Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Defence Ministry: লুকিয়ে থাকা শত্রুরাও ছাড় পাবে না আর, ৮৪০০০ কোটি খরচ করছে মোদী সরকার

Defence Ministry: সমুদ্রপথেও শত্রুর অভাব নেই ভারতের। তাই নৌবাহিনী ও কোস্ট গার্ডের হাত আরও শক্ত করার জন্য মেরিটাইম এয়ারক্রাফট কেনা হচ্ছে। যার দাম হতে পারে ২৯ হাজার কোটি টাকা। এর ফলে ভারতের সমুদ্রপথে নজরদারি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। তবে বিদেশ থেকে নয়, ভারতে তৈরি মেশিনের ওপরেই জোর দিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক।

Defence Ministry: লুকিয়ে থাকা শত্রুরাও ছাড় পাবে না আর, ৮৪০০০ কোটি খরচ করছে মোদী সরকার
ভারতীয় নৌসেনার নজর হবে আরও তীক্ষ্ণImage Credit source: Facebook
Follow Us:
| Updated on: Feb 17, 2024 | 8:51 AM

নয়া দিল্লি: দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও পোক্ত করতে ৮৪ হাজার ৫৬০ কোটি টাকা খরচ করতে চলেছে কেন্দ্র। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর নেতৃত্বাধীন ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল সেই প্রস্তাবে ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে। বায়ুসেনা ও নৌসেনার হাত আসবে এমন কিছু সিস্টেম, যা লুকিয়ে থাকা শত্রুদেরও খুঁজে বের করবে। তালিকায় থাকছে মেরিটাইম এয়ারক্রাফট। থাকছে অ্যান্টি-ট্যাঙ্ক মাইন, বায়ুসেনার ব্যবহার করার জন্য বিশেষ ধরনের র‌্যাডার, টর্পোডো, মাঝ আকাশে বিমানে জ্বালানি ভরার জন্য কেনা হবে রিফুয়েলার এয়ারক্রাফট, সেনাবাহিনীর কাজে লাগবে এমন রেডিও। প্রতিরক্ষামন্ত্রী নিজেই এক্স মাধ্যমে এই অনুমোদন দেওয়ার কথা জানিয়েছেন।

সমুদ্রপথেও শত্রুর অভাব নেই ভারতের। তাই নৌবাহিনী ও কোস্ট গার্ডের হাত আরও শক্ত করার জন্য মেরিটাইম এয়ারক্রাফট কেনা হচ্ছে। যার দাম হতে পারে ২৯ হাজার কোটি টাকা। এর ফলে ভারতের সমুদ্রপথে নজরদারি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। তবে বিদেশ থেকে নয়, ভারতে তৈরি মেশিনের ওপরেই জোর দিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক। শুধু নৌসেনা নয়, বায়ুসেনাও তীক্ষ্ণ নজর রাখবে শত্রুদের ওপর। তাই এয়ার ডিফেন্স কন্ট্রোল ‌র‌্যাডার পাবে বায়ুসেনা। কম উচ্চতায় কোনও উড়ন্ত বস্তু যাতে ভারতের চোখ না এড়ায়, সেই ব্যবস্থাই করছে প্রতিরক্ষা মন্ত্রক।

তবে যা চোখে দেখা যায়, তার বাইরেও অনেক কিছু থাকে। দৃষ্টিসীমার বাইরে থেকে ভারতের ওপর আঘাত হানতে পারে শত্রুরা, এমন আশঙ্কা থেকেই এবার আনা হচ্ছে লয়টার মিউনিশন সিস্টেম। এটি এমন একটি মেশিন যা মাঝ আকাশে সক্রিয় থাকবে ও লুকিয়ে থাকা নিশানা সহজেই খুঁজে বের করতে সক্ষম হবে।