Tollywood Divorce: ‘এটাই ভাগ্য’, এক বছরেই ভাঙল বিয়ে, নতুন প্রেম স্বীকার দুর্নিবারের
Tollywood: বছর ঘুরতেই বিয়ে ভাঙল গায়ক দুর্নিবার সাহা ও মীনাক্ষী মুখোপাধ্যায়ের। দুর্নিবারের মনে এখন অন্য প্রেমের অনায়াস যাতায়াত।
যেমনটা আভাস পাওয়া গিয়েছিল হলও ঠিক তেমনটাই। বছর ঘুরতেই বিয়ে ভাঙল গায়ক দুর্নিবার সাহা ও মীনাক্ষী মুখোপাধ্যায়ের। দুর্নিবারের মনে এখন অন্য প্রেমের অনায়াস যাতায়াত। তিনি মন দিয়েছেন ঐন্দ্রিলা সেনকে। ঐন্দ্রিলা পেশায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত ম্যানেজার।
শনিবার মধ্যরাতে দুর্নিবারের বাহুলগ্না হয়ে ছবি ভাগ করে নিয়েছেন তিনিই। লিখেছেন, “তুমি পাশে থাকলেই এ জীবন সুন্দর। আমার জীবনে আসার জন্য অনেক ধন্যবাদ। হ্যাঁ, তোমায় ভালবাসি”। এখানেই না থেমে আরও যোগ করেছেন, “ও আমার, সবসময় ও আজীবন”।
পাল্টা ভালবাসা ফিরিয়ে দিয়েছেন দুর্নিবারও। লিখেছেন, “এটাই ভাগ্য। ভালবাসি, তোমার চেয়ে বেশিই ভালবাসি”। ঐন্দ্রিলা ও দুর্নিবারের প্রেমের বয়স খুব বেশি নয়। এঁর আগে অভিনেতা রাহুল দেব বোসের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। রাহুলের জন্মদিনে আদরে-ভালবাসায় মাখা পোস্টও করেছিলেন গত এপ্রিলেই। কিন্তু মন যে বড়ই অবাধ্য। অন্যদিকে গত শীতে ধুমধাম করে বিয়ে করেছিলেন মীনাক্ষী ও দুর্নিবার। যদিও এর আগেই আইনি বিয়ে তাঁদের সারা হয়ে গিয়েছিল। বিয়েতে হাজির ছিলেন টলিউড ও সঙ্গীত জগতের চেনা মুখেরাও। কিন্তু সেই বিয়ে আর টিকল কই? আলাদা হলেন ওঁরা। দুর্নিবার মজলেন অন্য নারীতে।