‘দেশের ভাবাবেগে আঘাত করেছেন, মন্তব্য প্রত্যাহার করুন’, রামদেবকে হুঁশিয়ারি হর্ষ বর্ধনের
ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের পাশাপাশি ফেডারেশন অব অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশনও রামদেবকে বৈধ নোটিস ধরিয়েছে।
নয়া দিল্লি: অ্যালোপথি চিকিৎসার বিরুদ্ধে চূড়ান্ত অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছিল যোগগুরু রামদেবের (Ramdev) বিরুদ্ধে। তাঁর সেই প্রেক্ষিতে মহামারি আইনে তাঁকে গ্রেফতার করার আবেদন জানিয়েছিলেন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের চিকিৎসকরা। এ বার সেই মন্তব্য প্রত্যাহার করার নির্দেশ দিলেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। টুইট করে হর্ষ বর্ধন জানান, রামদেবের মন্তব্যে শুধু করোনা যোদ্ধারাই মর্মাহত হননি। ভাবাবেগে আঘাত লেগেছে গোটা দেশের। তাই অ্যালোপেথি চিকিৎসা সংক্রান্ত মন্তব্য প্রচ্যাহার করার নির্দেশ দিয়েছেন হর্ষ বর্ধন।
संपूर्ण देशवासियों के लिए #COVID19 के खिलाफ़ दिन-रात युद्धरत डॉक्टर व अन्य स्वास्थ्यकर्मी देवतुल्य हैं।
बाबा @yogrishiramdev जी के वक्तव्य ने कोरोना योद्धाओं का निरादर कर,देशभर की भावनाओं को गहरी ठेस पहुंचाई।
मैंने उन्हें पत्र लिखकर अपना आपत्तिजनक वक्तव्य वापस लेने को कहा है। pic.twitter.com/QBXCdaRQb1
— Dr Harsh Vardhan (@drharshvardhan) May 23, 2021
ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের পাশাপাশি ফেডারেশন অব অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশনও রামদেবকে বৈধ নোটিস ধরিয়েছে। নিন্দা করেছে তাঁর মন্তব্যের।
ঠিক কী বলেছিলেন রামদেব?
এই যোগগুরুকে বলতে শোনা গিয়েছিল, “অ্যালোপ্যাথিক একটি দেউলিয়া বিজ্ঞান। লক্ষ লক্ষ মানুষের মৃত্যু অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়ার কারণেই হয়েছে।” তাঁর এই মন্তব্য যে দেশের গোটা চিকিৎসক সমাজ এবং সংগঠনের জন্য চরম অবমাননাকর বলে দাবি করা হয়েছে শীর্ষ চিকিৎসক সংগঠনের তরফে। তিনি আগেও এই ধরনের একাধিক ন্যক্কারজনক মন্তব্য করেছেন বলেও অভিযোগ করেছে আইএমএ। এমন স্পর্শকাতর পরিস্থিতির মধ্যে এই ধরনের মন্তব্য যাতে গ্রাহ্য না করা হয় সেই কারণে মহামারি আইন কাজে লাগিয়ে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের-সহ বাবা রামদেবকে গ্রেফতার করার দাবি জানানো হয়েছে কেন্দ্রের কাছে।
Till now it was still tolerable but this video by Ramdev has crossed all limits. I am not against Ayurveda but this fraud man is making serious allegations now!Considering the following this bigot has,he is nothing less than a pandemic now ! He should be taught his limits ASAP ! pic.twitter.com/d0twVO4ZNc
— Tushar Mehta (@dr_tushar_mehta) May 21, 2021
করোনার ভ্যাকসিন বাজারে আসার আগেও বাবা রামদেব দাবি করেছিলেন তিনি নাকি করোনার ওষুধ তৈরি করে ফেলেছেন। এই ওষুধের নাম তিনি রেখেছিলেন ‘কোরোনিল’। পরে সেই ওষুধের বিক্রি নিষিদ্ধ করে ভারতীয় ড্রাগ কন্ট্রোল বোর্ড। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, সেই ওষুধের আত্মপ্রকাশের অনুষ্ঠানে হাজির ছিলেন খোদ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।
আরও পড়ুন: রাজ্যের হাতে সরাসরি টিকা দিতে নারাজ বিদেশি সংস্থা, বাড়ছে সঙ্কট