Team India: বিরাট-রোহিতদের পারিবারিক সফরে কেন ফতোয়া বোর্ডের? গম্ভীরের জন্যই!
Gautam Gambhir: ১১ জানুয়ারি অস্ট্রেলিয়া সফরে ভারতীয় টিমের ভরাডুবির ময়নাতদন্তে কোচ ও ক্যাপ্টেনের সঙ্গে বসেছিল বিসিসিআই। সেখানেই একগুচ্ছ বিষয় নিয়ে আলোচনা হয়। আলাদা করে পরামর্শও দিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা ও কোচ গৌতম গম্ভীর।
কলকাতা: কোচ বনাম ক্রিকেটার তত্ত্ব কি এ বার দাঁড়িয়ে যাচ্ছে? রোহিত শর্মার সঙ্গে কোচ গৌতম গম্ভীরের দূরত্বের কারণ কি স্পষ্ট হয়ে উঠছে? নাকি পুরোটাই জল্পনা? স্রেফ ভারতীয় টিমের ভালোর জন্য কোচ খুব গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন বোর্ড কর্তাদের? এই কিছু প্রশ্ন ঘিরে তোলপাড় চলছে ভারতীয় ক্রিকেট মহল। এই খবরের সূত্রপাত দিন কয়েক আগে। ১১ জানুয়ারি অস্ট্রেলিয়া সফরে ভারতীয় টিমের ভরাডুবির ময়নাতদন্তে কোচ ও ক্যাপ্টেনের সঙ্গে বসেছিল বিসিসিআই। সেখানেই একগুচ্ছ বিষয় নিয়ে আলোচনা হয়। আলাদা করে পরামর্শও দিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা ও কোচ গৌতম গম্ভীর। তার নির্যাস হিসেবেই বেরিয়ে এসেছে— বিদেশ সফরে পরিবার নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ কার্যকর করবে বোর্ড। ৪৫ দিনের সফরে ১৪ দিন, তার থেকে ছোট সফরে ৭ দিনের বেশি স্ত্রী কিংবা বান্ধবীকে নিয়ে যেতে পারবেন না ক্রিকেটাররা। এমন পরামর্শ কে দিয়েছেন, তা এ বার প্রকাশ্যে এল।
ইন্ডিয়া টুডে-র খবর অনুযায়ী, গম্ভীরই বোর্ডকে পরামর্শ দিয়েছেন এমন নিয়ম চালু করার জন্য। তার কারণ একটাই, পরিবার সঙ্গে থাকায় এক টিম এক নিয়ম চালু করতে অসুবিধা হচ্ছে। শৃঙ্খলাও ধরে রাখতে পারছেন না। টিমকে শৃঙ্খলায় বাঁধতেই পরিবারকে দূরে রাখার পরামর্শ দিয়েছেন গম্ভীর। এমন পরামর্শ কি টিমের সিনিয়ররা মেনে নেবেন? তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে। এতে সিনিয়রদের সঙ্গে কোচের দূরত্ব যে বাড়বে, সন্দেহ নেই। এতেই শেষ নয়, গম্ভীর কিন্তু জুনিয়রদের আরও বেশি নিয়মে বাঁধার পক্ষপাতী। অস্ট্রেলিয়া সফরের সময় টিমের সিনিয়রদের সঙ্গে নিয়মিত ডিনারে নানা জায়গায় যেতেন জুনিয়র ক্রিকেটাররা। পুরো সফরে মাত্র একটা দিন সবাই মিলে ডিনার করেছেন। জুনিয়র ক্রিকেটারদের এই আচরণ মোটেও ভালো চোখে দেখছেন না গম্ভীর।
এই খবরটিও পড়ুন
এও জানা যাচ্ছে, সিরিজ বা সফর শেষ হওয়ার পরই যেন ম্যাচ ফি বোর্ডের তরফে না দেওয়া হয়, এমন পরামর্শ দিয়েছেন টিমের এক সিনিয়র প্লেয়ার। ওই বৈঠকে রোহিত ছিলেন। তিনিই কি দিয়েছেন এমন পরামর্শ? বোর্ডকে বলা হয়েছে, প্লেয়ারের পারফরম্যান্স খতিয়ে দেখে তার পরই যেন ম্যাচ ফি দেওয়া হয়।