Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কৌশলে অমিতাভ ঘনিষ্ঠ রেখা, আচমকা জয়া এসে নায়িকার গালে বসালেন সপাট চড়

Rekha-Jaya Fight: জয়া বচ্চনের সংসারে উঠেছিল ঝড়। তবে ভাঙন কিংবা ফাটল ধরতে দেননি তিনি কোনওদিন। স্থির করেছিলেন অমিতাভের সঙ্গে সংসারটা তিনিই করবেন। আর ঠিক সেই কারণেই শোনা যায়, জয়া বচ্চনের বারবার উত্তেজিত হয় নানা পদক্ষেপ করার কথা।

কৌশলে অমিতাভ ঘনিষ্ঠ রেখা, আচমকা জয়া এসে নায়িকার গালে বসালেন সপাট চড়
Follow Us:
| Updated on: Jan 06, 2024 | 12:59 PM

রেখা ও অমিতাভ বচ্চন, বলিউডের অন্দরমহলে অন্যতম চর্চিত জুটি। যাঁরা পর্দায় একের পর এক হিট ছবি উপহার দিয়ে, হিট জুটির তকমা ছিনিয়ে নিয়েছেন, সেই সেলেব জুটি কি বাস্তবে প্রেম করছেন? সবটা ওপেন সিক্রেট থাকলেও কোথাও গিয়ে যেন অমিতাভ বচ্চন এই নিয়ে কখনও মুখ খোলেননি। যা ইঙ্গিত দেওয়া, যা বোঝানোর সবটাই বুঝিয়ে দিয়েছিলেন রেখা। প্রকাশ্যে কেউ কাউকে নিয়ে যখন একটা শব্দ খরচ করতে চাইছেন না, ঠিক তখনই জয়া বচ্চনের সংসারে উঠেছিল ঝড়। তবে ভাঙন কিংবা ফাটল ধরতে দেননি তিনি কোনওদিন। স্থির করেছিলেন অমিতাভের সঙ্গে সংসারটা তিনিই করবেন। আর ঠিক সেই কারণেই শোনা যায়, জয়া বচ্চনের বারবার উত্তেজিত হয় নানা পদক্ষেপ করার কথা। ঘটনাগুলোর সত্যতা প্রমাণ হলেও তার পিছনে থাকা কারণ মানুষ বারবার অনুমান করে নিয়েছেন। আর সেক্ষেত্রে কারও কোনও সমস্যা হয়নি বুঝে নিতে জয়ার কষ্ট ঠিক কোথায়।

কেন রেখাকে চড় মারেন জয়া?

সাল ১৯৮০, তখন রেখা অমিতাভ জুটি মানেই একপ্রকার ছবি হিট। একটি ছবিতে অভিনয় করছিলেন ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন, জিনাত আমন ও রেখা। ছবির নাম রাম বলরাম। এই ছবিতে অভিনয়ের জন্য বড় চাল চেলেছিলেন রেখা। তিনি তাঁর চরিত্রের জন্য একটি টাকাও পারিশ্রমিক নেননি। যাঁকে তাঁকে কেউ সরিয়ে না দিতে পারে। তবে ছবিতে যে রেখা রয়েছেন, তা জানতেন না জয়া বচ্চন। তিনি হঠাৎ একদিন স্থির করেন, ছবির সেটে এসে অমিতাভের সঙ্গে দেখা করবেন। সেটাই করতে এসেছিলেন। সেই সময় দেখেন, রেখার সঙ্গে একান্তে কথা বলতে ব্যস্ত রয়েছেন অমিতাভ বচ্চন। দেখে সহ্য করতে পারেননি জয়া। সকলের সামনে রেখার গালে একটা চড় মারেন তিনি।

এসব দেখে নাকি লজ্জায় পড়ে গিয়েছিলেন অমিতাভ বচ্চন। তিনি সেখান থেকে চলে গিয়েছিলেন। তিনি নাকি বুঝতে পারেননি সেই পরিস্থিতিতে তাঁর ঠিক কী করা উচিত।