Raj Chakraborty: চেয়ারপার্সনের ‘ডিউটি’ শেষ, পুরনো দায়িত্ব ফিরে পেলেন রাজ চক্রবর্তী
Raj Chakraborty: এ কয়দিন নিঃশ্বাস নেওয়ার সময় পাননি ব্যারাকপুরের বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তী। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন তিনি। একা হাতে সামাল দিতে হয়েছে এবারের চলচ্চিত্র উৎসব।
এ কয়দিন নিঃশ্বাস নেওয়ার সময় পাননি ব্যারাকপুরের বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তী। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন তিনি। একা হাতে সামাল দিতে হয়েছে এবারের চলচ্চিত্র উৎসব। সঙ্গে অবশ্যই ছিলেন সতীর্থরা। কিন্তু সিংহভাগ দায়িত্বই যে ছিল তাঁর কাঁধে। ২২ ডিসেম্বর শেষ হয়েছে চলচ্চিত্র উৎসব। আর শেষ হতেই নতুন দায়িত্ব কাঁধে এল রাজের। বা বলা ভাল, পুরনো দায়িত্ব আবারও ফিরে পেলেন তিনি। কী সেই দায়িত্ব জানেন? সেই দায়িত্ব একান্তই পারিবারিক। সেই দায়িত্ব বাবা হিসেবে ইউভানের প্রতি দায়িত্ব। সেই দায়িত্বের সঙ্গে মিশে রয়েছে কর্তব্যও। একটি ভিডিয়ো শেয়ার করেছেন রাজের সহধর্মিণী তথা অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাতেই দেখা যাচ্ছে, ছেলে ইউভানকে নিয়ে খেলায় মেতেছেন তিনি। কখনও কোলে নিয়ে আদর করছেন। আবার কখনও বা ইউভানের আদুরে গলায় কথার সঙ্গে খুঁজে নিচ্ছেন নিজের ছেলেবেলাও। সেই মিষ্টি ভিডিয়ো শেয়ার করেই শুভশ্রী লিখেছেন, “চেয়ারপার্সন ডিউটি খতম। বাবা ডিউটি অন।” সত্যিই তো দিনের শেষে পরিবারের মধ্যেই যে রয়েছে সেই অপার্থিব শান্তি।
সেপ্টেম্বরে দুই বছর পার করেছে ইউভান। ছেলের জন্মদিন স্মরণীয় করে রাখতে বাবা-মা নিয়ে গিয়েছিলেন সুইজারল্যান্ডে। সেখানে রোপওয়েতে এক ভিডিয়োতে শেয়ার করেছিলেন রাজ। দেখা গিয়েছিল, নীচে মাঠে গরু চড়তে দেখে ছেলেকে ইংরেজিতে ‘কাউ’-এর সঙ্গে আলাপ করাচ্ছেন মা শুভশ্রী। এমনকি ছেলের সঙ্গে বাবা-মায়ের সিংহভাগ কথোপকথনই ছিল ইংরেজিতে। এ নিয়েই হয়েছিল ট্রোলিংও। কেন বাংলায় গরু না শিখিয়ে কাউ শেখাচ্ছেন সেলেব দম্পতি– এ প্রশ্নও করেছিলেন কেউ কেউ।
View this post on Instagram
প্রসঙ্গত, ২০২০ সালে লকডাউনের সময় মা হওয়ার খবর জানিয়েছিলেন শুভশ্রী। কিছু মাস পরেই আসে ইউভান। সন্তান জন্মাবার পর ওজন হঠাৎ করেই বেড়ে গিয়েছিল তাঁর। তা নিয়ে হয়েছিল কটাক্ষও। যদিও শুভশ্রী ট্রোলিংকে পাত্তা দেননি। হাতেও রয়েছে বেশ কিছু কাজ। রাজ আর ইউভানকে নিয়েই তাঁর ছোট্ট পৃথিবী।