শোলাঙ্কি, মধুমিতা আর রণিতা ফিরছেন ভিন্ন বাংলা ধারাবাহিকে, কার নায়ক কে?
রণিতা দাস স্টার জলসা চ্যানেলের জন্য বাহা চরিত্রটা করে অসম্ভব জনপ্রিয়তা পেয়েছিলেন। তিনিও ফিরছেন বাংলা ধারাবাহিকে। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় নতুন ধারাবাহিকে রণিতা দাসের সঙ্গে বিশ্বজিত্ ঘোষকে দেখা যাবে বলে খবর। 'কে আপন কে পর' ধারাবাহিকে কাজ করে বিশ্বজিত্ জনপ্রিয়তা পেয়েছিলেন। সেপ্টেম্বর মাসে রণিতা অভিনীত 'দেবী' ছবিটার মুক্তি রয়েছে।

বাংলা ধারাবাহিক থেকেই তিন মুখের উত্থান। তুমুল জনপ্রিয়তা পেয়েছেন তাঁরা। বড়পর্দায় প্রধান মুখ হিসাবে কাজ করেছেন। এবার তিনজনেই বাংলা ধারাবাহিকে ফিরছেন। মধুমিতা সরকারকে দেখা যাবে লীনা গঙ্গোপাধ্যায়ের লেখায় তৈরি নতুন ধারাবাহিকে। সেখানে তাঁর নায়ক হচ্ছেন নীল ভট্টাচার্য। নীল কিছু মাস মুম্বইয়ে ছিলেন। সেখানে নিজের গ্রুমিংয়ে মন দিয়েছিলেন। এবার স্টার জলসার তরফে ধারাবাহিকের অফারটি পছন্দ হয়েছে বলে শহরে ফিরছেন নীল।
শোলাঙ্কি রায় স্টার জলসার নতুন ধারাবাহিক করবেন, এমনই চূড়ান্ত হয়ে গিয়েছে। প্রযোজনা সংস্থা অ্যাক্রোপলিস-এর সঙ্গে কাজ করছেন অভিনেত্রী। এটা তাঁর কাছে ঘরে ফেরার মতোই। কারণ শোলাঙ্কি আর গৌরব চট্টোপাধ্যায় জুটির গাঁটছড়া সুপারহিট ধারাবাহিক। বেশ কয়েক বার বেঙ্গল টপার হয়েছিল ধারাবাহিকটা। একটা সময়ে অবশ্য শোলাঙ্কি এই ধারাবাহিকে আর কাজ করবেন না বলে জানিয়ে দিয়েছিলেন। গৌরবের সঙ্গে ধারাবাহিকের কথা এগোলেও বিষয়টা চূড়ান্ত হয়নি। তবে চ্যানেলের তরফে এই জুটিকে ফিরিয়ে আনার কথা ভাবা হচ্ছে বলে খবর।
রণিতা দাস স্টার জলসা চ্যানেলের জন্য বাহা চরিত্রটা করে অসম্ভব জনপ্রিয়তা পেয়েছিলেন। তিনিও ফিরছেন বাংলা ধারাবাহিকে। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় নতুন ধারাবাহিকে রণিতা দাসের সঙ্গে বিশ্বজিত্ ঘোষকে দেখা যাবে বলে খবর। ‘কে আপন কে পর’ ধারাবাহিকে কাজ করে বিশ্বজিত্ জনপ্রিয়তা পেয়েছিলেন। সেপ্টেম্বর মাসে রণিতা অভিনীত ‘দেবী’ ছবিটার মুক্তি রয়েছে।
এই ধারাবাহিক তিনটে নিয়ে চর্চা থাকলেও, চ্যানেলের তরফে এখনও কিছু ঘোষণা করা হয়নি। তাই শেষ পর্যন্ত কী হয়, সেদিকে নজর রাখতে হবে।
