‘বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হোক’, মমতা সহ ১৩ বিরোধীর আবেদন কেন্দ্রকে
গত কাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন্দ্র বিনামূল্যে ভ্যাকসিন না দিলে সত্যাগ্রহ শুরু করবেন তিনি।
নয়া দিল্লি: দেশ জুড়ে প্রত্যেকদিন ৩ লক্ষের বেশি মানুষ করোনায় সংক্রামিত হচ্ছে। অদৃশ্য শত্রুর আক্রমণে নাজেহাল গোটা দেশ। আর এই অবস্থা থেকে সাধারণ মানুষকে দ্রুত অব্যাহতি দিতে দেশ জুড়ে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার আবেদন জানালেন বিরোধীরা। রবিবার ১৩ জন বিরোধী নেতা-নেত্রী এই আবেদন জানিয়ে চিঠি দিয়েছেন কেন্দ্রকে।
সেই চিঠিতে যাঁরা স্বাক্ষর করেছেন, তাঁদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েছেন সোনিয়া গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী দেবে গৌড়া, এনসিপি নেতা শরদ পাওয়ার, শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরে প্রমুখ। শুধু ভ্যাকসিন নয়, আক্রান্তদের অক্সিজেন পেতে যাতে কোনও অসুবিধা না হয়, সেই বিষয়েও আবেদন করা হয়েছে ওই চিঠিতে।
চিঠিতে বিরোধীরা লিখেছেন, ‘দেশ জুড়ে যখন করোনা অতিমারী নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তখন কেন্দ্রের কাছে আমাদের আবেদন যাতে অক্সিজেনের যোগানে কোনও বাধা না আসে। দেশের সব হাসপাতাল ও হেল্থ সেন্টারে যাতে অক্সিজেন পৌঁছে দেওয়া যায়, সেই ব্যবস্থা করা হোক।’ আরও উল্লেখ করা হয়েছে, ‘কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের আবেদন যাতে দ্রুত দেশ জুড়ে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।’ কেন্দ্রের বাজেটে ভ্যাকসিনের জন্য বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা এই ক্ষেত্রে খরচ করার কথাও বলেছেন তাঁরা।
আরও পড়ুন: শেষবেলায় মমতার হারে কিছুটা অক্সিজেন পেল পদ্ম শিবির
মমতা, সোনিয়া ছাড়াও এই চিঠিতে স্বাক্ষর করে সম্মতি দিয়েছেন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ডিএমকে প্রধান এমকে স্তালিন, বিএসপি সুপ্রিমো মায়াবতী, কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লা, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, আরজেডি নেতা তেজস্বী যাদব, সিপিআই নেতা ডি রাজা ও সীতারাম ইয়েচুরি।
এ দিকে, রবিবার রাজ্যে বিধানসভা নির্বাচনে তৃণমূল ভালো ফল করার পরই ফের বিনামূল্যে ভ্যাকসিনের দাবি জানিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, বিনামূল্যে ভ্যাকসিন না দিলে সত্যাগ্রহ শুরু করবেন তিনি। ফল প্রকাশের আগেই বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা বলেছিলেন তিনি।