Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rashmika Mandana: ইন্সটাগ্রামে ফলোয়ার্স বাড়াতে রশ্মিকার সঙ্গে ঘৃণ্য কাজ যুবকের, অবশেষে ধরা পড়ল পুলিশের জালে

Deepfake Video: পাশের বাড়ির হাসি-খুশি মেয়ের মতো দেখতে সাদামাটা রশ্মিকাকেই দেখা গিয়েছিল অত্য়ন্ত ছোট পোশাকে, যা দেখে শরীরের উপরের অংশ প্রায় পুরোটাই পোশাকের বাইরে ছিল। রশ্মিকার এই রূপ দেখে অবাক হয়ে গিয়েছিলেন ভক্তরাও। আশ্চর্য হন রশ্মিকা নিজেও। কারণ এ তো তিনি নন।

Rashmika Mandana: ইন্সটাগ্রামে ফলোয়ার্স বাড়াতে রশ্মিকার সঙ্গে ঘৃণ্য কাজ যুবকের, অবশেষে ধরা পড়ল পুলিশের জালে
রশ্মিকা মন্দানা।Image Credit source: Facebook
Follow Us:
| Updated on: Jan 21, 2024 | 7:28 AM

নয়া দিল্লি: ২০২৩ সালের শেষভাগে সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলেছিল একটি ভিডিয়ো। দেশের ‘জাতীয় ক্রাশ’ রশ্মিকা মান্দানার (Rashmika Mandanna) একটি ভিডিয়ো সেটি। পাশের বাড়ির হাসি-খুশি মেয়ের মতো দেখতে সাদামাটা রশ্মিকাকেই দেখা গিয়েছিল অত্য়ন্ত ছোট পোশাকে, যা দেখে শরীরের উপরের অংশ প্রায় পুরোটাই পোশাকের বাইরে ছিল। রশ্মিকার এই রূপ দেখে অবাক হয়ে গিয়েছিলেন ভক্তরাও। আশ্চর্য হন রশ্মিকা নিজেও। কারণ এ তো তিনি নন। পরে তথ্য-তালাশ করে জানা যায়, এটি ডিপফেক ভিডিয়ো (Deepfake Video)। এরপরে ক্যাটরিনা থেকে হালে নোরা ফতেহি-একাধিক বলিউড অভিনেত্রীই ডিপফেক ভিডিয়োর শিকার হয়েছেন। অন্যদিকে ডিপ-ফেক ভিডিয়ো রুখতে তৎপর কেন্দ্রও। এবার রশ্মিকা মান্দানার ডিপ-ফেক ভিডিয়ো বানিয়েছিল যে, তাঁকে গ্রেফতার করল পুলিশ।

শনিবারই জানা যায়, ২৪ বছর বয়সী এক যুবককে অন্ধ্র প্রদেশ থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম ইমানি নবীন। ডিজিটাল মার্কেটিং করে ওই যুবক। তাঁকে দিল্লিতে আনা হচ্ছে। প্রাথমিক জেরায় ধৃত যুবক জানিয়েছেন, ইন্সটাগ্রামে ফলোয়ার্স বাড়ানোর জন্যই রশ্মিকা মান্দানার ডিপ-ফেক ভিডিয়ো বানিয়েছিল।

পুলিশের তরফে জানানো হয়েছে, রশ্মিকা মান্দানার ডিপৃফেক ভিডিয়ো ভাইরাল হওয়ার পর থেকেই অভিযুক্তের সন্ধান শুরু হয়েছিল। ৫০০-রও বেশি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে রশ্মিকার ডিপ-ফেক ভিডিয়ো শেয়ার করা হয়েছিল। তার মধ্যে থেকেই অভিযুক্তের অ্যাকাউন্ট খুঁজে বের করা হয়। এরপর আইপি অ্যাড্রেস ট্রাক করে অন্ধ্র প্রদেশ থেকে গ্রেফতার করা হয়।

ডিপ-ফেক ভিডিয়ো তৈরির ঘটনায় গ্রেফতারির পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অভিনেত্রী নিজেও। ইন্সটাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, “অভিযুক্তকে আটক করার জন্য ধন্যবাদ। সকলে আমাকে যে ভালবাসা, সমর্থন দিয়ে গ্রহণ করেছেন, তার জন্য নিজেকে ধন্য মনে করছি।”

রশ্মিকার পোস্ট

একইসঙ্গে যুবসমাজকেও ডিপফেক ভিডিয়ো নিয়ে সচেতনতার বার্তা দেন রশ্মিকা। তিনি লেখেন, “যদি তোমাদের ছবি বিনা অনুমতিতে ব্যবহার করা হয় বা মর্ফ করা হয়, তবে তা ভুল।”