সিধুর বকেয়া বিদ্যুৎ বিল ৮,৬৮,৪৯৯ টাকা!
বিদ্যুৎ ভর্তুকি নিয়ে সিধুর মুখে এত কথা, কিন্তু পঞ্জাব স্টেট পাওয়ার কর্পোরেশন বিলের ওয়েবসাইট বলছে তাঁরই বিদ্যুতে বকেয়া আকাশছোঁয়া।
জ্যোতির্ময় রায়: ফের প্রকাশ্যে অমরিন্দর-সিধু সংঘাত। লাগাতার একাধিক ইস্যুতে পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংকে (Amrinder Singh) আক্রমণ করে চলেছেন তাঁরই দলের বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধু। এ বার জোর আলোচনায় পঞ্জাবের বিদ্যুৎ ভর্তুকি। ২০২২ সালে বিধানসভা নির্বাচন রয়েছে পঞ্জাবে। তার আগে সফরে গিয়ে ইতিমধ্যেই বিদ্যুৎ ভর্তুকিতে রাজনীতি উসকে দিয়েছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীবাল। তাই আসন্ন নির্বাচনে বিদ্যুৎ ভর্তুকি একটা বড় ইস্যু হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। এই বিদ্যুৎ ভর্তুকিতে সমস্যা থাকার জন্য সিধু দায়ী করেছেন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ও পূর্ববর্তী মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলকে।
বিদ্যুৎ ভর্তুকি নিয়ে সিধুর মুখে এত কথা, কিন্তু পঞ্জাব স্টেট পাওয়ার কর্পোরেশন বিলের ওয়েবসাইট বলছে তাঁরই বিদ্যুতে বকেয়া আকাশছোঁয়া। শুক্রবার সন্ধের হিসেব অনুযায়ী, তাঁর বাসভবনের বিল ৮ লক্ষ ৬৮ হাজার ৪৯৯ টাকা। পঞ্জাব স্টেট কর্পোরেশন লিমিটেডের সুপারইন্টেন্ডিং ইঞ্জিনিয়ার জিএস খাইরা জানিয়েছেন, সিধুর এখনও ৮ মাসেরও বেশি বিল বকেয়া রয়েছে। ২০২১ সালের মার্চ মাসে পিএসপিএলের কাছে সিধুর ১৭ লক্ষেরও বেশি টাকা বকেয়া ছিল বলে জানা গিয়েছে।
জিএস খাইরা জানান, মার্চ মাসে সিধুর কাছ থেকে ১০ লক্ষ টাকা আদায় করা গেলেও আরও ৮ লক্ষ টাকা বাকি আছে। জানা গিয়েছে, কংগ্রেস বিধায়ক বকেয়া বিল একবার নিষ্পত্তির জন্য রাজ্য সরকারের কাছে আবেদনও করেছেন। সে রাজ্যের বিদ্যুৎ দফতরের এক আধিকারিক জানিয়েছেন, সামান্য বকেয়া থাকলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। কিন্তু রাজনৈতিক প্রভাবের জন্য সিধু পার পেয়ে যাচ্ছেন। শুক্রবারও বিদ্যুৎ ভর্তুকি নিয়ে মোট ৯ টুইট করেছেন সিধু। সেখানে কেন বিদ্যুতের ইউনিট প্রতি বেশি দাম, সেটাও ব্যক্ত করেছেন তিনি।
আরও পড়ুন: আজব ঘটনা, পঞ্চায়েত সদস্যদের পায়ে পড়লেন প্রাক্তন সাংসদ