দেশে ক্রমশ নিম্নমুখী করোনা সংক্রমণ। বিগত ৪৫ দিন পর এই প্রথম দৈনিক সংক্রমণ সর্বনিম্ন সংখ্যায় পৌঁছল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭৩ হাজার ৭৯০ জন। একদিনেই সংক্রমণের জেরে মৃত্যু হয়েছে ৩ হাজার ৬১৭ জনের। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লক্ষ ৮৪ হাজার ৬০১ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ কোটি ৭৭ লক্ষ ২৯ হাজার ২৪৭-এ। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৫১ লক্ষ ৭৮ হাজার ১১ জন। দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ২২ লক্ষ ২৮ হাজার ৭২৪।
সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামলে দেশে দ্রুতগতিতে এগোচ্ছে টিকাকরণ প্রক্রিয়া। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হওয়া গণটিকাকরণ কর্মসূচির মাধ্যমে এখনও অবধি মোট ২০ কোটি ৮৬ লক্ষের বেশি মানুষ করোনা টিকা পেয়েছেন। এরমধ্যে শুক্রবারই মোট ২৮ লক্ষ ৭ হাজার ৪১১ জন করোনা টিকা পেয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভাডেকর জানিয়েছেন, চলতি বছরের শেষভাগের মধ্যেই সকল ভারতীয় টিকাপ্রাপ্ত হবেন। করোনা সংক্রান্ত যাবতীয় আপডেট দেখে নিন একনজরে-
শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫১৪ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ১২ হাজার ১৯৩ জন। শেষ একদিনে মৃত্যু হয়েছে ১৪৮ জনের। গতকাল এই মৃত্যুর সংখ্যা ছিল ১৪৫। গত ২৪ ঘণ্টায় একলাফে রাজ্যের সক্রিয় আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৪০৮ কমেছে। গতকাল সক্রিয় আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৩৪৮ কমেছিল। আজ আক্রান্তের ৭ হাজারের বেশি কমার ফলে রাজ্যের বর্তমান সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ১ লক্ষ ২ হাজার ৩৯৮।
সবিস্তারে পড়ুন: সংক্রমণের হার কমলেও কিছুতেই স্বস্তি দিচ্ছে না মৃত্যু, একদিনে ১৪৮ জন মারা গেলেন রাজ্যে
সবিস্তারে পড়ুন: পুরুলিয়ায় চমক দিয়ে কমছে সংক্রমণ, বর্ধমানে লাফিয়ে বাড়ছে সুস্থতা
করোনা আক্রান্ত (COVID 19) হয়ে অনেক শিশুর বাবা-মা দু’জনেই মারা গিয়েছেন। মাথার ছাদ হারিয়ে শিশুরা অনাথ হয়েছে। এ বার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে সেই হিসেব চেয়ে পাঠাল শিশু অধিকার সুরক্ষা জাতীয় কমিশন। রাজ্যগুলিকে বাল্য স্বরাজ পোর্টালে সেই সংক্রান্ত তথ্য আপলোড করার নির্দেশ দিয়েছে কমিশন। যেসব শিশু করোনার কারণে অনাথ হয়েছে তারা দ্য জুভেনাইল জাস্টিস অ্যাক্ট,২০১৫-এর ধারা ২ এর ১৪ উপধারা অনুযায়ী সুরক্ষা পাওয়ার যোগ্য।
বিস্তারিত পড়ুন: করোনায় অনাথদের হিসেব চাইল শিশু সুরক্ষা কমিশন
দিল্লিতে করোনা প্রতিষেধকের (COVID Vaccine) পর্যাপ্ত জোগান নেই। ১০ জুনের আগে সে রাজ্যে কম বয়সীদের টিকাকরণ সম্ভব নয় বলে জানিয়েছে কেজরীবাল সরকার। দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া জানিয়েছেন, টিকার জোগান না থাকায় গত সপ্তাহে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের ওপর টিকাকরণ কর্মসূচি বন্ধ রাখতে হয়েছে।
বিস্তারিত পড়ুন: ‘বেসরকারি ক্ষেত্রে টিকা কোত্থেকে আসছে?’ কেন্দ্রকে প্রশ্ন সঙ্কটে জর্জরিত দিল্লির
করোনা চিকিৎসায় সাহায্য করতে ৫০০ শয্যার বিশেষ করোনা হাসপাতাল তৈরি করল ডিআরডিও। এ দিন হাসপাতালের উদ্বোধন করেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। আগামিদিনে কাশ্মীরেও ৫০০ শয্যার হাসপাতাল তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানান জম্মুর স্বাস্থ্য আধিকারিক ডঃ রেণু শর্মা।
J&K | Lt Guv Manoj Sinha inaugurated 500-bed #COVID hospital in Jammu which has been set up by DRDO.
A 500-bed hospital dedicated to public in Jammu today. Another hospital will be set up in Kashmir soon: Director Health Services Jammu, Dr Renu Sharma pic.twitter.com/2MAUjerlIA
— ANI (@ANI) May 29, 2021
করোনা পরীক্ষার এতদিন দু’টি উপায় ছিল। এক আরটিপিসিআর (RTPCR), দুই র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। তবে এতদিন আরটিপিসিআর বা অ্যান্টিজেন টেস্ট উভয়ের ক্ষেত্রেই স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা লাগত। কয়েকদিন আগে হোম র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট প্রকাশ্যে এলেও তা দিয়ে পরীক্ষা শুরু হয়নি। এ বার সোয়াব-হীন আরটিপিসিআর পরীক্ষার পদ্ধতি আবিষ্কার করে ফেলেছে নাগপুর ন্যাশনাল এনভায়ারোমেন্ট ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট। মিলেছে আইসিএমআরের ছাড়পত্রও।
বিস্তারিত পড়ুন: আর থাকবে না সোয়াব সংগ্রহের ঝক্কি, গার্গেল করলেই এ বার করোনা পরীক্ষা
করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কতটা দুর্বল রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। তাই পরিস্থিতি সামাল দিতে আগামী তিন বছরের মধ্যে ১৩টি জেলা ও তিনটি পুরসভায় মাল্টি স্পেশালিটি ও সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরির ঘোষণা করলেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি।
বিস্তারিত পড়ুন: করোনায় বিপর্যস্ত স্বাস্থ্য পরিকাঠামো, আগামী ৩ বছরে ৮০টি হাসপাতাল তৈরির ঘোষণা অন্ধ্র প্রদেশে
দেশে টিকা সংকট (COVID-19 Vaccine Crisis) দেখা দিতেই বিরোধীরা টিকা উৎপাদন কেন বাড়ানো হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছিল। শুক্রবার তার জবাবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক(Union Health Ministry)-র তরফে জানানো হল, রাতারাতি টিকা উৎপাদন বাড়ানো সম্ভব নয়। উৎপাদন বাড়ানো হলেও তা সঙ্গে সঙ্গে সকলের চাহিদা পূরণ করতে পারবে না।
বিস্তারিত পড়ুন: ‘রাতারাতি টিকা উৎপাদন বৃদ্ধি সম্ভব নয়’, বিরোধীদের চুপ করাতে উৎপাদনের খুটিনাটি জানাল কেন্দ্র
দেশে ক্রমশ নিম্নমুখী করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ৭৩ হাজার। তবে সক্রিয় রোগীর সংখ্যা ক্রমশ নিম্নমুখী। গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ১ লক্ষ ১৪ হাজার ৪২৮। ফলে বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ২২ লক্ষ ২৮ হাজার ৭২৪।
With 2,84,601 patients recovered during last 24 hours, total of 2,51,78,011 recoveries reported across the country so far. Recovery rate increases to 90.80%. Weekly positivity rate is currently at 9.84%, daily at 8.36%, less than 10% for 5 consecutive days: Union Health Ministry
— ANI (@ANI) May 29, 2021
মু্ম্বইয়ের পড়ুয়াদের জন্য সুখবর আনল রাজ্য সরকার। যেসমস্ত পড়ুয়ারা বিদেশের কোনও বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন, তাদের আগেভাগে টিকা নেওয়ার সুযোগ দেওয়া হবে বলেই শুক্রবার জানাল মহারাষ্ট্র সরকার। এ দিন রাজ্য সরকারের তরফে জানানো হয়, যে সমস্ত পড়ুয়ারা বিদেশে পড়তে যাচ্ছেন, তাদের বিএমসি কর্তৃপক্ষের তরফে আগেই টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই সুযোগ পেতে পড়ুয়াদের কেবল নির্দিষ্ট কিছু নথি দেখাতে হবে।
বিস্তারিত পড়ুন: বিদেশে পড়তে যাবেন? পড়ুয়াদের সুবিধার্থে টিকাকরণের নিয়মে বড় পরিবর্তন আনছে ঠাকরে সরকার
তেলঙ্গনার খাম্মামের একটি হাসপাতালে করোনা সংক্রমণে মৃত্যু হয় এক নকশাল জঙ্গির। তাঁর পরিবারের কেউ না থাকায় স্বাস্থ্যকর্মী ও সুকমা পুলিশের সহায়তায় শেষকৃত্য সম্পন্ন করা হল ওই ব্যক্তির।
Chhattisgarh: With the help of health workers, Sukma Police yesterday performed last rites of a Naxal who died of COVID-19 at a hospital in Telangana's Khammam.
"He had no one in his family. We called his relatives but they didn't accept the body," Sukma SP L Dhruv said. pic.twitter.com/46wK6TsmsD
— ANI (@ANI) May 28, 2021
কেন্দ্রের কাছে টিকা চেয়ে আগেই সরব হয়েছিল ঝাড়খণ্ড সরকার। তবে টিকার বদলে মিলেছিল টিকা নষ্ট করার তথ্য, যেখানে কেন্দ্রের তরফে বলা হয়, ২৫ মে অবধি রাজ্যে মোট ৩৭.৩ শতাংশ টিকা নষ্ট হয়েছে। এরপরই ভুল তথ্য সংশোধনের জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিল রাজ্য। শুক্রবার রাজ্য সরকারের তরফে জানানো হল, কেন্দ্র সেই ভুল সংশোধনে রাজি হয়েছে।
বিস্তারিত পড়ুন: ‘কীভাবে ভাবলেন সুরক্ষা কবচ নষ্ট হতে দেব?’, ঝাড়খণ্ডের চিঠি পেয়েই টিকা নষ্টের নথি সংশোধনে রাজি কেন্দ্র