সইফের ৫ কোটির সম্পত্তি পাবে না তাঁর ৪ সন্তান, কারণ জানলে চমকে উঠবেন

Saif Ali Khan Assets: সইফ আলি খানের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫,০০০ কোটি টাকা। এই সম্পত্তির মধ্যে হরিয়ানার পাতৌদি প্রাসাদ এবং ভোপালের অন্যান্য পূর্বপুরুষের সম্পত্তি রয়েছে।

সইফের ৫ কোটির সম্পত্তি পাবে না তাঁর ৪ সন্তান, কারণ জানলে চমকে উঠবেন
Follow Us:
| Updated on: Jan 17, 2025 | 3:03 PM

বলিউড তারকা সইফ আলি খান পাতৌদির দশম নবাব। ২০১১ সালে মনসুর আলি খানের মৃত্যুর পর, হরিয়ানার পাতৌদি গ্রামে এক অনুষ্ঠানের মাধ্যমে সইফকে নবাব হিসেবে ঘোষণা করা হয়। সইফের দুই বোন—সাবা আলি খান এবং সোহা আলি খান। সইফ আলি খানের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫,০০০ কোটি টাকা। এই সম্পত্তির মধ্যে হরিয়ানার পাতৌদি প্রাসাদ এবং ভোপালের অন্যান্য পূর্বপুরুষের সম্পত্তি রয়েছে।

তবে সইফের উত্তরাধিকারীদের জন্য এই সম্পত্তি পাওয়া সহজ নাও হতে পারে। একটি রিপোর্ট অনুযায়ী, পাতৌদি পরিবারের সমস্ত সম্পত্তি ভারত সরকারের এক আইনের আওতায় রয়েছে। এই নিয়ম অনুযায়ী, কেউই এই সম্পত্তির স্বত্ব দাবি করতে পারবেন না।

যদি সইফের সন্তানরা (সারা আলি খান, ইব্রাহিম আলি খান, তৈমুর আলি খান এবং জেহাঙ্গীর আলি খান) এই সম্পত্তির অধিকার দাবি করতে চান, তাহলে তাঁদের উচ্চ আদালতে মামলা করতে হবে। প্রয়োজনে বিষয়টি সুপ্রিম কোর্ট বা রাষ্ট্রপতির দরজায় পৌঁছাতে পারে।

এছাড়াও, জানা যায় সইফের ঠাকুরদা হামিদুল্লাহ খান, যিনি ব্রিটিশ আমলের নবাব ছিলেন, তিনি সম্পত্তির জন্য কোনও উইল তৈরি করেননি। ফলে, পরিবারের সদস্যদের মধ্যে সম্পত্তি নিয়ে আইনি জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা থেকেই যায়। বিশেষত, সইফের ঠাকুমার বংশধরেরা পাকিস্তানে বাস করেন, তাঁরাও এই সম্পত্তির অধিকার দাবি করতে পারেন।