খাবার সময় ক্যাটরিনা এমন অভ্যাস মোটে পছন্দ নয় ভিকির, নিজের স্বভাব কি বদলাতে পারলেন নায়িকা?
Katrina: ক্যাটরিনা কইফ এবং ভিকি কৌশল বলিপাড়ার অন্যতম আলোচিত জুটি। তাঁদের আবার 'পাওয়ার কাপল'ও বলা হয়ে থাকে। খুব অল্প দিনের প্রেম তার পর বিয়ে। বিয়ের পর থেকে সমাজমাধ্যমের পাতায় ক্যাটরিনা-ভিকির সংসারের কিছু ঝলক মাঝে মাঝেই দেখা যায়। শ্বশুর-শাশুড়ির সঙ্গেই ক্যাটরিনার সমীকরণ অনেকের ঈর্ষার কারণ।
ক্যাটরিনা কইফ এবং ভিকি কৌশল বলিপাড়ার অন্যতম আলোচিত জুটি। তাঁদের আবার ‘পাওয়ার কাপল’ও বলা হয়ে থাকে। খুব অল্প দিনের প্রেম তার পর বিয়ে। বিয়ের পর থেকে সমাজমাধ্যমের পাতায় ক্যাটরিনা-ভিকির সংসারের কিছু ঝলক মাঝে মাঝেই দেখা যায়। শ্বশুর-শাশুড়ির সঙ্গেই ক্যাটরিনার সমীকরণ অনেকের ঈর্ষার কারণ। ‘হ্যাপি ফ্যামিলি’র অনেক ছবিই দেখতে পাওয়া যায় ইনস্টাগ্রামের পাতায়। তা বলে ক্যাটরিনার সব গুণই কি পছন্দ ভিকির?
তা কি কখনও হয়। এ ক্ষেত্রেও বিষয়টা তেমন নয়। নায়িকার এমন একটা অভ্যাস রয়েছে যা বিন্দুমাত্র পছন্দ নয় ভিকির। শুধু তো সিনেমায় অভিনয় নয় ক্যাটরিনার একটি ব্যবসাও রয়েছে। ফলে তাঁর ব্যস্ততাও দ্বিগুণ। এক বিন্দু সময় পান না। সেই সঙ্গে শ্বশুরবাড়ি, পরিবারের দিকটাও দেখতে হয় তাঁকে। ব্যবসা আবার সিনেমা দুটো দিক একসঙ্গে ম্যানেজ করা এমনিতেই কঠিন। সব পরিস্থিতিতেই স্ত্রীয়ের পাশে রয়েছেন ভিকি। কিন্তু নায়িকা বলেন একটি বিষয় একেবারে পছন্দ নয় ভিকির।
নায়িকা জানান, নৈশভোজের সময় ফোন ঘাঁটা একেবারেই পছন্দ নয় ভিকির। তাই খাওয়ার সময় যদি অভিনেত্রী ফোন ঘাঁটেন তখন ভিকি বলে থাকেন যেন ফোনটা তিনি রেখে দেন। তবে খুব যে রাগ করেন তেমনটা একেবারেই নয়। তবে এ ক্ষেত্রে ভিকির কথা শোনার চেষ্টা করেন ক্যাটরিনা। তাঁর শ্বশুর শাশুড়িও যে সমান ভাবে তাঁর তালে তাল মেলান সে কথাও জানিয়েছেন নায়িকা। সম্প্রতি ভিকি কৌশল ক্যাটরিনার বিষয় মুখ খুলেছিলেন।
তিনি বলে,”কাজের বিষয় কী অদ্ভুতভাবে ক্যাটরিনা কাইফ বাস্তববাদী। যতটা আবেগে ভাসেন, ততটাই স্পর্শকাতর একজন মানুষ ক্যাট। এত বছরের অভিজ্ঞতায় বর্তমানে ক্যাটরিনা ভীষণ সঠিক। এটাই ভিকি কৌশলের কাছে এক বিশাল সাপোর্টের মতো। ক্যাটরিনা এক বাস্তবকে ততটাই বাস্তবের চোখে দেখতে পারেন। ভিকি আরও জানান, ক্যাটরিনা যখন কোনও সিদ্ধান্ত নিয়ে থাকেন, তখন তিনি রীতিমত তা গুরুত্বর সঙ্গে গ্রহণ করে থাকেন। কারণ ক্যাটরিনার সিদ্ধান্ত মানেই তা ভীষণ স্পষ্ট যুক্তির সঙ্গে উপস্থাপনা করা।”