Kumbh Mela 2025: শুধু পাপ ধুতে নয়, মহাকুম্ভে স্টিভ জোবসের স্ত্রী ছুটে এসেছিলেন এই কারণে…
Steve Jobs: কিশোর অবস্থাতেই হিন্দুধর্ম, আধ্যাত্মিকতা নিয়ে আগ্রহী হয়েছিলেন অ্যাপলের প্রতিষ্ঠাতা। তিনিই পরে স্ত্রী লরেনকে বলেন, জীবনের উদ্দেশ্য বুঝতে হলে ভারতেই যেতে হবে। একমাত্র হিন্দুশাস্ত্র-ই মানুষের সব প্রশ্নের উত্তর দিতে পারে।
প্রয়াগরাজ: অ্যাপলের প্রয়াত কর্ণধার স্টিভ জোবসের স্ত্রী লরেন্স পাওয়েল। এখন তাঁর নাম কমলা। মহাকুম্ভে যোগ দিতে এসে অসুস্থ হয়ে পড়েছিলেন। জ্বর এসেছিল। গায়ে জ্বর নিয়েই পুণ্যস্নান সেরেছেন। লরেন্স কৈলাসানন্দ গিরি মহারাজের শিষ্য। কুম্ভমেলায় এসে জানিয়েছিলেন, মহাকুম্ভের সাক্ষী হওয়া ও গুরুর সঙ্গে দেখা করতেই তাঁর সফর। লরেন্স অনেকটাই বলেছিলেন, তবে পুরোটা বলেননি। প্রয়াত স্বামীর একটা অপূর্ণ ইচ্ছে পূরণ করার তাগিদ থেকেও মহাকুম্ভে সামিল হয়েছেন লরেন।
১৯ বছর বয়সে, নিজের জন্মদিনে বন্ধু টিম ব্রাউনকে চিঠি লিখেছিলেন জোবস। আসলে ব্রাউনের চিঠির উত্তর দিয়েছিলেন। ব্রাউন প্রশ্ন করেছিলেন, জোবস জীবন নিয়ে কী ভাবছেন? পেশাগত বা ব্যক্তিগত জীবনে কোন পথে হাঁটতে চান? জোবসের উত্তর, আমি জানি না। আমি বহুদিন ধরে এর উত্তর খুঁজছি। আর সেজন্যই ভারতে কুম্ভমেলায় যেতে চাই। এপ্রিলে কুম্ভমেলা হওয়ার কথা। আমি জানি না, আদৌ ভারতে যাওয়া হবে কী?
কিশোর অবস্থাতেই হিন্দুধর্ম, আধ্যাত্মিকতা নিয়ে আগ্রহী হয়েছিলেন অ্যাপলের প্রতিষ্ঠাতা। তিনিই পরে স্ত্রী লরেনকে বলেন, জীবনের উদ্দেশ্য বুঝতে হলে ভারতেই যেতে হবে। একমাত্র হিন্দুশাস্ত্র-ই মানুষের সব প্রশ্নের উত্তর দিতে পারে। জোবস বলেছিলেন, কোনও একটা সময়ে লরেনের মনেও জীবন নিয়ে প্রশ্ন আসবে। নিজেকে নিয়ে প্রশ্ন আসবে। সেক্ষেত্রে লরেন যেন অবশ্যই ভারতে আসেন। বন্ধুকে লেখা চিঠিতেও সেটাই রয়েছে।
“ইউ হ্যাভ টু ট্র্যাভেল টু ইন্ডিয়া উই আর লুকিং ফর আওয়ার সোল”- জোবসের হাতে লেখা সেই চিঠি নিলামে বিক্রি হয়েছে। দাম উঠেছিল ৪ কোটি ৩২ লক্ষ টাকা। মঙ্গলবার চিঠির বিষয়বস্তু প্রকাশ করেছে একটি মার্কিন দৈনিক।