বলিউডের অন্দরমহল নিয়ে বিস্ফোরক রণবীর, কোন প্রথা এড়িয়ে চলেন নায়ক?
Ranbir Kapoor: জীবনটা অন্য কেউ সাজিয়ে দিতে পারে না। তিনি যেমন তিনি ঠিক সকলের সামনে তেমনটাই থাকতে পছন্দ করেন। আর ঠিক এই কারণেই তাঁর জীবনে কখনও কোনও পিআর (PR) অর্থাৎ পাবলিক রিলেশন অফিসারের প্রয়োজন পড়েনি।
কাপুর পরিবারের ছেলে রণবীর কাপুর। বরাবরই তিনি নিজের জীবনটা নিজের ছন্দেই কাটাতে বেশি পছন্দ করেন। পছন্দ করেন প্রতিটা পদে পদে নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিতে। হয়তো কারও সঙ্গে পরামর্শ করে নেন ঠিকই, তবে কারও কথায় চলার পাত্র তিনি নন। তাঁর কথায় তাঁর জীবনটা অন্য কেউ সাজিয়ে দিতে পারে না। তিনি যেমন তিনি ঠিক সকলের সামনে তেমনটাই থাকতে পছন্দ করেন। আর ঠিক এই কারণেই তাঁর জীবনে কখনও কোনও পিআর (PR) অর্থাৎ পাবলিক রিলেশন অফিসারের প্রয়োজন পড়েনি। পড়েনি, এই কারণেই, কারণ তিনি নিজের কাজ নিজে দস্তুর মত গুছিয়ে নিতে পারেন। এক সাক্ষাৎ করে রণবীর কাপুরকে এমনটাই দাবি করতে শোনা যায়।
যেখানে রণবীর কাপুর বলেছিলেন, “যখনই একজন পিআরকে রাখা হয় তখনই এক অভিনেতার মৃত্যু ঘটে। কারণ তাঁরা অভিনেতাদের জীবনটা সাজিয়ে দেন। যেমনটা দেখানো হয়, তেমনটাই সকলে দেখে। তেমনভাবে অভিনেতাকে চিন্তে শুরু করে। আর তখনই এক অভিনেতা ব্যক্তি আমিকে হারিয়ে ফেলে। যেমন বিভিন্ন ইভেন্টে পরিকল্পনা করে হাজির হওয়া। যেটা পিআরদের কথায় করে থাকেন অভিনেতারা, সেটা তো তাঁদের ব্যক্তি সিদ্ধান্ত থাকে না। অথচ দর্শকেরা দেখলেন, তিনি এই দান খয়রাতের সঙ্গে যুক্ত। কিন্তু আসলে তিনি এমনটা নয়। তাঁকে এমনভাবে সাজিয়ে তোলা হয়। আমি যেমন আমি সকলের সামনে তেমনই থাকতে চাই। একজন অভিনেতার নিজের বুদ্ধির জোরে এগিয়ে যাওয়ায় কাম্য, তাতে তাঁর স্ব-স্বভাব বজায় থাকে। কিন্তু অন্য কারওএ বুদ্ধিতে চলতে শুরু করা মানেই সবটা শেষ।” আর ঠিক এই কারণেই রণবীর কাপুর কোনওদিন নিজে এই প্রকার পদক্ষেপ করেননি। PR রাখা সেই কারণেই পছন্দ করেন না তিনি। রাখেনও না।