Tollywood Gossip: নিন্দুকের মুখে ছাই, একসঙ্গে ঈদ-পালন মিথিলা সৃজিতের, গেলেন কোথায়?
Tollywood Gossip: রটেছিল, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ব্যক্তিগত জীবনে উঠেছে ঝড়। স্ত্রী রফিয়াৎ রশিদ মিথিলার সঙ্গে নাকি সম্পর্ক একেবারেই তলানিতে পৌঁছেছে। এও রটে পরকীয়ায় জড়িয়েছেন সৃজিত।
রটেছিল, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ব্যক্তিগত জীবনে উঠেছে ঝড়। স্ত্রী রফিয়াৎ রশিদ মিথিলার সঙ্গে নাকি সম্পর্ক একেবারেই তলানিতে পৌঁছেছে। এও রটে পরকীয়ায় জড়িয়েছেন সৃজিত। রটে বিচ্ছেদের গুঞ্জন। কিন্তু ওই যে, মেলাবেন তিনি মেলাবেন। উৎসবেই মিলে গেল দুই মন। এই ঈদ একসঙ্গেই পালন করলেন ওঁরা। বুধবার সকালেই জানা যায় সৃজিত অসুস্থ। পৌঁছে যান মিথিলা সঙ্গে মেয়ে। এর পর বৃহস্পতিবার রাত বাড়তেই সৃজিত জানান, স্ত্রী ও পরিবারের সঙ্গে কলকাতার এক অভিজাত রেস্তরাঁয় রাতের খাওয়া সেরেছেন তাঁরা। পাশাপাশি স্বামী-স্ত্রী, ধোঁয়া ওঠা খাবারে কামড় বসিয়েই গাঢ় হয়েছে প্রেম। বেড়েছে ভালবাসা। এ সব দেখে প্রযোজক রানা সরকারের আবার মনে পড়ছে গানের লাইন, “এক পুরনো মসজিদে,গান ধরেছে মুর্শিদে…’। সৃজিতেরই ছবির গান, সাম্প্রতিক অতীতের গুঞ্জনের পরিপ্রেক্ষিতে যেন বড্ড বেশি প্রাসঙ্গিক। মেয়ে আইরা, স্ত্রী মিথিলাকে নিয়ে হাসি হাসি মুখে পরিচালকের পোজ, তবে ওই যে নিন্দুকেরা বলছেন, “যা রটে তার কিছুটা তো বটে”।
সে যাই হোক, সৃজিতের অসুস্থ বোধ করলেও আপাতত তিনি ভাল আছেন। হার্ট ব্লকেজ পাওয়া যায়নি তাঁর। আপাতত ব্যস্ত কাজ নেই, সদ্য শেষ করেছেন ব্যোমকেশের শ্যুট। চলছে ‘দশম অবতার’-এর রেইকি।