Viksit Bharat Fellowship Programme: মোদীর জন্মদিনে বিকশিত ভারত ফেলোশিপ কর্মসূচি ঘোষণা ব্লুক্রাফটের, মাসে ২ লক্ষ টাকা পর্যন্ত স্টাইপেন্ড
Viksit Bharat Fellowship Programme: ব্লুক্রাফট অ্যাসোসিয়েট ফেলোতে যাঁরা সুযোগ পাবেন, তাঁদের মাসে ৭৫ হাজার টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। ব্লুক্রাফট সিনিয়র ফেলোরা মাসে ১ লক্ষ ২৫ হাজার টাকা স্টাইপেন্ড পাবেন। আর ব্লুক্রাফট ডিস্টিংগুইশড ফেলোরা পাবেন মাসে ২ লক্ষ টাকা করে স্টাইপেন্ড।
নয়াদিল্লি: চুয়াত্তর বছরে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর প্রধানমন্ত্রীর জন্মদিনে নতুন কর্মসূচি ঘোষণা করলেন ব্লুক্রাফট ডিজিটাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সিইও অখিলেশ মিশ্র। দেশের উন্নতিতে অবদান রাখতে বিকশিত ভারত ফেলোশিপ কর্মসূচির কথা ঘোষণা করেন তিনি। আগামী এক বছর ২৫ জন ব্যক্তি এই ফেলোশিপ কর্মসূচিতে সুযোগ পাবেন। তাঁরা স্টাইপেন্ডও পাবেন। মাসে ২ লক্ষ টাকা পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হবে।
ব্লুক্রাফটের এই ফেলোশিপ কর্মসূচিকে তিনভাগে ভাগ করা হয়েছে। ব্লুক্রাফট অ্যাসোসিয়েট ফেলো, ব্লুক্রাফট সিনিয়র ফেলো এবং ব্লুক্রাফট ডিস্টিংগুইশড ফেলো। উঠতি প্রতিভা থেকে বিশেষজ্ঞ, ভারতের উন্নয়নে ছাপ ফেলবেন, এমন ব্যক্তিদের এই ফেলোশিপে সুযোগ পাবেন।
ব্লুক্রাফট অ্যাসোসিয়েট ফেলোতে যাঁরা সুযোগ পাবেন, তাঁদের মাসে ৭৫ হাজার টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। ব্লুক্রাফট সিনিয়র ফেলোরা মাসে ১ লক্ষ ২৫ হাজার টাকা স্টাইপেন্ড পাবেন। আর ব্লুক্রাফট ডিস্টিংগুইশড ফেলোরা পাবেন মাসে ২ লক্ষ টাকা করে স্টাইপেন্ড। এক বছরের এই ফেলোশিপ কর্মসূচিতে ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়ার ক্ষেত্রে অবদান রাখবেন এই ২৫ জন ফেলো। বিভিন্ন ক্ষেত্রে গবেষণা, নীতি বিশ্লেষণ এবং লেখার কাজ করবেন তাঁরা।
On the occasion of PM Narendra Modi ji’s Birthday, @BlueKraft is delighted to announce the following:
Viksit Bharat Fellowship Programme to encourage writing & creative talent across various domains. BlueKraft also launches its publication division.https://t.co/5MxsX1mPsj 1/3
— Akhilesh Mishra (@amishra77) September 17, 2024
আগ্রহী প্রার্থীরা চলতি বছরের ১ নভেম্বরের আগে এই ফেলোশিপের জন্য আবেদন জানাতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পাওয়া যাবে। আবেদনপত্র পাওয়া যাবে www.bluekraft.in/fellowship এই ওয়েবসাইটে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ফেলোশিপ কর্মসূচি শুরু হবে। ফেলোশিপ কর্মসূচির পাশাপাশি ব্লুক্রাফটের পাবলিশিং অ্যান্ড নলেজ সেন্টারেরও সূচনা হয় এদিন।