Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দু’জনেই বিয়ে করেছেন ২৬ বছরের বড় পুরুষকে, শ্রীময়ীকে কী টিপস দিলেন দোলন?

Dolon-Sreemoyee: অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের আগেও দুটো বিয়ে ছিল অভিনেতা এবং উত্তরপাড়ার তৃণমূল বিধায়কে কাঞ্চন মল্লিকের। আগের দুই স্ত্রীকে ডিভোর্স দিয়েই শ্রীময়ীয়ের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। বিষয়টা অনেকটা দোলন রায় এবং দীপঙ্কর দের মতো মনে হয়েছে নেটিজ়েনদের একটা বড় অংশের। দুই অভিনেত্রীই নিজের চেয়ে ২৬ বছরের বড় পুরুষকে বিয়ে করেছেন। শ্রীময়ীকে সংসারিক কী টিপস দিলেন দোলন রায়?

দু'জনেই বিয়ে করেছেন ২৬ বছরের বড় পুরুষকে, শ্রীময়ীকে কী টিপস দিলেন দোলন?
দোলন-দীপঙ্কর; শ্রীময়ী-কাঞ্চন
Follow Us:
| Updated on: Mar 03, 2024 | 9:15 AM

দু’জনেই অভিনেত্রী। দু’জনেই বিয়ে করেছেন নিজের চেয়ে ২৬ বছরের বড় পুরুষকে। দুই অভিনেত্রীই টালিগঞ্জের। একজনের নাম দোলন রায়। অন্যজন শ্রীময়ী চট্টরাজ। ২ মার্চ, শনিবার, ২০২৪, চর্চিত প্রেমিক কাঞ্চন মল্লিককে বিয়ে করেছেন শ্রীময়ী। কাঞ্চনের বয়স ৫৩। শ্রীময়ীয়ের ২৬। কাঞ্চনের চেয়ে ২৭ বছরের ছোট শ্রীময়ী। একদিকে বডি শেমিংয়ের শিকার হয়েছেন কাঞ্চন। রোগা-পাতলা চেহারায় কীভাবে তিনজন মহিলাকে বিয়ে করলেন, তাই নিয়ে তৈরি হয়েছে মিম। অন্যদিকে কাঞ্চন-শ্রীময়ীর বয়সের ফারাক নিয়েও কটূকথা বলেছেন নেটনগরের অসংখ্য বাসিন্দা। তার উপর কাঞ্চনের তিন নম্বর বিয়ে নিয়ে পড়েছে শোরগোল। শ্রীময়ীর আগেও দুটো বিয়ে ছিল অভিনেতা এবং উত্তরপাড়ার তৃণমূল বিধায়কের। আগের দুই স্ত্রীকে ডিভোর্স দিয়েই শ্রীময়ীয়ের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন কাঞ্চন। বিষয়টা অনেকটা দোলন রায় এবং দীপঙ্কর দের মতো মনে হয়েছে নেটিজ়েনদের একটা বড় অংশের। দুই অভিনেত্রীই নিজের চেয়ে ২৬ বছরের বড় পুরুষকে বিয়ে করেছেন। শ্রীময়ীকে সংসারিক কী টিপস দিলেন দোলন?

প্রায় দু’দশক ধরে দীপঙ্করের সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন দোলন। আগেও একটা বিয়ে হয়েছিল দীপঙ্করের। TV9 বাংলাকে এক একান্ত সাক্ষাৎকারে দোলন আগেই বলেছিলেন, তিনি দীপঙ্করের সংসার ভাঙেননি। দীপঙ্করের প্রথম স্ত্রীর থেকে আলাদা হওয়ার অনেক পরই তাঁর জীবনে এসেছেন দোলন। তাঁর প্রথম স্ত্রীর সঙ্গেও কু-সম্পর্ক নেই দোলনের। দীপঙ্করের জ্যেষ্ঠ-কন্যার মৃত্যুর সময় অভিনেতা এবং তাঁর প্রাক্তন স্ত্রী দু’জনকেই আগলে রেখেছিলেন দোলন। অন্যদিকে ‘ঘরভাঙানি’র তকমা পেয়েছেন শ্রীময়ী। তাঁর আগমনেই নাকি দ্বিতীয় স্ত্রী এবং সন্তান ওশকে ছেড়েছেন কাঞ্চন।

তা হলে শ্রীময়ীকে সংসারিক কী টিপস দিলেন দোলন? দোলন সংবাদ মাধ্যমকে বলেছেন, “কাঞ্চন-শ্রীময়ীর মাঝে একজন তৃতীয় ব্যক্তি হয়ে আমি একদমই জ্ঞান দেব না। কোনও এক বিশেষ গুণেই এই সম্পর্ক তৈরি হয়েছে। সেই কারণেই এই সম্পর্কটা তৈরি হয়েছে। আর আমার মনে হয় না শ্রীময়ীর কারও জ্ঞানের প্রয়োজন আছে। ও নিজেই পারবে এই সম্পর্কটা বয়ে নিয়ে যেতে।”