লিফ্টে একা ছোট্ট অক্ষয়, নোংরামির চরম সীমায় পৌঁছয় লিফ্টম্যানই, কী ঘটে সেদিন?
অক্ষয় জানান তাঁর সঙ্গে যখন এই ঘটনা ঘটে তখন তাঁর বয়স মাত্র ছয় বছর। প্রতিবেশীর ফ্ল্যাটে যাচ্ছিলেন তিনি। লিফ্টে একাই উঠেছিলেন। সঙ্গে ছিলেন লিফ্টম্যান। কিন্তু রক্ষকই যে ভক্ষক তা বুঝতে পারেননি অক্ষয়।
কে বলেছে শুধু নারীরাই নির্যাতনের শিকার হন? অপরাধের হাত থেকে ছাড় পাননি বহু পুরুষও। কেউ চুপ করে থেকেছেন, আবার কেউ বা জোর গলায় করেছেন প্রতিবাদ। তেমনই এক প্রতিবাদের স্বর অক্ষয় কুমার। জানেন কি, নোংরা মানসিকতার হাত থেকে ছাড় পাননি তিনিও। একরত্তি অক্ষয়ের সঙ্গে যা হয়েছিল তা শুনলে শিউরে উঠতে হয়। তবে ভবিষ্যতে যেন বাবা-মায়েরা আরও সাবধান হতে পারেন সেই কারণের নিজের অভিজ্ঞতার কথা নিজেই শেয়ার করেছেন তিনি। কী বলেছেন তিনি?
অক্ষয় জানান তাঁর সঙ্গে যখন এই ঘটনা ঘটে তখন তাঁর বয়স মাত্র ছয় বছর। প্রতিবেশীর ফ্ল্যাটে যাচ্ছিলেন তিনি। লিফ্টে একাই উঠেছিলেন। সঙ্গে ছিলেন লিফ্টম্যান। কিন্তু রক্ষকই যে ভক্ষক তা বুঝতে পারেননি অক্ষয়। অভিনেতা জানান, আচমকাই তাঁকে ছুঁতে শুরু করে সেই ব্যক্তি। এক পর্যায়ে অশ্লীল ভাবে ছুঁতে থাকে তাঁর পশ্চাৎদেশ। অক্ষয় তখন ছোট তবে যা হচ্ছে তা যে ঠিক হচ্ছে না সে আঁচ পেয়েছিলেন তিনি। সেখান থেকে কোনওমতে বেরিয়ে সবটা এসে বাবা-মাকে জানান তিনি। বাবা-মা তাঁর অভিযোগকে গুরুত্ব দিয়েছিলেন। ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশের কাছেও অভিযোগ জানানো হয়। ধরা পড়ে সেই ব্যক্তি।
অক্ষয় বিচার পেয়েছিলেন। তবে ‘চাইল্ড মোলেস্টেশন’ বা শিশুদের উপর নির্যাতনের ঘটনা সামনে আসে প্রতিনিয়ত। এই মুহূর্তে গোটা দেশ উত্তাল আরও এক নির্যাতনের ঘটনায়। আরজি করে চিকিৎসকে খুন ও ধর্ষণের ঘটনায় হচ্ছে একের পর এক প্রতিবাদ। জনরোষ বাড়ছে ক্রমশ। এই মুহূর্তে বিচার প্রক্রিয়া রয়েছে সিবিআইয়ের হাতে। অপরাধীরা যথার্থ শাস্তি পান কিনা এখন সেটাই দেখার।