Anil Ambani: প্রতারক বলেছে Bank of Baroda, হাই কোর্টের নির্দেশে হাঁফ ছেড়ে বাঁচলেন অনিল অম্বানী
Anil Ambani-Bank of Baroda Case: গত ৪ সেপ্টেম্বরই ব্যাঙ্ক অব বরোদা অনিল অম্বানীর রিলায়েন্স কমিউনিকেশনের লোন অ্যাকাউন্টকে ফ্রড বা 'প্রতারণা' হিসাবে ঘোষণা করে। এর পরবর্তী পদক্ষেপ কী করতে চলেছে, অনিল অম্বানীকে প্রতারণা মামলায় গ্রেফতার করা হবে কি না, এই প্রশ্ন উঠতে শুরু করে।

মুম্বই: প্রতারক! দাগিয়ে দেওয়া হয়েছে শিল্পপতি অনিল অম্বানী (Anil Ambani)কে। জল্পনা শুরু হয়েছিল, ঋণ সংক্রান্ত প্রতারণা মামলায় হয়তো এবার জেলে যেতে হবে অনিল অম্বানীকে। তবে আপাতত আদালতে সাময়িক স্বস্তি পেলেন অম্বানী। বম্বে হাই কোর্ট (Bombay High Court) অনিল অম্বানীর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করতে বারণ করল ব্যাঙ্ক অব বরোদাকে (Bank of Baroda)।
গত ৪ সেপ্টেম্বরই ব্যাঙ্ক অব বরোদা অনিল অম্বানীর রিলায়েন্স কমিউনিকেশনের লোন অ্যাকাউন্টকে ফ্রড বা ‘প্রতারণা’ হিসাবে ঘোষণা করে। এর পরবর্তী পদক্ষেপ কী করতে চলেছে, অনিল অম্বানীকে প্রতারণা মামলায় গ্রেফতার করা হবে কি না, এই প্রশ্ন উঠতে শুরু করে। আজ, ১৭ সেপ্টেম্বর বম্বে হাইকোর্টের বিচারপতি রিয়াজ চাগলা ও বিচারপতি ফারহান দুবাশের বেঞ্চের তরফে বলা হয়, এই মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত যেন অনিল অম্বানীর বিরুদ্ধে যেন কোনও পদক্ষেপ করা না হয়। আগামী ২৪ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি।
আদালতের নির্দেশে বলা হয়েছে, “পিটিশনের জবাব দিয়ে হলফনামা দাখিল করতে ব্যাঙ্ক সময় চেয়েছে, তাই ব্যাঙ্কের কাউন্সিল আগামী বুধবার পর্যন্ত যেন কোনও পদক্ষেপ না করে। আগামী ২৩ সেপ্টেেম্বর ব্যাঙ্ক হলফনামা জমা করবে। তার আগে যেন কোনও কঠোর পদক্ষেপ না করা হয়।”
ব্যাঙ্ক অব বরোদা অনিল অম্বানীর সংস্থার ঋণ অ্যাকাউন্টকে ‘ফ্রড’ ঘোষণা করার পরই চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টে পিটিশন দাখিল করেন অনিল অম্বানী। তাঁর আইনজীবী নভরোজ সিরভাই জানান যে বিডিও রিপোর্টে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) নিজস্বভাবে কমিশন করেছিল, কারণ SBI ছিল একাধিক ব্যাঙ্কের কনসোর্টিয়ামের (ঋণদাতা ব্যাঙ্কগুলির সমিতি) প্রধান ব্যাঙ্ক। কিন্তু সিরভাই যুক্তি দেন যে ব্যাঙ্ক অফ বরোদা সেই কনসোর্টিয়ামের অংশ ছিল না, যারা ঋণ দিয়েছিল। সুতরাং পুরো কার্যক্রমই বেআইনি। আদালতের তরফে বলা হয়, এই বিষয়ে ব্যাঙ্ক অব বরোদাকেও নিজেদের বক্তব্য পেশ করার সুযোগ দিতে হবে। ব্যাঙ্ক অব বরোদাকে ২৩ সেপ্টেম্বরের মধ্যে হলফনামা জমা দিতে বলা হয়।
অনিল অম্বানীর আইনজীবী অন্তর্বর্তী স্থগিতাদেশ চাইলেও, ব্যাঙ্ক অব বরোদার তরফে জানানো হয় যে তারা ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়াকে তাদের সিদ্ধান্ত (রিলায়েন্স কমিউনিকেশনের লোন অ্যাকাউন্টকে ফ্রড ঘোষণা করা) জানিয়ে দিয়েছে।
