Rudranil Ghosh Birthday: জন্মদিনে হঠাৎ ‘তেতো’ কথা বললেন ইন্ডাস্ট্রির ‘রুডি’ রুদ্রনীল ঘোষ

Rudranil Ghosh: জন্মদিনে অনাথ আশ্রমের বাচ্চাদের ডেকেছেন রুদ্রনীল। ফেসবুক জুড়ে প্রিয় অভিনেতা পাচ্ছেন অঢেল ভালবাসা।

Rudranil Ghosh Birthday: জন্মদিনে হঠাৎ 'তেতো' কথা বললেন ইন্ডাস্ট্রির 'রুডি' রুদ্রনীল ঘোষ
Follow Us:
| Edited By: | Updated on: Jan 06, 2023 | 4:06 PM

স্নেহা সেনগুপ্ত

উইকিপিডিয়া বলছে আজ ৫০ বছরে পা দিলেন রুদ্রনীল ঘোষ। ১৯৭৩ সালের ৬ জানুয়ারি জন্ম হয় এই বাঙালি অভিনেতার। বাংলা সিনেমায় অভিনয়ের পাশাপাশি রাজনীতিক রুদ্রনীল সম্পর্কে এত দিনে অনেকে অনেক কিছু জেনে গিয়েছেন। এখনও পর্যন্ত ‘ব্যাচেলর’ রুদ্রর গায়ে বহু রং লেগেছে রাজনীতির এবং প্রেমেরও। তিনি নিজেও রং-তুলির কাজে পটু। ছবির গল্প লেখেন। কবিতা লেখেন। কটাক্ষ করেন। প্যারোডি তৈরি করেন। আজ জন্মদিনে TV9 বাংলাকে কি বললেন ইন্ডাস্ট্রির ‘রুডি’?

প্রশ্ন: কেমন ভাবে কাটছে আজ জন্মদিন? রুডি: এখন এলাম নুনের ভেড়িতে। সেখানে একটা পিকনিক স্পট মতো তৈরি করেছি। ‘ইউনিভার্সাল স্মাইল’ নামের একটি অনাথ আশ্রম রয়েছে। ওদের বাচ্চাদের সঙ্গে আমি সময় কাটাই। ওদের ডেকেছি আজ।

প্রশ্ন: এটা আপনার কততম জন্মদিন? রুডি: কী জানি। গুনি না আর (হাসি)।

প্রশ্ন: বয়স বাড়া ব্যাপারটা কেমন লাগে আপনার? রুডি: দায়িত্ব বাড়ার মতো বিষয়টা।

প্রশ্ন: জন্মদিনে জীবনের পাওয়া, না-পাওয়ার হিসেব করেন? রুডি: এ সব আমার একেবারেই মনে আসে না। সবই পাব, এমন তো কোত্থাও লেখা নেই। রাজপুত্র হয়ে জন্মাইনি। সাধারাণ মানুষ আমি। জীবনে এ পর্যন্ত যতটুকু পেয়েছি, যথেষ্ট পেয়েছি।

প্রশ্ন: জন্মদিনে কোনও রেজ়োলিউশন নিয়েছেন? রুডি: নিয়েছি বটেই। সেটা হল: সারাক্ষণ মুখে মিষ্টি-মিষ্টি কথা বলা লোকজনের থেকে সাবধান।

প্রশ্ন: ওহ্, এখন তা হলে ঠোঁটকাঁটা মানুষ ভাল লাগছে? রুডি: হ্য়াঁ, যাঁরা একটু তেতো কথা বলে, তাঁদের মনে ধরছে বেশি।

প্রশ্ন: এরকম ‘তেতো’ বন্ধু কটা তৈরি হল? রুডি: হয়ে গেছে অনেকগুলো। আমি তো নিজেই তেতো…