Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Srabanti Chatterjee: বিবাহবিচ্ছেদের মামলায় রোশন সিংয়ের থেকে কত টাকা খোরপোষ দাবি করেন শ্রাবন্তী?

Roshan Singh: আইনত এখনও বিবাহিত রোশন সিং ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শ্রাবন্তী বিবাহবিচ্ছেদের মামলা করলেও রোশন সিং ডিভোর্স দিতে চান না, সে খবর পূর্ব প্রকাশিত। জানেন কি, রোশনের কাছ থেকে খোরপোষ হিসেবে মাসিক কত টাকা দাবি করেছিলেন শ্রাবন্তী?

Srabanti Chatterjee: বিবাহবিচ্ছেদের মামলায় রোশন সিংয়ের থেকে কত টাকা খোরপোষ দাবি করেন শ্রাবন্তী?
বিবাহবিচ্ছেদের মামলায় রোশন সিংয়ের থেকে কত টাকা খোরপোষ দাবি করেন শ্রাবন্তী?
Follow Us:
| Edited By: | Updated on: Dec 24, 2022 | 1:44 AM

আইনত এখনও বিবাহিত রোশন সিং ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শ্রাবন্তী বিবাহবিচ্ছেদের মামলা করলেও রোশন সিং ডিভোর্স দিতে চান না, সে খবর পূর্ব প্রকাশিত। জানেন কি, রোশনের কাছ থেকে খোরপোষ হিসেবে মাসিক কত টাকা দাবি করেছিলেন শ্রাবন্তী?  টিভিনাইন বাংলাকে রোশনের আইনজীবী জানিয়েছেন মাসিক সাত লক্ষ টাকা দাবি করেছিলেন অভিনেত্রী। প্রশ্ন হল, এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রোশন ও শ্রাবন্তীর আইনি মামলা? কিছু দিন আগেই মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে অভিনেত্রীর বিরুদ্ধে এক মামলা দায়ের করেছিলেন রোশন। রোশনের তরফে দাবি করা হয়েছিল, বিবাহবিচ্ছেদের মামলায় আয় ব্যয়ের যে হিসেব অভিনেত্রী দেখিয়েছিলেন, তাতে অসঙ্গতি ধরা পড়ে। এর পরেই শ্রাবন্তীর বিরুদ্ধে সিপিআরসি ৩৪০ ধারায় মিথ্যে সাক্ষী দেওয়ার অভিযোগে পাল্টা মামলা করেন রোশন। যাকে আইনি পরিভাষায় বলা হয় ‘পারজুরি’। ইতিমধ্যেই আলিপুর আদালতে সেই মামলা গৃহীত হয়েছে। আদালতের তরফে অভিনেত্রীর বিরুদ্ধে সমনও জারি করা হয়েছে। ওই মামলার আগামী শুনানির দিন ধার্য হয়েছে ৯ ফেব্রুয়ারি।

বরাবরই চর্চায় থাকেন শ্রাবন্তী। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চলে বিস্তর আলোচনা। কিছুদিন আগেই শ্রাবন্তী ও তাঁর রিউমারড প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীর এক পোস্টকে কেন্দ্র করে চলে তুমুল হইচই। অনেকেই ধারণা করে নেন প্রেমের সম্পর্কে বুঝি শিলমোহর দিয়েই দিলেন দুজনে।

ইনস্টাগ্রামে অভিরূপ লেখেন, “আমার পছন্দের মেয়েকে পাগল হতে হবে। এমন একজনকে হতে হবে যার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলা যায়, আমার জন্য এতটা পাগল আর কেউ হতে পারবে না। যত বেশি পাগলামি আমার জন্য ততই ভাল। আমি এক পাগলিকে ভালবেসেছি।” এত অবধি ঠিকই ছিল। তবে কমেন্ট বক্সেই লুকিয়েছিল আসল উত্তর। ভেরিফায়েড প্রোফাইল থেকে ওই পোস্টে উত্তর দেন খোদ শ্রাবন্তী। আঁকেন ইমোজি। যে ইমোজির চোখে ঢাকা হাত দিয়ে– যেন মুখ তার লজ্জায় রাঙা। অভিরূপের প্রেমের কাহিনীতে ‘পাগলি’ আদপে শ্রাবন্তীই? সম্ভাবনা এড়ান যায় কি?গুঞ্জন বলে কলকাতার একই বহুতলের আবাসিক তাঁরা। শোনা যায় রোশন সিংয়ের সঙ্গে সম্পর্কের অবনতির পর শ্রাবন্তী নাকি সম্পর্কে জড়িয়েছেন তাঁর সঙ্গেই। যদিও শ্রাবন্তীর মতে তাঁরা শুধুই ভাল বন্ধু।