Electrocution: ভয়ঙ্কর! শিবের মাথায় জল ঢালতে গিয়ে দগ্ধ ১৪ শিশু, বিদ্যুতের ঝটকায় ঝলসে গেল শরীর
Burn Injury: শিবরাত্রি উপলক্ষে কোটায় বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিপুল জনসমাগম হয়েছিল তাতে। সেই শোভাযাত্রাতেই দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্তে অনুমান, শোভাযাত্রা যাওয়ার সময় কোনওভাবে হাইটেনশন তারের সংস্পর্শে আসে শিশুরা।
কোটা: মহা শিবরাত্রির অনুষ্ঠানে ভয়ঙ্কর দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুড়ে গেল ১৪টি শিশু। ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটায়। এ দিন মহাশিবরাত্রি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেই সামিল হয়েছিল সবাই। শিবের মূর্তি নিয়ে বিরাট শোভাযাত্রা বেরিয়েছিল। সেখানেই হাই টেনশন তার লেগে বিদ্যুৎস্পৃষ্ট (Electrocution) হয় সকলে। জানা গিয়েছে, কমপক্ষে ১৪টি শিশু দ্বগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা সঙ্কটজনক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিবরাত্রি উপলক্ষে কোটায় বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিপুল জনসমাগম হয়েছিল তাতে। সেই শোভাযাত্রাতেই দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্তে অনুমান, শোভাযাত্রা যাওয়ার সময় কোনওভাবে হাইটেনশন তারের সংস্পর্শে আসে শিশুরা। হাই ভোল্টেজ বিদ্যুতের ঝটকায় তাদের শরীর পুড়ে যায়। দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আহত ১৪ জনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
#WATCH | Rajasthan: Several children were electrocuted during a procession on the occasion of Mahashivratri, in Kota. Further details awaited. pic.twitter.com/F5srBhO9kz
— ANI (@ANI) March 8, 2024
রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী হীরালাল নাগর জানিয়েছেন, ১৪ জন শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। এদের মধ্যে ২ জনের অবস্থা সঙ্কটজনক। একজনের শরীরের ৫০ শতাংশ এবং আরেকজনের দেহের ১০০ শতাংশই পুড়ে গিয়েছে।
তিনি বলেন, “অত্যন্ত দুঃখজনক ঘটনা। দুইজন শিশু গুরুতর আহত হয়েছে। চিকিৎসায় সমস্ত রকমের সহযোগিতার জন্য একটি বিশেষ টিম তৈরি করা হয়েছে। পুলিশ আধিকারিকদেরও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কোনও ধরনের গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
এদিকে, দুর্ঘটনার খবর পেয়েই হাসপাতালে ছুটে যান লোকসভার স্পিকার ওম বিড়লা ও রাজস্থানের শক্তি ও স্বাস্থ্যমন্ত্রী হীরালাল নাগর।