Saline Case: ‘যাদের জন্য কাণ্ডটা হয়েছে…’, স্যালাইন-কাণ্ডে ১২ চিকিৎসককে সাসপেন্ড মমতার

| Edited By: | Updated on: Jan 16, 2025 | 2:48 PM

Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, চিকিৎসকরা যদি আর একটু সচেতন থাকতেন, তাহলে মায়ের মৃত্যু আটকানো যেত।

Saline Case: 'যাদের জন্য কাণ্ডটা হয়েছে...', স্যালাইন-কাণ্ডে ১২ চিকিৎসককে সাসপেন্ড মমতার
Image Credit source: Facebook

LIVE NEWS & UPDATES

  • 16 Jan 2025 02:47 PM (IST)

    ‘দুর্ঘটনার কেস গেলেই জুনিয়ররা বলে দেয়, মারা গিয়েছে’

    • ৭২ ঘন্টা সময় দিয়েছি তদন্ত করার। কোনও অপারেশন করার আগে সিসিটিভি লাগাতে দেওয়া হয় না। ভিতরেও সিসিটিভি থাকা উচিত বলে আমি মনে করি। যদি কোনও গাফিলতি থাকে, তাহলে আমাদের তদন্ত করতে সুবিধা হয়: মমতা।
    • সব অপারেশন রুমের গেট পর্যন্ত সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশ।
    • দুর্ঘটনার কেস গেলেই জুনিয়ররা বলে দেয়, মারা গিয়েছে। এরকম উদাহরণ আছে । আগে তো চেষ্টা করে দেখবে। পত্রপাঠ বিদায় করা কাজ নয়।
    • দুটি রিপোর্ট মিলে গিয়েছে। এই স্যালাইন অন্য রাজ্যে চলছে। আমরা ব্যবহার বন্ধ করে দিয়েছি। রি টেস্ট করব।
  • 16 Jan 2025 02:38 PM (IST)

    ‘সবকিছু থাকা সত্ত্বেও উন্নতি দেখার কথা কাদের?’

    • মমতা উল্লেখ করেন, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নের কথা উল্লেখ করে হয়েছে, তা গোটা দেশে কোথাও হ‍য়নি। ৪২টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হয়েছে। এখন বেডের সংখ্যা ৯৭ হাজার। ৭১ টি এসএনসিইউ। ১৪ হাজার চিকিৎসক নতুন করে নিয়োগ করা হয়েছে ।
    • মমতা প্রশ্ন তুললেন, সবকিছু থাকা সত্ত্বেও উন্নতি দেখার কথা কাদের? আমাদের কাজ সঠিক সময়ে মূল্যায়ন করা এবং নজরদারি রাখা।
    •  

      চিকিৎসকদের সম্পর্কে মমতা বলেন, “সরকারের একটি পলিসি আছে। সিনিয়র চিকিৎসকদের ৮ ঘন্টা ডিউটি করার কথা। সঠিক সময়ে চিকিৎসা এবং পরিষেবা দিতে হবে।”

    •  

      মমতা বলেন, “প্রসূতি মায়েদের সিজার করার কথা সিনিয়র চিকিৎসকদের। রোগীদের পরিষেবা দেওয়া চিকিৎসকদের কাজ।”

  • 16 Jan 2025 02:34 PM (IST)

    সেদিন ঠিক করে কাজ করলে একজন মা’কে হারাতে হত না: মমতা

    • মুখ্যমন্ত্রী জানান, মেদিনীপুরে সিনিয়র রেপুটেড টিম পাঠানো হয়েছিল । সিআইডি-র টিমও গিয়েছিল।
    • মমতা বলেন, “যাঁদের হাতে মানুষের ভাগ্য নির্ধারণ হয়, তাঁরা সেদিন ঠিক করে কাজ করলে একজন মা’কে হারাতে হত না।”
  • 16 Jan 2025 02:30 PM (IST)

    সব ওষুধ সরানো হয়েছে: মুখ্যসচিব

    • মুখ্যসচিব জানিয়েছেন, সব হাসপাতাল থেকে ওই সংস্থার ওষুধ সরিয়ে দেওয়া হয়েছে।
    • স্যালাইনও দেওয়া হচ্ছে না। এ ক্ষেত্রে গাফলতির বিষয়টি উঠে আসছে
  • 16 Jan 2025 02:28 PM (IST)

    সিনিয়র ডাক্তাররা ছিলেন না: মুখ্যসচিব

    • মুখ্যসচিব এদিন রিপোর্ট উল্লেখ করেন। তিনি জানান, সিআইডি রিপোর্ট মিলিয়ে দেখা যাচ্ছে মেদিনীপুর মেডিক্যাল কলেজে গাফিলতির ঘটনা ছিল।
    • দুটি ওটি টেবিলে একসঙ্গে অপারেশন করা হয়েছিল। আরএমও এবং সার্জেন সেখানে যাননি। একবার একটা কেসে এসে ঘুরে চলে যান।
    • একজন পিজিটি অ‍্যানাস্থেশিয়া দেন। মুচলেকা লেখানো হয়েছিল। সার্জারির সময়ে ক্লিনিং এবং স্টেরিলাইজেশন করা হয়নি।
    • সিনিয়র চিকিৎসকরা উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু ছিলেন না। পিজিটিরা ছিলেন।
    • সিসি ক্যামেরা করিডরে ছিল। ভিতরে কী হয়েছে জানা যায়নি। ওসওপি মানা হয়নি। সিনিয়র ডাক্তারদের উপস্থিতি ছিল না। ট্রেনি ডাক্তারদের দিয়েই কাজ চালানো হয়েছে

মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য। সরানো হয়েছে স্বাস্থ্য ভবনের বিশেষ সচিবকে। এবার সেই ইস্যুতেই মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সাংবাদিক বৈঠকে সেই ঘটনার রিপোর্ট প্রকাশ করে মুখ্যসচিব মনোজ পন্থ জানালেন, চিকিৎসকদের গাফিলতি ছিল।

Published On - Jan 16,2025 2:23 PM

Follow Us: