Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tollywood Inside: অতীত উস্কে বিক্রম সোলাঙ্কি কাছাকাছি, ৩০ জুনই সেই বিশেষ দিন

Tollywood Inside: কলকাতা শহরে গরম কমেছে বেশ খানিকটা। তবে আবহাওয়া দফতরের গ্রাফ আর সাধারণের দুর্ভোগ কিছু দিন আগেই জানান দিয়েছিল 'শহরের উষ্ণতম দিনের'। উষ্ণতম দিনে উষ্ণ ভালবাসা নাকি অভিমান?

Tollywood Inside: অতীত উস্কে বিক্রম সোলাঙ্কি কাছাকাছি, ৩০ জুনই সেই বিশেষ দিন
সোলাঙ্কি-বিক্রম।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 11, 2023 | 6:14 PM

কলকাতা শহরে গরম কমেছে বেশ খানিকটা। তবে আবহাওয়া দফতরের গ্রাফ আর সাধারণের দুর্ভোগ কিছু দিন আগেই জানান দিয়েছিল ‘শহরের উষ্ণতম দিনের’। উষ্ণতম দিনে উষ্ণ ভালবাসা নাকি অভিমান? এ সবের উত্তর দেবেন বিক্রম চট্টোপাধ্যায় ও সোলাঙ্কি রায়। টেলিভিশনের এই হিট জুটি যে পাঁচ বছর পর আবারও বড় পর্দায় একসঙ্গে এ খবর তো আগেই প্রকাশ পেয়েছিল। এবার সামনে এল ছবির পোস্টার। আদরে মাখামাখি দু’জনের ছবি। আগামী ৩০ জুন বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি। প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায় ও তন্ময় বন্দ্যোপাধ্যায়। ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন অরিত্র সেন। কী নেই এই ছবি? আবারও কি ফিরবে সেই চেনা রসায়ন? এই ছবিতে বিক্রমের নাম ঋতবান। পেশায় সে একজন ফটোগ্রাফার। সঙ্গে রয়েছে পিএইচডি ডিগ্রিও।

অন্যদিকে এই ছবিতে সোলাঙ্কির চরিত্রের নাম অনিন্দিতা। ২৮ বছরের একজন ঝলমলে রেডিও জকি সে। অনিন্দিতার ইচ্ছে ছিল বিদেশে পড়াশোনা করার, কিন্তু তা হয়নি। কারণটা আর কিছুই নয়, এই শহর। শহরের প্রতি অদম্য এক ভালবাসা। শহরের উষ্ণতম দিন বিক্রম সোলাঙ্কির জীবন মোড় নেয় কোনদিকে তা জানা যাবে ৩০ জুন। প্রসঙ্গত, এই ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, দেবপ্রিয় মুখোপাধ্যায়, রাহুল দেব বসু, অনিন্দ্য চট্টোপাধ্যায়সহ অনেকেই। ছবিটিতে গান গেয়েছেন তিমির বিশ্বাস, লগ্নজিতা চক্রবর্তী ও অন্যান্য।

ছোটপর্দার দর্শকদের কাছে বেশ জনপ্রিয় বিক্রম-শোলাঙ্কি জুটি। স্টার জলসার ‘ইচ্ছে নদী’ ধারাবাহিক দিয়েই এই জুটির পথচলা শুরু হয়েছিল। ২০১৫ সালে শুরু হওয়া ধারাবাহিকটি চলেছিল ২০১৭ সাল অবধি। অনুরাগ ও মেঘলাকে আজও মনে রেখেছেন দর্শক। ঋতবান ও অনিন্দিতা জুটিকে দর্শক কতটা আপন করে নেন, এখন সেটাই দেখার।