‘কেন আমরা সন্তানের জন্ম দিই?’ আক্ষেপ করে কেঁদে ভাসালেন ভারতী
Bharti Singh: সকলের সঙ্গে মন খুলে আড্ডা দেওয়া থেকে মজা করা, ভারতী যেন এক্ষেত্রে কাউকেউ ছেড়ে কথা বলতে রাজি নন। সেই ভারতীর চোখেই জল? তাও আবার নিজের সন্তানকে নিয়ে। সন্তান নিয়ে আক্ষেপের সুর এবার তাঁর কণ্ঠে। হঠাৎ কী এমন হল ভারতীর?
বলিপাড়ার স্টার তিনি, তিনি ভারতী সিং। ২০২২ সালে মা হয়েছিলেন ভারতী। কোল আলো করে তাঁর ও হর্ষ লিম্বাচিয়ার সংসারে এসেছিল ছোট্ট গোলা। ছেলের বয়স এখনও দুইও অতিক্রম করেনি। তবে গোলা ভক্তদের মাঝে বেশ জনপ্রিয়। নানান চর্চায় তাঁকে উঠে আসতে দেখা গিয়েছে বারবার। কখনও তিনি খুঁজে পাচ্ছেন তাঁর বৌমাকে, কখনও আবার ছেলের নানা কাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভ্লগ বানাচ্ছেন! ভারতী সিং, কমেডিয়ান তথা সঞ্চালক, যাঁকে নিয়ে ভক্তমনে সর্বদাই উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। একের পর এক শো তাঁর হাত ধরে হিট। সকলের সঙ্গে মন খুলে আড্ডা দেওয়া থেকে মজা করা, ভারতী যেন এক্ষেত্রে কাউকেউ ছেড়ে কথা বলতে রাজি নন। সেই ভারতীর চোখেই জল? তাও আবার নিজের সন্তানকে নিয়ে। সন্তান নিয়ে আক্ষেপের সুর এবার তাঁর কণ্ঠে। হঠাৎ কী এমন হল ভারতীর?
অনেকেই মনে করেন সন্তানের জন্ম হওয়া মানে মহিলাদের কেরিয়ারে বড় ধাক্কা। তবে বাস্তব ছবিটা মোটেও এমন নয়। কারণ ভারতী তাঁর ছেলের চিন্তায় কেঁদে ফেললেন। যে সন্তানকে প্রতিটা মুহূর্তে চোখে চোখে রেখে থাকেন, যার প্রতিটা প্রয়োজনে মা হিসেবে পাশে থাকেন, বোঝার চেষ্টা করেন, ছোট্ট গোলার সমস্যা, সুবিধে-অসুবিধে, সেই গোলাকে কাছ ছাড়া করতে রাজি নন ভারতী। সোশ্যাল মিডিয়ায় নিজের ভ্লগে ভারতী জানালেন, তিনি বুঝতেই পারছেন না কীভাবে গোলাকে ছাড়া এই মুহূর্তটা কাটবে। বিষয়টা হল, গোলা স্কুলে যাচ্ছে। সেই স্কুলে যাওয়ার প্রথমদিনটায় আবেগঘন ভারতী। ছোট্ট ছেলে কীভাবে খাবে, সমস্যা হলে কাকে বলবে, কেউ মারলে তো বলতেও পারবে না। তাই চোখে জল নিয়ে ভারতীকে এদিন বলতে শোনা গেল, ‘কেন আমরা সন্তানের জন্ম দিই? ওদের কাছ ছাড়া করতে আমাদের কষ্ট হয়।’