AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Heart Attack vs Stroke: হার্ট অ্যাটাক আর স্ট্রোক এক নয়, তফৎটা জানলে অবাক হবেন

হার্ট অ্যাটাক এবং স্ট্রোক নিয়ে অনেকের মধ্যে ভ্রান্ত ধারণা রয়েছে। অনেকে মনে করেন, এই দুটি একই জিনিস। তা কি ঠিক? জেনে নিন কী বলছেন বিশেষজ্ঞ?

Heart Attack vs Stroke: হার্ট অ্যাটাক আর স্ট্রোক এক নয়, তফৎটা জানলে অবাক হবেন
হার্ট অ্যাটাক ও স্ট্রোকের পার্থক্য কী? Image Credit: Getty Images
| Updated on: Jan 15, 2025 | 6:17 PM
Share

হার্ট অ্যাটাক এবং স্ট্রোক নিয়ে অনেকের মধ্যে ভ্রান্ত ধারণা রয়েছে। অনেকে মনে করেন, এই দুটি একই জিনিস। তা কিন্তু নয়। কারণ এই ২টি পুরোপুরি আলাদা জিনিস। হার্ট অ্যাটাক আসলে হার্টের সমস্যা। অর্থাৎ হৃদপিণ্ডের সমস্যা। আর স্ট্রোক হল আমাদের ব্রেন বা মস্তিষ্কের সমস্যা।

হৃদপিণ্ড মানুষের গোটা শরীরকে রক্ত দিচ্ছে। একইসঙ্গে হৃদপিণ্ডের নিজের বেঁচে থাকার জন্যও রক্তের প্রয়োজন। হৃদপিণ্ডের নিজের যে রক্ত প্রয়োজন, সেটা যখন পায় না, তা যে কোনও কারণেই হোক না কেন, সেই সময় হৃদপিণ্ডের কিছু অংশ নষ্ট হয়ে যায়। বা বলা যায় মরে যায়। এই জিনিসটিকে হার্ট অ্যাটাক বলা হয়। কিংবা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলে। বর্তমানে একে অ্যাকিউট করোনারি সিনড্রোমও বলা হয়।

হার্ট রক্ত না পাওয়ার জন্য যা হয়, তাতে মৃত্যু অবধি হতে পারে। হার্টের যেমন রক্ত প্রয়োজন, ব্রেনেরও তেমন রক্ত প্রয়োজন। তেমনটা না হলে ব্রেন কাজ করতে পারে না। যে সময় ব্রেনের কিছু অংশ হঠাৎ করে রক্ত পায় না, তখন স্ট্রোক হয়। ব্রেনের সব অংশে কোনও না কোনও পাইপের মাধ্যমে রক্ত যাচ্ছে। যখন সেই পাইপের মধ্যে কোনও একটিতে নোংরা জমেছে বা ক্লট করছে কিংবা ওই পাইপ ফেটে গেলে ব্রেনের কিছু অংশে রক্ত পৌঁছায় না। আর এর অর্থ যে জায়গায় ব্রেনে রক্ত পৌঁছাল না, সেই অংশ কাজ করবে না। তাই দেখা যায় কারও স্ট্রোক হলে শরীরের একটা দিক প্যারালাইজড হয়ে যায়।

খুব সহজ করে বললে, হার্ট অ্যাটাক মানে হৃদপিণ্ডের প্রয়োজনীয় রক্ত না পাওয়া। আর স্ট্রোক মানে ব্রেন যখন প্রয়োজনীয় রক্ত পায় না। দুটির ফলেই মৃত্যু অবধি হতে পারে। তাই হার্ট ও ব্রেন সব সময় সুস্থ রাখতে হবে। তাই প্রেশার, সুগার, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে হবে। সুস্থ ও সঠিক জীবনযাত্রা মেনে চলতে হবে।

এক ঝলকে দেখে নিন হার্ট অ্যাটাকের লক্ষণ:

  • বুকে ব্যথা বা অস্বস্তি
  • শ্বাসকষ্ট
  • হাত, পিঠ, ঘাড়, চোয়াল বা পেটে ব্যথা বা অস্বস্তি ভাব
  • বমি বমি ভাব
  • মাথা ঘেমে যাওয়া
  • ঠান্ডা ঘাম হওয়া
  • হালকা মাথাব্যথা

এক ঝলকে দেখে নিন স্ট্রোকের লক্ষণ:

  • হঠাৎ শরীরের একপাশে অসাড়তা বা দুর্বলতা
  • হঠাৎ একটা বা দুটো চোখে দেখতে অসুবিধা
  • হুট করে তীব্র মাথাব্যথা
  • হঠাৎ কথা বলতে অসুবিধা বা কিছু বুঝতে অসুবিধা
  • হঠাৎ হাঁটতে সমস্যা
  • মাথা ঘোরা
  • ভারসাম্য হারানো
  • খিঁচুনি
  • ঠোঁটের কোণা দিয়ে খাবার গড়িয়ে পড়া
  • হঠাৎ মুখ একদিকে বাঁকা হয়ে যাওয়া