Effects of Shani Dev: কুম্ভে উল্টো পথে গমন শনিদেবের! ৪ রাশির ভাগ্যে বইবে এখন শুধুই অশান্তির ঝড়
Zodiac Signs: কথিত আছে. শনির প্রভাবে যে কোনও ব্যক্তির জীবনে নেমে আসে ব্যর্থতা, সমস্যা ও অসাফল্যের ঝড়। পাশাপাশি ২৯ অক্টোবর অর্থাৎ রবিবার সরাসরি গমন করতে চলেছেন শনিদেব। বর্তমানে শনিদেব কুম্ভ রাশিতে গমন করছেন, কিন্তু এই মুহূর্তে উল্টো পথেই যাত্রা শুরু করেছেন।
কথিত আছে, শনিদেব হলেন ন্যায়ের দেবতা। প্রত্যেক মানুষের কর্মের ভিত্তিতে ফল প্রদান করেন তিনি। পাশাপাশি শনিদেব যে রাশিতে অবস্থান করে সেই রাশির উপরও শুভ ও অশুভ প্রভাব পড়ে। তবে রাশিতে কখনও সরাসরি বা পিছিয়ে যায়। এর ফলে প্রতিটি ১২ রাশির উপর প্রভাব পড়ে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, কোন রাশির জন্য অনুকূল , আর কোন রাশির জাতকদের উপর শনির অশুভ নজর পড়েছে, তা শনির গোচরের প্রভাবেইসৃষ্ট হয়। কথিত আছে. শনির প্রভাবে যে কোনও ব্যক্তির জীবনে নেমে আসে ব্যর্থতা, সমস্যা ও অসাফল্যের ঝড়। পাশাপাশি ২৯ অক্টোবর অর্থাৎ রবিবার সরাসরি গমন করতে চলেছেন শনিদেব। বর্তমানে শনিদেব কুম্ভ রাশিতে গমন করছেন, কিন্তু এই মুহূর্তে উল্টো পথেই যাত্রা শুরু করেছেন।
কর্কট রাশি: শনির প্রত্যক্ষ গতি কর্কট রাশিতে নেতিবাচক প্রভাব ফেলতে চলেছে। সবার আগে দাম্পত্য জীবনে বেশি প্রভাব পড়তে চলেছে। জীবনসঙ্গীর সঙ্গে খুব বেশি তর্ক করবেন না। সম্পর্কের উপর সরাসরি প্রভাব ফেলতে চলেছে। সেই সঙ্গে কর্কট রাশির জাতক-জাতিকাদের আয়ও হ্রাস পাবে। খরচ অতিরিক্ত হতে চলেছে। অতিরিক্ত ব্যয়ের কারণে মানসিক চাপে অসুস্থ বোধ করতে পারবেন। পরিবারের বাজেটও স্থির হবে না এই সময়। যে কোনও পরিস্থিতিতে রাগ নিয়ন্ত্রণ করা উচিত, তা নাহলে সফল সম্পর্কও ভেঙে যেতে পারে।
কন্যা রাশি: এই রাশির জাতক-জাতিকারা শনি প্রত্যক্ষ হওয়ায় নেতিবাচক প্রভাব পড়তে চলেছে। এতদিন কর্কট ও কন্যা রাশির উভয় রাশির জন্যই সময় ভালো যাচ্ছিল। তবে আজ থেকে শনিদেবের কুদৃষ্টি দুজনের ওপরই পড়তে চলেছে। এর জেরে পারিবারিক অশান্তির জেরে বিধ্বস্ত হতে চলেছেন আপনি। গৃহে বিরোধের পরিবেশ তৈরি হতে চলেছে। পড়ুয়াদের পড়াশোনাতেও ক্ষতি হতে চলেছে। যে কোনও কাজে অবহেলা করবেন না, না হলে সেই কাজ পণ্ড হতে পারে।
ধনু রাশি: এই রাশির জাতক-জাতিকারা শনি সরাসরি গমন করার কারণে নেতিবাচক প্রভাব পড়তে চলেছে। এই সময় মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে। এমনকি হাসপাতালেও নিয়ে যেতে হতে পারে। পারিবারিক জীবনে বিবাদ বৃদ্ধি। মানসিক চাপ বাড়বে ধীরে ধীরে। চাকরিক্ষেত্রে বদমেজাজের জন্য দূরে কোথাও বদলি হতে পারেন। কোনও বিষয়ে একগুঁয়ে হবেন না। না হলে ক্ষতির সম্মুখীন হতে হবে। কথাবার্তার উপর নিয়ন্ত্রণ রাখুন।
মীন রাশি: শনি প্রত্যক্ষ হওয়ার কারণে এই রাশির জাতক-জাতিকারা নেতিবাচকভাবে প্রভাবিত হতে চলেছে। গাড়ি চালালে গতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। আঘাতের সম্ভাবনা বেশি। অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না, না হলে বড়সর দুর্ঘটনার শিকার হতে পারেন। অলসভাবে কোনও কাজ করবেন না। অলসতা দূর করতে যোগব্যায়াম করুন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ হতে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। আপনার স্বাস্থ্যেরও অবনতি হতে পারে।