AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অপারেশন সিঁদুর-এর পর প্রথম ভারত-পাক ম্যাচ, কী বলছেন অভিনেতা জায়েদ খান

এই ম্যাচ ঘিরে দেশজুড়ে উত্তেজনা তুঙ্গে। যদিও এই রীতি নতুন নয়। তবে এবারের ছবিটা ভিন্ন। বৈসরণ জঙ্গি হামলার পর এই ম্যাচ ঘিরে নানাজনের নানামত তৈরি হয়েছে। একদিকে অনেকেই ম্যাচ বয়কটের ডাক দিচ্ছেন, অন্যদিকে কেউ কেউ মনে করছেন খেলার সঙ্গে রাজনীতিকে মেলানো ঠিক নয়।

অপারেশন সিঁদুর-এর পর প্রথম ভারত-পাক ম্যাচ, কী বলছেন অভিনেতা জায়েদ খান
| Edited By: | Updated on: Sep 14, 2025 | 4:55 PM
Share

এশিয়া কাপ ২০২৫-এর অন্যতম চর্চিত ম্যাচ হতে চলেছে ভারত বনাম পাকিস্তান। এই ম্যাচ ঘিরে দেশজুড়ে উত্তেজনা তুঙ্গে। যদিও এই রীতি নতুন নয়। তবে এবারের ছবিটা ভিন্ন। বৈসরণ জঙ্গি হামলার পর এই ম্যাচ ঘিরে নানাজনের নানামত তৈরি হয়েছে। একদিকে অনেকেই ম্যাচ বয়কটের ডাক দিচ্ছেন, অন্যদিকে কেউ কেউ মনে করছেন খেলার সঙ্গে রাজনীতিকে মেলানো ঠিক নয়। সোশ্যাল মিডিয়ায় নানাজন মন্তব্য করছেন, তাঁদের পোস্ট হচ্ছে ভাইরাল। এমন পরিস্থিতিতে বলিউড অভিনেতা জায়েদ খান ভারতীয় দলকে সমর্থন করে বললেন, “ভারত খুব ভাল দল, আমি নিশ্চিত ভারতই জিতবে।”

সম্প্রতি পহেলগাঁও হামলার পরে দুই দেশের সম্পর্ক আরও খারাপ হলেও, জায়েদ মনে করেন খেলা আলাদা বিষয় এবং তা চালিয়ে যাওয়া উচিত। তাঁর মতে, “খেলা তো খেলা, সম্পর্ক যেমনই হোক না কেন।” তিনি ভারতীয় দলের নতুন অধিনায়ক সূর্যকুমার যাদবের প্রশংসা করে বলেন, “এসকেওয়াই দারুণ ব্যাটসম্যান এবং তাঁর আইপিএলের অভিজ্ঞতা আছে। নতুন প্রজন্মকে দায়িত্ব দিতে হবে।”

এশিয়া কাপে ভারতের শুরুটা হয়েছে দুর্দান্তভাবে। প্রথম ম্যাচে তারা সংযুক্ত আরব আমিরাতকে মাত্র ৫৭ রানে অলআউট করে ৯ উইকেটে জিয় হাসিল করেছে। আজ অর্থাৎ রবিবার দুবাইয়ে রাত ৮টায় ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে। এই ম্যাচে সূর্যকুমার যাদব প্রথমবারের মতো পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অধিনায়কত্ব করবেন।