Supreme Court: ‘২ ঘণ্টা ধরে আপনার আচরণ দেখছি’, শুনানির মাঝে কৌস্তভ বাগচীকে ধমক প্রধান বিচারপতির
RG Kar Case-Supreme Court: আরজি করে চিকিৎসকের মৃত্যুর পর কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন আইনজীবী কৌস্তভ বাগচী। হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে।
নয়া দিল্লি: সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার দিকে নজর রেখেছিল গোটা দেশ। গত ৫ সেপ্টেম্বর শুনানি বাতিল হয়ে যাওয়ার পর আজ ফের ছিল। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি মনোজ মিশ্র ও বিচারপতি জে বি পর্দিওয়ালার বেঞ্চে চলছিল। শুনানি। এই মামলায় একাধিক প্রশ্ন ওঠে এদিন। মামলা চলাকালীন আইনজীবী কৌস্তভ বাগচী পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলেন। সেই সময় তাঁকে কার্যত ধমক দেন প্রধান বিচারপতি।
এদিন মিছিল নিয়ে প্রশ্ন ওঠে। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল দাবি করেন, বিভিন্ন জায়গায় মিছিল করা হচ্ছে, সব ক্ষেত্রে পুলিশের অনুমতি নেওয়া হচ্ছে না। এই বিষয়টি যখন প্রধান বিচারপতি শুনছিলেন, সেই সময় কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের বিরুদ্ধে পাল্টা প্রশ্ন তোলেন কৌস্তভ বাগচী।
রাজ্যের বিরুদ্ধে সওয়াল করার সময় জোরে কথা বললে, কৌস্তভ বাগচীকে থামিয়ে দেন প্রধান বিচারপতি। আইনজীবীকে প্রধান বিচারপতি বলেন, “আপনি কি বাইরের গ্যালারিকে শোনানোর জন্য কথা বলছেন? শেষ ২ ঘণ্টা ধরে আপনার আচরণ দেখছি। কন্ঠস্বর নীচু করুন। প্রধান বিচারপতির কথা শুনুন। গলা তুলবেন না।” প্রধান বিচারপতি আরও বলেন, “আপনি তিন বিচারপতির সামনে কথা বলছেন। যাঁরা এই ভিডিয়োটা দেখছেন, তাঁদেরকে বলছেন না।”
উল্লেখ্য, আরজি করে চিকিৎসকের মৃত্যুর পর কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন আইনজীবী কৌস্তভ বাগচী। হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে। হাইকোর্টের মামলারও উল্লেখ রয়েছে সেখানে। সেই সূত্রেই এদিন আদালতে উপস্থিত ছিলেন কৌস্তভ বাগচী।