Sudipta Bakshi: যেমন ভেবেছিলেন ঠিক তার উল্টো! স্মিতা বক্সীকে নিয়ে মুখ খুললেন বৌমা সুদীপ্তা
Sudipta Bakshi: তৃণমূল নেতা স্মিতা বক্সী ও সঞ্জয় বক্সীর ছেলে সৌম্য বক্সীকে এই বছরই বিয়ে করেছেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। পরিণীতি ও রাঘব চাড্ডার মতোই টলিউডও দেখেছে রাজনীতি ও সেলুলয়েডের মহামিলন। রাজনৈতিক পরিবারের বিয়ে হয়ে আসার পর কেমন অভিজ্ঞতা হল তাঁর এযাবৎ।
তৃণমূল নেতা স্মিতা বক্সী ও সঞ্জয় বক্সীর ছেলে সৌম্য বক্সীকে এই বছরই বিয়ে করেছেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। পরিণীতি ও রাঘব চাড্ডার মতোই টলিউডও দেখেছে রাজনীতি ও সেলুলয়েডের মহামিলন। রাজনৈতিক পরিবারের বিয়ে হয়ে আসার পর কেমন অভিজ্ঞতা হল তাঁর এযাবৎ। ‘দাদাগিরি’র মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রশ্নের জবাব দিলেন সুদীপ্তা। ধারাবাহিকে সাধারণত ভিলেনের চরিত্রেই দেখা যায় তাঁকে। সৌরভ প্রশ্ন করেছিলেন, “তবে কি শাশুড়ি ভিলেন ভাবেন তাঁর বৌমাকে?” উত্তরে সুদীপ্তা জানান, “একেবারেই নয়। প্রথমে যখন আলাপ হয় ওঁর সঙ্গে আমি ভেবেছিলাম উনি বোধয় আমাকে পছন্দ করেন না। কিন্তু বিয়ের পর দেখলাম একেবারেই তা নয়। নিজের মেয়ে ও আমার মধ্যে কোনও ফারাক করতে দেখিনি। দু’জনেই আমরা বাড়ির মেয়ে।”
পেশাগত বিভেদ থাকলেও বক্সী পরিবারের সঙ্গে যে ভালই মানিয়ে নিয়েছেন সুদীপ্তা, সে কথাই অকপটে বললেন তিনি। বিয়ের ঠিক পরে পরেই হনিমুনে যাওয়া হয়নি সুদীপ্তার। ধারাবাহিকের চাপ ছিল, তাই ছুটি মেলেনি কিছুতেই। বিয়ের কয়েক মাস পার হতে হনিমুনে গিয়েছেন তাঁরা প্রেমের শহর প্যারিসে যেখানে আইফেল টাওয়ারের ব্যাকড্রপে কাপলের চুম্বনে আবিষ্ট হওয়া একপ্রকার ‘রীতি’, সেখানেই ঠোঁটে-ঠোঁট ছুঁয়ে ছবিও দিয়েছিলেন স্বামীর সঙ্গে।
বহু দিনের প্রেম তাঁদের। আলাপ হয় এক অনুষ্ঠানে। দীর্ঘ দিনের বন্ধুত্বের পর গত মে’মাসে বিয়ে করেন তাঁরা। তাঁর বিয়েতে ছিল বাঙালিয়ানার ছোঁয়া। খাবারদাবারেও ছিল ভরপুর বাঙালিয়ানা। কষ্ট করে বড় হয়েছেন সুদীপ্তা। অনেক পরিশ্রমের পর ভাল আছেন তিনি। সুখী আছেন নতুন পরিবারের সঙ্গে।
View this post on Instagram