Exclusive Churni Gangopadhyay: ‘ইন্ডাস্ট্রির চাকচিক্যের বাইরে রেখে যেন মেয়েকে মানুষ করতে পারে’, আলিয়াকে শুভেচ্ছা চূর্ণী গঙ্গোপাধ্যায়ের
Alia Bhatt: গত রবিবার, অর্থাৎ ৬ নভেম্বর বেলা ১২.০৫-এ ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া। এই আনন্দ সংবাদে দারুণ উচ্ছ্বসিত চূর্ণী কী বললেন TV9 বাংলাকে।

স্নেহা সেনগুপ্ত
বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে হাতে গোনা কয়েকজনই আলিয়া ভাটের সঙ্গে অভিনয় করেছেন, বড় পর্দায় স্ক্রিন শেয়ার করেছেন। সেই তালিকায় জ্বলজ্বল করছে অভিনেত্রী-পরিচালক চূর্ণী গঙ্গোপাধ্যায়ের নাম। করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে আলিয়া ভাট, রণবীর সিং, ধর্মেন্দ্রদের সঙ্গে অভিনয় করেছেন চূর্ণী। রণবীর কাপুরের সঙ্গে আলিয়ার বিয়ে, তিনি যখন মা হওয়ার খবর জানিয়েছিলেন, সে সময় চূর্ণী তাঁকে এক্সক্লুসিভ শুভেচ্ছা জানিয়েছিলেন TV9 বাংলা মারফত। গত রবিবার, অর্থাৎ ৬ নভেম্বর বেলা ১২.০৫-এ ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া। এই আনন্দ সংবাদে দারুণ উচ্ছ্বসিত চূর্ণী কী বললেন TV9 বাংলাকে।
চূর্ণী গঙ্গোপাধ্যায় বলেছেন: “আলিয়াকে এটুকুই বলতে চাই, ফিল্ম ইন্ডাস্ট্রির যে গ্ল্যামার, চাকচিক্য তার বাইরে রেখে যেন বাচ্চাটাকে মানুষ করতে পারে। যদিও কাপুর পরিবারে জন্ম। যদিও আলিয়ার মেয়ে। তা সত্ত্বেও যদি ইন্ডাস্ট্রির চাকচিক্যের দূরের রেখে মেয়েকে মানুষ করতে পারে, রিয়্যালিস্টিক গ্রাউন্ডেড ভাবে, তাহলে সে জীবনের আসল মূল্যবোধগুলো বুঝতে পারবে। সেটাই আমার শুভকামনা বাচ্চাটার জন্য এবং তার মা আলিয়ার জন্য।”
চূর্ণী নিজে একজন মা। তাঁর পুত্র উজান গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই দুটি ছবিতে অভিনয় করে ফেলেছেন। একটি ‘রসগোল্লা’, অন্যটি ‘লক্ষ্মী ছেলে’। সম্প্রতি তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ব সাহিত্যের উপর ডিসটিংশন নিয়ে পাশ করেছেন। ছেলের এই সাফল্যে দারুণ আনন্দিত চূর্ণী। ছেলে উজান ও স্বামী কৌশিক গঙ্গোপাধ্যায়কে (পরিচালক এবং অভিনেতা) নিয়েই চূর্ণীর জগৎ। তাঁদের ঘিরেই তিনি এতকাল কাটিয়ে দিয়েছেন। সংসার অন্তঃপ্রাণ চূর্ণী নিজে একজন দক্ষ অভিনেত্রী। পাশাপাশি ‘নির্বাসিত’, ‘তারিখ’-এর মতো ছবি পরিচালনা করেছেন। তাঁর ছবি জাতীয় পুরস্কারও পেয়েছে। এ হেন চূর্ণী কেরিয়ারের শুরুতে মুম্বইয়ে অভিনয় করছিলেন। বিয়ে, সংসার, সন্তান সবই ছিল কলকাতায়। বিশ্বাস করেছিলেন, সংসার করতে গেলে অন্য শহরে থেকে সেটা কখনওই সম্ভব হবে না। তাই ফিরে এসেছিলেন পরিবারের কাছে, মুম্বইয়ের চাকচিক্য ফেলে। সেই চূর্ণীকেই আজ করণ জোহররা অভিনয়ের অফার দেন নিজের পরিচালিত ছবিতে। ফের মুম্বইয়ে ডাক পেলেন চূর্ণী।





