Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘কোথায় চললেন শুভশ্রী?’ সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেই প্রশ্ন নেটপাড়ার

Subhashree Ganguly: যেখানে উপস্থিত ছিলেন রাজ চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায় সৌরসিনী মৈত্র প্রমুখেরা। উপস্থিত ছিল গোটা টিম। বুদ্ধদেব গুহর এই উপন্যাস নিয়ে দর্শকদের মনে আলাদা এক উত্তেজনা বর্তমান। সেই গল্প পর্দায় দেখার অপেক্ষায় দিনগুনছেন অনেকেই।

'কোথায় চললেন শুভশ্রী?' সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেই প্রশ্ন নেটপাড়ার
Follow Us:
| Updated on: Jan 30, 2024 | 6:16 PM

সন্তান জন্ম দেওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই শুটিং সেটে ফিরেছেন তিনি। করেছেন নানা ছোটবড় কাজ। এবার রাজের ক্যামেরার সামনে দাঁড়ানোর পালা। আরও একটা নতুন জুটি টলিপাড়াকে উপহার দিতে চলেছেন পরিচালক রাজ চক্রবর্তী। তিনি এবার বুদ্ধদেব গুহর বাবলি নিয়ে ব্যস্ত। শুভশ্রীর বিপরীতে জায়গা করে নেবেন এবার আবির চট্টোপাধ্যায়, সে খবর মিলেছিল আগেই। সদ্য হয়ে গেল ছবির শুভমহরৎও। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অভিনেত্রী। যেখানে উপস্থিত ছিলেন রাজ চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায় সৌরসিনী মৈত্র প্রমুখেরা। উপস্থিত ছিল গোটা টিম। বুদ্ধদেব গুহর এই উপন্যাস নিয়ে দর্শকদের মনে আলাদা এক উত্তেজনা বর্তমান। সেই গল্প পর্দায় দেখার অপেক্ষায় দিনগুনছেন অনেকেই।

সোশ্যাল মিডিয়ার কমেন্টে চোখ রাখলেই নজরে আসছে একটাই প্রশ্ন, কবে মুক্তি পেতে চলেছে এই ছবি? যার উত্তর এখনও পর্যন্ত স্পষ্ট নয়। ২৫ জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছিল ছবির কাজ। আগেই ক্রিপ্টের ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। গল্প যে অন্যস্বাদের এক শুভশ্রীকে সামনে আনতে চলেছে, তাও অনুমান করে নেওয়া যায়। নতুন বছরের শুরুতেই ছবির খবর শেয়ার করেছিলেন জুটি।

তবে এবার সোশ্যাল মিডিয়ায় রাজ ও আবিরের সঙ্গে ছবি শেয়ার করে শুভশ্রী লিখলেন, চলো লেটস গো। সঙ্গে এক গাড়ির ইমোজি। কোথায় যাচ্ছেন তাঁরা? অবশ্যই ছবির শুটে। আর সেই ছবির শুট কোথায় হচ্ছে, তাঁরা কোন লোকেশনকে বেছে নিয়েছেন, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। আর ঠিক সেই কারণেই নেটিজেনদের প্রশ্ন, দিমাপুর চললেন?