Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Smartphone User: ঘুম ভাঙার পর ১৫ মিনিট ধরে হাতে মোবাইল, কতজন ভারতীয় এমনটা করে থাকেন?

Smartphone User: গড় হিসেব করে সমীক্ষায় দেখা হয়েছে, স্মার্টফোনের জন্য কত সময় দিচ্ছেন মানুষ। ২০১০ এই গড় হিসেব ছিল দিনে ২ ঘণ্টা। আর ১৪ বছর পর এবার সেই গড় হিসেবে হয়ে দাঁড়িয়েছে প্রায় ৫ ঘণ্টার কাছাকাছি। ২০১০ সালে বেশির ভাগ মানুষ মোবাইল হাতে নিতেন ফোন বা মেসেজ করার জন্য।

Smartphone User: ঘুম ভাঙার পর ১৫ মিনিট ধরে হাতে মোবাইল, কতজন ভারতীয় এমনটা করে থাকেন?
প্রতীকী ছবি
Follow Us:
| Updated on: Feb 18, 2024 | 12:22 AM

নয়া দিল্লি: সকালে ঘুম ভেঙে হাতটা যেন আপনা থেকে মোবাইলের দিকে এগিয়ে যায়। প্রথমে সময়টা দেখে নেওয়া, তারপর চোখ চলে যায় হোয়াটসঅ্যাপে কিংবা সোশ্যাল মিডিয়ার ওয়ালে। হাতে সময় থাকলে স্ক্রল করে সব আপডেটে চোখ বুলিয়ে নিয়ে তারপরই দিন শুরু…। এই রুটিনের সঙ্গে মিল পেতে পারেন অনেকেই। বহু মানুষেরই নিত্যদিনের সকালের অভ্যাস এটি। একটি সমীক্ষা বলছে, ভারতে যাঁদের হাতে স্মার্টফোন আছে, তাঁদের মধ্যে ৮৪ শতাংশ মানুষই সকালে ঘুম থেকে ওঠার ১৫ মিনিটের মধ্যে হাতে নিয়ে নেন মোবাইল।

বস্টন কনসাল্টিং গ্রুপ-এর তরফে একটি সমীক্ষা করা হয়েছিল। সেখানে দেখা গিয়েছে, ভারতীয়রা স্মার্টফোন ব্যবহারকারীরা গড়ে দিনে প্রায় ৮০ বার নিজের মোবাইল চেক করেন। স্মার্টফোন হাতে নিয়ে দিনের ৫০ শতাংশ সময় কাটান, এমন মানুষের সংখ্যাও অনেক বেশি।

গড় হিসেব করে সমীক্ষায় দেখা হয়েছে, স্মার্টফোনের জন্য কত সময় দিচ্ছেন মানুষ। ২০১০ এই গড় হিসেব ছিল দিনে ২ ঘণ্টা। আর ১৪ বছর পর এবার সেই গড় হিসেবে হয়ে দাঁড়িয়েছে প্রায় ৫ ঘণ্টার কাছাকাছি। ২০১০ সালে বেশির ভাগ মানুষ মোবাইল হাতে নিতেন ফোন বা মেসেজ করার জন্য। এখন ২২ থেকে ২৩ শতাংশ সময় ব্যায় করা হয় ফোন বা মেসেজে।

ফোন ও মেসেজের পর কোন ক্ষেত্রে বেশি সময় দিচ্ছেন স্মার্টফোন ব্যবহারকারীরা? সেই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সোশ্যাল মিডিয়া। এছাড়াও রয়েছে সার্চিং, গেমিং, শপিং, অনলাইনে লেনদেন ইত্যাদি। ১৮ থেকে ২৪ বছর বয়সীরা মূলত স্মার্টফোন হাতে নেন ইনস্টাগ্রাম রিল বা ইউটিউব শর্টস দেখার জন্য।

সমীক্ষার রিপোর্টে উল্লেখ করা হয়েছে, প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে ফোন ব্যবহার করা হচ্ছে বেশিরভাগ সময়।