Jasprit Bumrah: বুমরাকে বেড-রেস্ট! কেরিয়ার বাঁচানো বনাম চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াই…

Indian Cricket Team-ICC Champions Trophy: মনে করা হয়েছিল, ওডিআইতে ফিরবেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেখা যাবে। সবটাই এখন ধোঁয়াশা। বরং প্রশ্ন উঠছে, বুমরার চোটের কারণেই কি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণায় সময় চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড! আদৌ বুমরাকে পাওয়া যাবে তো?

Jasprit Bumrah: বুমরাকে বেড-রেস্ট! কেরিয়ার বাঁচানো বনাম চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াই...
Image Credit source: PTI FILE
Follow Us:
| Updated on: Jan 15, 2025 | 6:18 PM

সিডনি টেস্টে ভারতের হারের মাঝে আক্ষেপ ও অস্বস্তি ছিল জসপ্রীত বুমরার মাঠ থেকে বেরিয়ে যাওয়ার দৃশ্যটা। তাঁর নেতৃত্বেই অস্ট্রেলিয়া সফর শুরু করেছিল ভারত। পারথে অনবদ্য জয় দিয়ে সিরিজ শুরু। সিডনিতে শেষ টেস্টে সিরিজ হার বাঁচানোর লড়াইয়েও ক্যাপ্টেন ছিলেন জসপ্রীত বুমরা। খারাপ ফর্মের কারণে সরে দাঁড়িয়েছিলেন খোদ ক্যাপ্টেন রোহিত শর্মা। সিডনি টেস্টের দ্বিতীয় দিন লাঞ্চ বিরতির পর হঠাৎই মাঠ ছাড়েন বুমরা। দ্রুত তাঁকে বেরিয়ে যেতে দেখা যায়। চিকিৎসা করাতে যান বুমরা। এরপর ফিরে শুধু ব্যাট করতে নেমেছিলেন। বোলিং আর করতে পারেননি। বুমরা বোলিং করতে পারলে হয়তো সিডনি টেস্ট আরও ক্লোজ হত।

বর্ডার-গাভাসকর ট্রফি অতীত। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ও তিনটি ওয়ান ডে খেলবে ভারতীয় দল। এই ওয়ান ডে সিরিজ চ্যাম্পিয়ন্স ট্রফিরও মহড়া। টি-টোয়েন্টিতে বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। মনে করা হয়েছিল, ওডিআইতে ফিরবেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেখা যাবে। সবটাই এখন ধোঁয়াশা। বরং প্রশ্ন উঠছে, বুমরার চোটের কারণেই কি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণায় সময় চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড! আদৌ বুমরাকে পাওয়া যাবে তো?

সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাকে বেড-রেস্টের পরামর্শ দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে তাঁকে খেলানো মানে কেরিয়ার নিয়ে ঝুঁকি হতে পারে। টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, অস্ট্রেলিয়া থেকে ফিরেই এনসিএ-তে যাওয়ার কথা ছিল বুমরার। সেখানেই তাঁর রিহ্যাব পর্ব শুরু হত। যদিও বুমরা কবে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যাবেন, সেটাই এখনও ঠিক হয়নি।

এই খবরটিও পড়ুন

সর্বভারতীয় সংবাদমাধ্যমে বোর্ডের এক কর্তা বলেছেন, ‘বুমরা হয়তো আগামী সপ্তাহে এনসিএ-তে যেতে পারে। তাঁর পিঠের চোট গুরুতর। সে কারণে সম্পূর্ণ বেড-রেস্টের পরামর্শ দেওয়া হয়েছে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যাওয়ার পরই বুমরার পরবর্তী কী করণীয় তা বোঝা যাবে। আর বুঝতেই পারছেন, বেড-রেস্টের বিষয়টা মোটেই ভালো ইঙ্গিত নয়। ওকে খুবই যত্নে রাখতে হবে।’