Monthly Horoscopes: মে মাসে কোন রাশির জন্য কেমন সুযোগের হাতছানি রয়েছে, দেখুন মাসিক রাশিফল
May 2022: ২০ তারিখে মিথুন রাশিতে রবির প্রবেশের পর সমস্ত ভ্রান্তিতে আলো পড়বে। আরও কিছু পরিবর্তন হবে। তবে এবার আসুন দেখে নেওয়া যাক মে মাস কোন রাশির জন্য কেমন সুযোগ তৈরি করছে।
মে মাসের শুরুতেই ঘটে গিয়েছে এক মহাজাগতিক ঘটনা। এপ্রিলের শেষ দিন অর্থাৎ ৩০ তারিখে বৃষরাশিতে ঘটেছে সূর্যগ্রহণ! ফলে অনেকের জীবনেই ঘটতে চলেছে বড়সড় পরিবর্তন। যাঁদের জীবনে জন্নতির পথে ছিল পাহাড়প্রমাণ বড় পাথর! তা এখন চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছে। যেটুকু ভাঙা টুকরো পড়ে রয়েছে তা অনায়াসে সরিয়ে ফেলা যাবে। মে মাসের ১০ তারিখে মঙ্গল ফিরে যাবে মিথুন রাশিতে। বৃহস্পতি প্রবেশ করবেন মেষ রাশিতে। ফলে প্রত্যেকটি রাশিই তার ফেলে আসা দিনের থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের পদক্ষেপের পরিকল্পনা করবে। বিভিন্ন ধরনের সুযোগ পেতে শুরু করবেন বিভিন্ন রাশির জাতকরা। বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করবেন ২৮ অক্টোবর পর্যন্ত। তবে কিছুদিন পর পরিস্থিতি অন্যরকম হতে শুরু করবে ১৬ মে-এর পর থেকে। কারণ ১৬ মে বৃশ্চিকরাশিতে হবে চন্দ্রগ্রহণ। এই গ্রহণ কিন্তু রাশির দুর্বল দিকগুলি সম্পর্কে প্রতিভাত করাবে।
২০ তারিখে মিথুন রাশিতে রবির প্রবেশের পর সমস্ত ভ্রান্তিতে আলো পড়বে। আরও কিছু পরিবর্তন হবে। তবে এবার আসুন দেখে নেওয়া যাক মে মাস কোন রাশির জন্য কেমন সুযোগ তৈরি করছে।
মেষ রাশি (মার্চ ২১-এপ্রিল ১৯): চন্দ্রগ্রহণের প্রভাবে ঋণমুক্তি ঘটবে। এছাড়া গ্রহ সন্নিবেশের কারণে যোগাযোগ বাড়বে।অর্থের চাপ থাকবে। তবে মাসের শেষভাগে এই পরিস্থিতি ধীরে ধীরে কেটে যাবে। বিনা কারণে চিন্তা করবেন না। প্রেমে সময় ভালোই কাটবে। ঋণ হওয়ার আশঙ্কা রয়েছে। তবে অর্থাগমও হতে থাকবে।
শুভদিন: ২, ১০, ২৪, ২৯।
বৃষ রাশি (এপ্রিল ২০ –মে ২০): সম্পর্ক থেকে অবাস্তব চাহিদা করবেন না। অর্থকরী অবস্থা মজবুত হবে। অসুস্থ শরীর ক্রমশ সুস্থ হতে থাকবে। নিজেকে নতুন করে চেনার সুযোগ পাবেন। তাই নিজের স্বপ্নকে সত্যি করার জন্য সেইসব পিছুটান কাটান যা আপনাকে এগতে দিচ্ছে না। তবে সম্পর্কের ক্ষেত্রে নতুন নাটক অপেক্ষা করে আছে। সম্পর্ক ভেঙেও যেতে পারে। তবে মাসের শেষভাগে শুক্রের শুভ প্রভাবে জীবনযাপন উন্নত হতে পারে। সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব অপরপক্ষেরও। তা বুঝুন। অযথা খরচ করবেন না। নইলে চাপে পড়বেন।
শুভদিন: ২,৫, ৬, ২৮।
মিথুন (মে ২০-জুন ২০): একেবারে নতুনভাবে আত্মপ্রকাশ করতে চলেছেন আপনি। ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েনে শান্তি হরিয়ে ফেলেছিলেন। সেই শান্তি ফিরে পেতে চলেছেন। বন্ধুদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে। নতুন চ্যালেঞ্জ এলেও তা গ্রহণে প্রস্তুত থাকার মতো মানসিকতা থাকবে। নিজেকে ভালোবাসার সময় মে মাস। তবে হালকা প্রেমে আপনার মন মজবে না। দম্পতির ক্ষেত্রে কোনও একটি দায়িত্ব ভাগ করে নিতে হতে পারে পরস্পরকে। তবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সম্পর্কের উন্নতি হবে। হঠাৎ করে ব্যয় হয়ে যেতে পারে।
শুভদিন: ৬, ১০, ২১, ২৫, ৩০।
কর্কটরাশি (জুন ২১-জুলাই ২২): প্রচুর ট্যুইস্ট লক্ষ করা যাবে এই মাসে। মাসটি যথেষ্ট টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যাবে। প্রেম জীবনে ঘটবে বড়সড় পরিবর্তন। তবে কর্মজীবন অত্যন্ত শুভ। সকলের প্রিয় হয়ে উঠবেন আপন কর্মদক্ষতার কারণে। গত ১০ বছরে এমন সুখ্যাতি আপনি পাননি। আপনার ভাগ্য আপনার সঙ্গে থাকবে। একাধিক যোগ তৈরি হবে। নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য আপনি পাবেন প্রভূত এনার্জি। রোম্যান্টিক সম্পর্কের সমাপ্তি ঘটতে পারে। মাসের প্রথম সপ্তাহে হঠাৎ প্রচুর অর্থ ব্যয় হতে পারে।
শুভ দিন: ২, ১০, ২৪, ২৯।
সিংহ (জুলাই ২৩-আগস্ট ২২): যেমন উত্থান হবে তেমনই হবে পতন। তবে জীবনের এহেন ওঠাপড়া আসলে জীবন সম্পর্কে অভিজ্ঞতাই বাড়ায়। ভ্রমণের যোগ আছে। নতুন কোনও শিক্ষামূলক কোর্স করার সুযোগ থাকছে। ক্রমাগত নানা বিষয়ে আপনার কাছে তথ্যের স্রোত জারি থাকবে। বন্ধুর সাহায্যও পাবেন। কর্মজগৎ ও বাড়ির পরিবেশের প্রভাব পড়বে সম্পর্কে। আয় বাড়ানোর দিকে নজর দিন।
শুভদিন: ৫, ১৩, ১৫, ২১।
কন্যা (আগস্ট ২৩-সেপ্টেম্বর ২২): একাকিত্বে ভুগতে পারেন। নানাভাবে অন্যদের সঙ্গে যোগাযোগ করে উঠতে চাইলেও যোগাযোগ করা সম্ভব হবে না। তবে কর্মক্ষেত্রে নিজেকে আলাদা করে চেনানোর একাধিক সুযোগ তৈরি হবে। নিজের লক্ষ্য ছোঁওয়ার জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়ার ব্যাপারে মনস্থির করতে সক্ষম হবেন। সম্পর্ক ও প্রেমের ক্ষেত্রে পরবর্তী পর্যায়ে পৌঁছবেন। খরচ হবে। তবে অংশীদারি ব্যবসা থেকে অর্থ আসতে চলেছে।
শুভদিন: ৬, ১০, ২১, ২৫, ৩০।
তুলা (সেপ্টেম্বর ২৩-অক্টোবর ২১): সম্পর্কের ক্ষেত্রে আনন্দ লাভ হবে। দীর্ঘস্থায়ী ও রোমান্টিক সম্পর্কে প্রবেশ করতে চলেছেন এইমাসে। তবে অর্থকরী ক্ষেত্রে টালমাটাল পরিস্থিতির সম্মুখীন হতে পারে। পরিবার বন্ধুদের সাহায্য পেতে পারেন। নতুন প্রেম হতে পারে। রোমান্টিক সম্পর্ক টেকসই হবে। বিয়েও হতে পারে। লোকসান হতে পারে। তাই অপ্রয়োজনীয় কাজ করবেন না।
শুভদিন: ২, ১০, ২৪, ২৮, ২৯।
বৃশ্চিক (অক্টোবর ২২-নভেম্বর ২১): সম্পর্কের ক্ষেত্রে সমস্যা আসতে পারে। তবে নানা যোগাযোগ হতে চলেছে। প্রতিদিনের রুটিনে কিছুটা সামঞ্জস্য লক্ষ করা যাচ্ছে। সময়ের মধ্যে কাজ শুরু ও শেষ হবে। নতুন প্রেম আসতে পারে। আপনি গা ভাসাতেও পারেন। নতুন কাজ পেতে পারেন। কর্মক্ষেত্রে পরিবর্তনের যোগও তৈরি হচ্ছে।
শুভদিন: ৫, ১৮, ২৮, ২৯।
ধনুরাশি (নভেম্বর ২২-ডিসেম্বর ২১): নতুন করে দিন শুরু করার মাস। কর্মক্ষেত্রে পরিবর্তন হতে পারে। পারিবারিক জীবনেও ভারসাম্য আসতে চলেছে। নিয়ন্ত্রণের বাইরের বিষয়ের প্রতি অনেকখানি ভয় কাটবে। রোমান্টিক জীবনে তরতাজা ভাব আসতে চলেছে। সৃজনশীলতা বাড়বে। সিঙ্গল হন বা পার্টনার থাকুক, সম্পর্কে রোমান্টিকভাব ও ঘনিষ্ঠতা বাড়বে। অর্থের জোগান স্থির থাকলেও, আপনার মনে হবে আরও অর্থ প্রয়োজন।
শুভদিন: ১০, ১৯, ২৯।
মকররাশি (ডিসেম্বর ২২-জানুয়ারি ১৯): সামাজিক জীবন, সন্তানের সঙ্গে সম্পর্কে, সৃজনশীলতায় সুপ্রভাব পড়বে। কোনও ব্যক্তির সঙ্গে ডেটিং-এ দেখা হতে পারে। বন্ধুদের ব্যবহারে হতাশ হতে পারেন। তবে আপনার উচিত আপন প্রতিষ্ঠাকে মজবুত করার দিকে নজর দেওয়া। ডেটিং-এ যাওয়ার সুযোগ আছে। যোগাযোগ নতুন মোড় নেবে। সম্পর্ক কোন দিকে যাচ্ছে তা নিয়ে না ভেবে সময়টিকে উপভোগ করুন। দুশ্চিন্তা থাকতে পারে।
শুভদিন: ২, ১০, ১৫, ২৪, ২৯।
কুম্ভরাশি (জানুয়ারি ২০ ফেব্রুয়ারি ১৮): ব্যক্তিগত ও কর্মজীবনে প্রচুর পরিবর্তন হবে। বিরাট বড় সিদ্ধান্ত নিতে হতে পারে। আপনার অবস্থানেও ইতিবাচক পরিবর্তন ঘটবে যা অন্যদের চক্ষুশূল হয়ে দাঁড়বে। তবে একজন প্রকৃত দলনেতার মতোই পরিস্থিতি সামলাতে হবে। একইসঙ্গে আপনি সারা মাস অত্যন্ত ব্যস্ত থাকবেন। আপনার যোগাযোগের ক্ষেত্র আরও বড় হবে। সম্পর্কে রোমান্টিক ভাব বাড়তে চলেছে। সম্পদের প্রবাহ অব্যাহত থাকবে। নতুন ক্ষেত্রে অর্থ লগ্নির সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে যা করবেন ভেবেচিন্তে। বেশি ঝুঁকি নেবেন না।
শুভদিন: ৫, ১৫, ১৮।
মীন (ফেব্রুয়ারি ১৯-মার্চ ২০): ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। বন্ধুর সঙ্গে সম্পর্ক মজবুত হবে। কর্মক্ষেত্রে উন্নতি পরিলক্ষিত হচ্ছে। অর্থ উপার্জনের একাধিক রাস্তা খুলে যাচ্ছে। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। এনার্জিও থাকবে তুঙ্গে। গৃহে ও কর্মজগতে আরও নতুন দায়িত্ব নিতে হতে পারে। তবে শান্ত থাকা শিখুন। মনের কথা বলতে পারবেন সঙ্গী বা সঙ্গিনীকে। সিঙ্গলরা পূর্বের পরিচিত কারও সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। তবে অপ্রয়োজনীয় সামগ্রী কেনা বন্ধ করুন।
শুভদিন: ১০, ২১, ২৯, ৩০।
আরও পড়ুন: Career Horoscope: মে মাসে ৬ রাশির কর্মক্ষেত্রে বিপুল উন্নতি! দেখে নিন কারা আছেন সেই তালিকায়