Badrinath Dham: আজ থেকে খুলল বদ্রীনাথ ধামের দরজা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামেই হল প্রথম পুজো

আজ থেকেই শুরু হল বদ্রীনাথ দর্শন। ১৫ কুইন্টাল ফুল দিয়ে মন্দির সাজানো হয়েছে। ইতিমধ্যে রেকর্ড সংখ্যক পুণ্যার্থী রেজিস্ট্রেশন করিয়েছেন বলে স্থানীয় প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন।

Badrinath Dham: আজ থেকে খুলল বদ্রীনাথ ধামের দরজা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামেই হল প্রথম পুজো
১৫ কুইন্টাল ফুল দিয়ে সাজানো হয়েছে বদ্রীনাথ মন্দির।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 27, 2023 | 5:20 PM

দেরাদুন: চারধাম যাত্রা আগেই শুরু হয়েছিল। এবার পূর্ব নির্ধারিত দিন অনুসারে আজ, বৃহস্পতিবার খুলল বদ্রীনাথ ধামের দরজা। বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়েই এদিন সকালে খুলল বদ্রীনাথ ধামের দ্বার। আর প্রথম দিন থেকেই বদ্রীনাথ ধামে তীর্থযাত্রীদের প্রবেশ ঘটেছে। তবে বদ্রীনাথ ধামে প্রথম পুজো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে। প্রায় ১৫ কুইন্টাল ফুল দিয়ে মন্দির সাজানো হয়েছে।

এদিন ভোর ৪টে নাগাদ বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে বদ্রীনাথ ধামের দরজা খুলে দেওয়া হয়। পুরোহিত সহ প্রশাসনিক আধিকারিক, বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির প্রধান পুরোহিত সহ প্রায় হাজার খানেক পুণ্যার্থীর উপস্থিতিতেই বদ্রীনাথ ধামের দরজা খোলা হয়। দ্বার খুলতেই বদ্রীনাথের বিশেষ পুজো করে পুণ্যার্থীদের শুভেচ্ছাবার্তা জানান মন্দিরের প্রধান পুরোহিত ভি.সি ঈশ্বর প্রসাদ নামবুদিরি। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে প্রথম পুজো হয়েছে জানিয়ে মন্দিরের প্রধান পুরোহিত ঈশ্বর প্রসাদ বলেন, “প্রধানমন্ত্রী মোদীর নামেই প্রথম পুজো হয়েছে। এদিন থেকেই এবারের গ্রীষ্ম মরশুমে বদ্রীনাথ দর্শন শুরু হল। ১৫ কুইন্টাল ফুল দিয়ে মন্দির সাজানো হয়েছে।”

এদিন ভোরে বদ্রীনাথ ধামের দরজা খোলার মুহূর্তে বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। হালকা তুষারপাত ও বৃষ্টির মধ্যেই বদ্রীনাথের মন্ত্রোচ্চারণের সঙ্গে সুরেলা সঙ্গীতের ব্যান্ড এবং স্থানীয় ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশিত হয়। এছাড়া হেলিকপ্টারে করে পুষ্পবৃষ্টির মাধ্যমে পুণ্যার্থীদের বদ্রীনাথ ধামে স্বাগত জানানো হয়। সবমিলিয়ে, বদ্রীনাথ ধামের দ্বার খোলার মুহূর্ত হয়ে উঠেছিল এককথায় অসাধারণ।

প্রসঙ্গত, গত রবিবার, ২৩ এপ্রিল থেকে চারধাম যাত্রা শুরু হয়। গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথের পর এদিন থেকেই পুণ্যার্থীদের জন্য খোলে বদ্রীনাথ ধামের দ্বার। যদিও বদ্রীনাথের অখণ্ড জ্যোতির প্রথম দর্শন পাওয়ার আশায় বুধবারই বহু মানুষ বদ্রীনাথ ধামে পৌঁছে গিয়েছিলেন। পুণ্যার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, সেজন্য বিশেষ বন্দোবস্ত করেছে উত্তরাখণ্ড সরকার। চারধাম যাত্রাপথের পাশাপাশি বদ্রীনাথ ধাম চত্বরেও পুণ্যার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। গতবছর বদ্রীনাথ ধামে প্রায় লক্ষাধিক পুণ্যার্থী বদ্রীনাথ দর্শন করেছিলেন। এবছর সেই সংখ্যা আরও বাড়বে এবং ইতিমধ্যে রেকর্ড সংখ্যক রেজিস্ট্রেশন হয়েছে বলে স্থানীয় প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন।