AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mizoram: মিজোরামে পাথরের খনিতে বড়সড় ধস, আটকে অন্তত ১২ শ্রমিক

Stone Quarry Collapses In Mizoram: সোমবার (১৪ নভেম্বর), মিজোরামে একটি পাথরের খনি ধসে গিয়ে অন্তত ১৫ জন শ্রমিক আটকে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

Mizoram: মিজোরামে পাথরের খনিতে বড়সড় ধস, আটকে অন্তত ১২ শ্রমিক
মিজোরামে ধসে পড়ল পাথরের খনি
| Edited By: | Updated on: Nov 15, 2022 | 12:13 AM
Share

আইজল: সোমবার (১৪ নভেম্বর), মিজোরামে একটি পাথরের খনি ধসে গিয়ে অন্তত ১২ জন শ্রমিক আটকে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে হানাথিয়াল জেলার মৌদারহে। সূত্রের খবর, এবিসিআই ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের কর্মীরা তাদের মধ্যাহ্নভোজের বিরতি থেকে ফিরে আসার পরই পাথরের খনিটি ধসে পড়ে। সূত্র মতে আরও জানা গিয়েছে, ১৫ জন শ্রমিকের পাশাপাশি পাঁচটি হিতাচি এক্সকাভেটর এবং অন্যান্য ড্রিলিং মেশিন পাথরের খনির নিচে চাপা পড়েছে।

জানা গিয়েছে, পার্শ্ববর্তী লেইট গ্রাম এবং হানাথিয়াল শহর থেকে ইয়ং মিজো অ্যাসোসিয়েশনের বা ওয়াইএমএ-র স্বেচ্ছাসেবকরা ঘটনাস্থলে গিয়েছেন। তাঁরা উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। হানথিয়াল জেলার আধিকারিকরা এবং একটি মেডিকেল টিমও ঘটনাস্থলে গিয়েছে। রাজ্য সরকারও ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠিয়েছে।

খনিটি মিজোরামের রাজধানী আইজল শহর থেকে প্রায় ১৬০ কিলোমিটার দক্ষিণে হানথিয়াল জেলায় অবস্থিত। আর হানাথিয়াল শহর থেকে প্রায় ২৩ কিমি দূরে অবস্থিত মাউদারহ গ্রাম। হানথিয়াল এবং ডন গ্রামের মধ্যে একটি মহাসড়ক তৈরি করা হচ্ছে। তার জন্য়ই ওই পাথর ভাঙার খনি থেকে বোল্ডার সংগ্রহ করা হচ্ছিল।

পুলিশ সুপার বিনীত কুমার বলেছেন, মর্মান্তিক ঘটনাটি ঘটে সোমবার বিকেল ৩টে নাগাদ। সেই সময় অন্তত ১৩ জন শ্রমিক সেখানে কাজ করছিলেন। সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, ধস নামার পর একজন কর্মী ঘটনাস্থল থেকে পালাতে পেরেছিলেন। বাকি অন্তত ১২ জন ধ্বংসস্তূপের নীচে আটকা পড়েন। সূত্রের খবর, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও ধ্বংসস্তূপ থেকে কাউকে উদ্ধার করা যায়নি।