Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Camel Flu: কাতারের উটের সূত্র ধরেই কি পরবর্তী অতিমারি ছড়ানোর আশঙ্কা? সতর্কবার্তা হু-র

FIFA World Cup 2022: বিগত দশকে মোট ২,৬০০ জন 'ক্যামেল ফ্লু'-তে আক্রান্ত হয়েছিলেন। মৃত্যু হয়েছিল ৯৩৫ জনের। কী এই 'ক্যামেল ফ্লু'?

Camel Flu: কাতারের উটের সূত্র ধরেই কি পরবর্তী অতিমারি ছড়ানোর আশঙ্কা? সতর্কবার্তা হু-র
গ্রাফিক্স: অভীক দেবনাথ
Follow Us:
| Edited By: | Updated on: Nov 29, 2022 | 12:15 PM

বিশ্ব এখন কাঁপছে ফুটবল জ্বরে। তারই মাঝে উদ্বেগ তৈরি করল ‘ক্যামেল ফ্লু’। ফুটবল বিশ্বকাপের মাঝে আবারও এক অতিমারি ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এই ‘ক্যামেল ফ্লু’-এর জেরে লন্ডভন্ড হয়ে যেতে পারে কাতারের ফুটবল বিশ্বকাপ। করোনার পর এখন নতুন আতঙ্ক এই ‘ক্যামেল ফ্লু’।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই সতর্ক করেছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কাতারে আসা পর্যটকদের। ‘ক্যামেল ফ্লু’ নামের এই ভাইরাসের উৎস উট। যদিও চিকিৎসা পরিভাষায় এটি ‘মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম’ বা মার্স নামে পরিচিত। সাধারণত মধ্য প্রাচ্যের বিভিন্ন জায়গায় এই ভাইরাসের সংক্রমণ দেখা যায়।

এই মুহূর্তে ফুটবল বিশ্বকাপ দেখতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১২ লক্ষ মানুষ কাতারে উপস্থিত। এই পরিস্থিতিতে যদি ‘ক্যামেল ফ্লু’-এর সংক্রমণ বাড়ে তাহলে এটি মহামারির আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। এই ভাইরাসে আক্রান্ত হলে প্রাথমিকভাবে রোগের কোনও উপসর্গ দেখা দেয় না। হঠাৎ করে প্রবল জ্বর, তার সঙ্গে শ্বাসকষ্ট ও কাশির উপসর্গ দেখা দেয় ‘ক্যামেল ফ্লু’-তে আক্রান্ত হলে।

বিশ্বের একাধিক দেশে এখনও পর্যন্ত হাজার-হাজার মানুষ ‘ক্যামেল ফ্লু’-তে আক্রান্ত হয়েছেন। বিগত দশকে মোট ২,৬০০ জন ‘ক্যামেল ফ্লু’-তে আক্রান্ত হয়েছিলেন। মৃত্যু হয়েছিল ৯৩৫ জনের। সুতরাং এই ভাইরাস যে ‘প্রভাবশালী’ নয় এমনটা ভেবে নেওয়ার কোনও কারণ নেই। ‘নিউ ইনফেকশনস’ জার্নালে প্রকাশিত সমীক্ষা থেকে আশঙ্কা করা হচ্ছে যে, ‘ক্যামেল ফ্লু’ ভেস্তে দিতে পারে কাতারে বিশ্বকাপের উন্মাদনা।

শুধু ‘ক্যামেল ফ্লু’ নয়, করোনা ভাইরাস এবং মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ার আশঙ্কাও প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এছাড়াও এক সমীক্ষা বলছে, কাতারে বিশ্বকাপ দেখতে আসা পর্যটকেরা ডায়েরিয়া, ডেঙ্গি, ম্যালেরিয়া, হেপাটাইটিস এ এবং বি-এর মতো রোগেও আক্রান্ত হতে পারেন। তবে কাতার এই ‘ক্যামেল ফ্লু’ সংক্রমণ নিয়ে বেশ সচেতন। এই ধরনের পরিস্থিতি যাতে না তৈরি হয়, তার জন্য কাতারে রুটিন টিকাকরণ এবং নিয়মিত স্বাস্থ্য-পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে যে, সংক্রমণ ছড়িয়ে পড়ার কোনও পরিস্থিতি তৈরি হলে, তা সামাল দেওয়ার জন্য সে দেশের হাসপাতালে পর্যাপ্ত পরিকাঠামো রয়েছে।

কিন্তু সামগ্রিকভাবে কাতারে বিশ্বকাপ দেখতে আসা পর্যটকদের সচেতন থাকার বার্তা দিয়েছে ‘হু’। যেহেতু উট থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়ে, তাই মরুদেশের প্রাণী থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। উটকে কোনওভাবেই স্পর্শ করা চলবে না। আর যদি হঠাৎ করে প্রবল জ্বর আসে, তাহলে দ্রুত চিকিৎসকের সাহায্য নিতে বলা হচ্ছে।

বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'