মিমির আসল নাম ‘ডাইনি’? অঙ্কুশের কাণ্ড দেখে হাসির রোল নেটপাড়ায়
মিমির সঙ্গে অঙ্কুশের এমন খুনসুটিতে মজা পেয়েছেন তাঁদের অনুরাগীরা। মিমি আর অঙ্কুশ জুটি বেঁধে বেশ কিছু ছবি করেছেন। ব্যক্তিগত জীবনে তাঁরা ভালো বন্ধু। আবার শহরে একই বিল্ডিংয়ে থাকার কারণে এখন প্রতিবেশী এই নায়ক-নায়িকা। এই দুর্গাপুজোয় 'রক্তবীজ টু' আসছে।

সম্প্রতি ‘ডাইনি’ ওয়েব সিরিজের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিলেন মিমি। তাঁর এই সাফল্যের জন্য টলিপাড়ায় অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। তবে অঙ্কুশ মিমির সঙ্গে যে খুনসুটি করেছেন, সেটা চোখে পড়ার মতো। মিমি এই পুরস্কার পাওয়ার পর ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে লিখেছেন, ”আমি কৃতজ্ঞ”। অঙ্কুশ তাতে লিখেছেন, ”আমি জানতাম, যেদিন তুই তোর আসল নামের উপর কোনও ওয়েব সিরিজ করবি, পুরস্কার পাবিই!”
মিমির সঙ্গে অঙ্কুশের এমন খুনসুটিতে মজা পেয়েছেন তাঁদের অনুরাগীরা। মিমি আর অঙ্কুশ জুটি বেঁধে বেশ কিছু ছবি করেছেন। ব্যক্তিগত জীবনে তাঁরা ভালো বন্ধু। আবার শহরে একই বিল্ডিংয়ে থাকার কারণে এখন প্রতিবেশী এই নায়ক-নায়িকা। এই দুর্গাপুজোয় ‘রক্তবীজ টু’ আসছে। সেখানে মিমির বিপরীতে অঙ্কুশকে দেখা যাবে না। তবে একসঙ্গে একই ছবিতে দেখা যাবে। এই ছবির শুটিং নিয়েই সম্প্রতি ব্যস্ত ছিলেন অঙ্কুশ, মিমি এবং আবীর চট্টোপাধ্য়ায়।
এই মুহূর্তে অঙ্কুশ ব্যস্ত রয়েছেন ‘ডান্স বাংলা ডান্স’-এর শুটিংয়ে। নিজের প্রযোজনায় ‘নারী চরিত্র বেজায় জটিল’ ছবিতে দেখা যাবে তাঁকে। সেই ছবি আসবে এই বছর। তবে অঙ্কুশ আর মিমিকে জুটিতে কবে দেখা যাবে, তা এখন বলা মুশকিল। ‘রক্তবীজ টু’-র পর মিমি নতুন বাংলা ছবির শুটিং করবেন বলে শোনা যাচ্ছে।
এই বছর বলিউডে কাজ করতে পারেন মিমি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক করছেন রাজকুমার রাও। সেখানে ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে মিমিকে দেখা যেতে পারে, তেমন খবর। যদিও এই বিষয়ে কিছু ঘোষণা করা হয়নি।
