন। ইন্দ্রনীল যখন ছবিটা দেখতে বসেন, তাঁর পাশে বসেছিলেন ঋতুপর্ণার সেনগুপ্তর বর সঞ্জয় চক্রবর্তী। ইন্দ্রনীল বলেন, ‘সঞ্জয় পাশে বসে থাকা অবস্থায় বড়পর্দায় চুমুর দৃশ্যটা এসেছিল বলে, আমি বেশ বিব্রত বোধ করছিলাম’। সেই পরিস্থিতি কীভাবে সামাল দিয়েছেন, ইন্দ্রনীল সেটাও ব্যাখ্যা করেন এই সাক্ষাত্কারে।
লক্ষণীয় ইন্দ্রনীল আর ঋতুপর্ণার মধ্যে পরিচয় বহুদিনের। দু’জনে একসঙ্গে বেশ কয়েকটা কাজ করেছেন। একসঙ্গে দক্ষিণী ছবি করেছেন বলেও জানালেন ইন্দ্রনীল। দু’জনের বন্ধুত্ব গাঢ় হলেও, একে-অন্যের ব্যক্তিগত জীবনে নাক গলান না বলেই, সম্পর্কটা সুন্দর রয়েছে, সেটা উঠে এল ইন্দ্রনীল আর ঋতুপর্ণার কথায়।





