Abhishek Banerjee: কখনও প্রেমে পড়েছেন? প্রশ্ন শুনে কী বললেন অভিষেক?
Abhishek Banerjee: মেঘালয়ে নির্বাচনের আবহেই চড়ছে উত্তেজনার পারদ। এই আবহেই খোলামেলা, অন্যরূপে ধরা দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড।
শিলং: ২০২১ সালে বাংলায় বিধানসভা নির্বাচনে (Assembly Election) বিপুল ভোটে জয় হাসিল করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দল তৃণমূল কংগ্রেস (TMC)। পশ্চিমবঙ্গে বিজেপিকে ধরাশায়ী করে ফের একবার মুখ্যমন্ত্রীর মুকুট পরেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর বিজেপির জয়রথ আটকানোর জন্য তখন মমতার রাজনৈতিক ক্যারিশমা হয়ে উঠেছিল আলোচনার কেন্দ্রবিন্দু। এই নির্বাচন থেকেই অন্যতম তারকা হিসেবে উঠে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ২১-র বিধানসভা নির্বাচনে জয়ের পরই বাংলার বাইরে তৃণমূলের জমি তৈরি করার দায়িত্ব তুলে দেওয়া হয় তাঁর হাতে। জুনে নির্বাচনী ফলাফলের পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (All India General Secretary) করা হয় অভিষেককে। তারপর ত্রিপুরা, মেঘালয় সহ উত্তর পূর্বের রাজ্যগুলিতে নিয়মিত যাতায়াত শুরু করেন তিনি।
গত ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবার পালা মেঘালয়ের। ২০২১ সাল থেকেই মেঘালয়ে জমি শক্ত করতে উঠে পড়ে লেগেছে তৃণমূল কংগ্রেস। যত নির্বাচন এগিয়ে আসছে তত প্রচারে ঝড় তুলছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। মেঘালয়ের একাধিক জায়গায় সভা করতে বাংলা থেকে উড়ে যাচ্ছেন পাহাড়ের রাজ্যে। এদিকে এই নির্বাচনী আবহে যখন জনসভা নিয়ে ব্যস্ত অভিষেক সেই সময় তাঁর হাঁড়ির খবর মিলল সংবাদ মাধ্যমে। রাজনৈতিক নেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধীরে ধীরে প্রথম সারিতে উঠে এসেছে। তবে ব্যক্তি অভিষেক কেমন, তা অনেকেরই অজানা। সেই অচেনা অভিষেককেই এবার জানা গেল। খোঁজ মিলল অভিষেকের পছন্দের খাবার, পছন্দের গানও।
এবিপি নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সঞ্চালকের প্রশ্নে নিজের বিভিন্ন পছন্দের কথা তুলে ধরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি শাহরুখ অভিনীত পাঠান সিনেমা নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল। সেই ছবির বেশরম রং নিয়েই মূলত শুরু হয়েছিল বিতর্ক। কিন্তু সেই পাঠান ছবিই অভিষেকের প্রিয় ছবি। আর প্রিয় গান হিসেবে বেশরম রঙের কথাই বললেন তিনি। তবে বাংলা গান হিসেবে বলেছেন, ‘বাংলার মাটি বাংলার জল’। প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলেন। তবে তাঁকে ছাড়া পছন্দ করেন মহাত্মা গান্ধীকে। বর্তমানে পাহাড়ের কোলে থাকা অভিষেক গান শুনেই অবসর সময় কাটাতে ভালবাসেন। যদিও অবসরের সময়টাই খুব কম থাকে রাজনৈতিক নেতার হাতে। তার জন্য সোশ্যাল মিডিয়ায় আসা প্রেমের আবেদন পড়ার সময়ও পান না তিনি। এই কারণে সাক্ষাৎকারের মাঝেই সোশ্য়াল মিডিয়ায় নিজের অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন অভিষেক।
খাবার বলতে বাড়িতে তৈরি বাঙালি খাবারই পছন্দ অভিষেকের। বাঙালি খাবার যেমন খেতে ভালবাসেন সেরকমই শরীরচর্চাকে প্রাধান্য দেন তিনি। প্রতিদিন ৪০ থেকে ৪৫ মিনিট শরীরচর্চা নিজের রুটিনে রাখতে চান। তবে সেই রুটিন সবসময় মেনে চলা হয় না। কলকাতা ছাড়া তাঁর প্রিয় শহর নিউইয়র্ক। এদিকে প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করলেও প্রিয় বক্তা হিসেবে তিনি সুষমা স্বরাজ ও বারাক ওবামার কথাই বলেন। মোবাইল না নিয়ে কোনওদিন বাড়ি থেকে বেরোন না অভিষেক। প্রেমে কোনওদিন আঘাত পাননি অভিষেক। অভিষেক জানিয়েছেন, তিনি কোনওদিন এগিয়ে গিয়ে কোনও মেয়েকে পছন্দের কথা বলেননি এবং তিনি সেরকম ধরনের ব্যক্তিও নন। বরং এর উল্টোটাই হত বলে সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। পছন্দের নায়িকা বললে মাধুরী দীক্ষিত ও দীপিকা পাড়ুকোনেকর মধ্যে ঘোরাঘুরি করেন এবং প্রিয় অভিনেতা একজনই, তিনি অমিতাভ বচ্চন।