Gautam Gambhir: ড্রেসিংরুমের কথা বাইরে, রিভিউ মিটিংয়ে নাম বলে দিলেন কোচ গৌতম গম্ভীর!

Indian Cricket Team-BGT: টিমের অন্দরে যে সমস্যা রয়েছে এমন অনেক কিছু। ক্যাপ্টেন রোহিত শর্মা-গৌতম গম্ভীরের দূরত্ব, ঋষভ পন্থের সঙ্গে কোচ গম্ভীরের সমস্যা, এমন তথ্য সামনে এসেছে। ঋষভ পন্থ 'দায়িত্বজ্ঞানহীন' শট খেলে আউট হওয়ায় হেড কোচ গৌতম গম্ভীর যে নাখুশ ছিলেন, তেমন ঘটনাও।

Gautam Gambhir: ড্রেসিংরুমের কথা বাইরে, রিভিউ মিটিংয়ে নাম বলে দিলেন কোচ গৌতম গম্ভীর!
Image Credit source: PTI FILE
Follow Us:
| Updated on: Jan 15, 2025 | 10:23 PM

ড্রেসিংরুমে অনেক কিছুই ঘটে। অনেক সময় কিছু বিষয় বাইরেও চলে আসে। সবটাই ‘জল্পনার’ আকারে। যদিও সেই তথ্য কে প্রকাশ্যে আনেন, তা গোপনই থাকে। প্লেয়ার-কোচ-সাপোর্ট স্টাফ, যে কেউই হতে পারেন! ওই যে জল্পনা! বর্ডার-গাভাসকর ট্রফিতেও এমন নানা ‘জল্পনা’ প্রকাশ্যে এসেছে। টিমের অন্দরে যে সমস্যা রয়েছে এমন অনেক কিছু। ক্যাপ্টেন রোহিত শর্মা-গৌতম গম্ভীরের দূরত্ব, ঋষভ পন্থের সঙ্গে কোচ গম্ভীরের সমস্যা, এমন তথ্য সামনে এসেছে। ঋষভ পন্থ ‘দায়িত্বজ্ঞানহীন’ শট খেলে আউট হওয়ায় হেড কোচ গৌতম গম্ভীর যে নাখুশ ছিলেন, তেমন ঘটনাও। সেই ঋষভ পন্থকে দেখা যায় সিডনিতে বিধ্বংসী ব্যাটিং করতে।

ভারতীয় দল অস্ট্রেলিয়া থেকে ফেরার পর রিভিউ মিটিংও হয়েছে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ক্লিনসুইপের পর অস্ট্রেলিয়ায় ১-৩ ব্যবধানে হার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনালে যেতে না পারা। প্লেয়ারদের পারফরম্যান্স নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনই কোচ গৌতম গম্ভীরের দক্ষতা নিয়েও। তাঁর সাপোর্ট স্টাফদের ভূমিকা? এই প্রসঙ্গগুলো একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। এরই মাঝে বিস্ফোরক তথ্য প্রকাশ্যে। ড্রেসিংরুমের তথ্য কে বাইরে এনেছেন, রিভিউ মিটিংয়ে নাকি সেই প্লেয়ারের নামও বলে দিয়েছেন হেড কোচ গৌতম গম্ভীর?

নিউজ২৪-এর একটি ভিডিয়ো স্টোরিতে দাবি করা হয়েছে, রিভিউ মিটিংয়ে হেড কোচ গৌতম গম্ভীর নাকি বলেছেন, ড্রেসিংরুমের তথ্য বাইরে এনেছেন সরফরাজ খান! ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সুযোগ পেয়েছিলেন সরফরাজ। যদিও ধারাবাহিকতা দেখাতে পারেননি। ভারতের কোনও ব্যাটারই সেই অর্থে ধারাবাহিকতা দেখাতে পারেননি। অস্ট্রেলিয়ার মাটিতে এক ম্যাচেও সুযোগ দেওয়া হয়নি তাঁকে। সেই সরফরাজের বিরুদ্ধেই নাকি গৌতম গম্ভীর অভিযোগের আঙুল তুলেছেন ড্রেসিংরুমের তথ্য বাইরে আনার!

এই খবরটিও পড়ুন

এই প্রসঙ্গ সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং গৌতম গম্ভীর ও সরফরাজ। অনেকেই মন্তব্য করেছেন, গৌতম গম্ভীর নিজের ব্যর্থতা ঢাকতেই একজন প্লেয়ারের নামে এমন অভিযোগ তুলেছেন। আবার কেউ মন্তব্য করছেন, সরফরাজের কেরিয়ার শেষ করতে উঠে পড়ে লেগেছেন। সব মিলিয়ে ভারতীয় ক্রিকেটে যে নতুন বিতর্কের জন্ম দিচ্ছে, এ বিষয়ে সন্দেহ নেই।