Ditipriya Roy: ঝড়-শিলাবৃষ্টি, জঙ্গলের মাঝে কী করছেন দিতিপ্রিয়া? শেয়ার হল ভিডিয়ো
Viral Video: প্রাণ ঢেলে অভিনয় করে সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নেন তিনি। তারপর থেকেই যেন দিতিপ্রিয়া নামের বদলে রানিমা-ই তাঁর পরিচয় হয়ে যায়।

বৃহস্পতিবার রাজ্যের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়। শহর কলকাতার সঙ্গে এদিন পাল্লা দিয়ে ভিজেছে শান্তিনিকেতন। শিলাবৃষ্টি থেকে শুরু করে ঝড়, বিকেলে দাপিয়ে বেড়িয়েছে কালবৈশাখি। গরমের দাপটের পর এই স্বস্তির বৃষ্টিতে ভিজেছিল অধিকাংশই। সোশ্যাল মিডিয়া পলকে ভরে যায় রিল-ছবিতে। সেই তালিকা থেকে বাদ পড়লেন না অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ও। তবে কলকাতায় নয়, তিনি ছিলেন শান্তিনিকেতনে। বেশ কিছুদিন ধরেই সোনাঝুরিতে শুটিংয়ে ব্যস্ত রয়েছেন দিতিপ্রিয়া। এদিনও চলছিল শুটিং। হঠাৎই নামে ঝড় বৃষ্টি। ভ্যানিটি ভ্যান থেকে নেমে বৃষ্টির ছবি তুললেন দিতিপ্রিয়া। করলেন ভিডিয়ো। শিলাবৃষ্টি বেজায় উপভোগ করলেন তিনি। সোনাঝুরি হাটের পথে তোলা এই ভিডিয়ো পলকে দর্শকদের নস্ট্যালজিয়া তৈরি করে।
সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় দিতিপ্রিয়া। রিলে শেয়ার করলেন সেই ভিডিয়ো। যা দেখা মাত্রই সকলের নজর কাড়ল। অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। ছোট থেকেই অভিনয় জগতের সঙ্গে তাঁর গাঁটছড়া। যদিও পরিবারের কেউ সেভাবে চায়নি তিনি অভিনয় জগতে আসুক। বাবা অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন। সেই সূত্রেই পরিচিতি ছিল অনেক। ছোট থেকেই তাঁর অনেকের নজরে পড়েছিলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়।
অনেকেই চাইতেন তাঁকে নিয়ে ছবি করতে। তবে খুব একটা সুযোগ মিলত না বাবার শাসনের জন্যই। এরপর শুরু হয় ধীরে ধীরে কাজ করা। ছোট ছোট চরিত্রে অভিনয় করতে শুরু করেন দিতিপ্রিয়া। জনপ্রিয় মা ধারাবাহিকে তিনি চোরের ভূমিকায় অভিনয় করেছিলেন। এরপরই এক উল্টো পাঠ আসে তাঁর হাতে।
প্রাণ ঢেলে অভিনয় করে সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নেন তিনি। তারপর থেকেই যেন দিতিপ্রিয়া নামের বদলে রানিমা-ই তাঁর পরিচয় হয়ে যায়। যদিও দিতিপ্রিয়ার জন্য তা পরম পাওয়া। বর্তমানে একের পর এক বড় প্রজেক্ট তাঁর হাতে। বড় পর্দা থেকে শুরু করে ওটিটি, চুটিয়ে কাজ করছেন অভিনেত্রী। লেখা পড়ার সঙ্গে পাল্লা দিয়ে করেছেন অভিনয়।





