Adani UAV: নৌসেনার জন্য UAV তৈরি করল আদানির সংস্থা
দৃষ্টি ১০ স্টারলাইনারের প্রসঙ্গে আদানির সংস্থা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দৃষ্টি ১০ স্টারলাইনার উন্নতমানের ইনটেলিজেন্স, সারভিউল্যান্স অ্যান্ড রিকননিস্যান্স (ISR) প্ল্যাটফর্ম। ৪৫০ কেজি পেলোড নিতে সক্ষম এটি। সব রকম আবহাওয়ায় এটিকে পরিচালনা করা সক্ষম। পাশাপাশি সেগ্রিগেটেড এবং নন সেগ্রিগেটেড- দুধরনের এয়ারস্পেসেই তা উড়তে সক্ষম।
হায়দরাবাদ: ভারতীয় নৌবাহিনীর জন্য আনম্যানড এরিয়াল ভেহিক্যাল তৈরি করেছে গৌতম আদানির সংস্থা। সেই অ্যানম্যানড এরিয়াল ভেহিক্যাল (UAV) প্রকাশ্যে আনলেন ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার। আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস এই ইউএভি তৈরি করেছে। এর নাম দৃষ্টি ১০ স্টারলাইনার। নৌবাহিনীর বিভিন্ন কাজে এই ইউএভি ব্যবহার করবে নৌসেনা।
দৃষ্টি ১০ স্টারলাইনারের প্রসঙ্গে আদানির সংস্থা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দৃষ্টি ১০ স্টারলাইনার উন্নতমানের ইনটেলিজেন্স, সারভিউল্যান্স অ্যান্ড রিকননিস্যান্স (ISR) প্ল্যাটফর্ম। ৪৫০ কেজি পেলোড নিতে সক্ষম এটি। সব রকম আবহাওয়ায় এটিকে পরিচালনা করা সক্ষম। পাশাপাশি সেগ্রিগেটেড এবং নন সেগ্রিগেটেড- দুধরনের এয়ারস্পেসেই তা উড়তে সক্ষম।
ভারতীয় নৌবাহিনীর জন্য আদানির সংস্থার বানানো এই নতুন যুদ্ধ সরঞ্জামের প্রভূত প্রশংসা করেছেন নৌবাহিনীর প্রধান। এর মাধ্যমে যুদ্ধাস্ত্র তৈরিতেও ভারত আত্মনির্ভরতার পথে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। এ বিষয়ে নৌসেনার প্রধান বলেছেন, “আইএসআর প্রযুক্তিতে মেরিটাইম সুপ্রিমেসিতে আত্মনির্ভরতার পথে এগিয়ে গেল ভারত। আদানিদের তৈরি নতুন ইউএভি আমাদের নৌসেনার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।”
এ বিষয়ে আদানি এন্টারপ্রাইজের ভাইস প্রেসিডেন্ট জিৎ আদানি বলেছেন, “বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি নজরদারি এবং তথ্য বিশ্লেষণের গুরুত্ব বাড়িয়েছে। সেনার চাহিদা মতো সরঞ্জাম বানাতে আমরা চেষ্টা চালিয়েছি। এত দিনে তাতে সাফল্য এসেছে। এটি দিয়ে নজরদারি আরও জোরালো হবে।”