Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Brain Gain: বিদেশ থেকে ভারতে ফিরছেন প্রবাসী বিজ্ঞানীরা, সৌজন্যে মোদী সরকার

ডিপার্টমেন্ট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চালু করেছে বৈভব স্কিম। এই স্কিমের অধীনেই ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানীদের দেশে গবেষণা করার রাস্তা প্রশস্ত হচ্ছে। ইতিমধ্যেই প্রথম দফায় বেশ কিছু বিজ্ঞানী এসেছেন। দ্বিতীয় দফায় আনার কাজও চলছে। সরকার চাইছে, প্রবাসে কর্মরত বিজ্ঞানীরা এসে এ দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানে গবেষণা করুক।

Brain Gain: বিদেশ থেকে ভারতে ফিরছেন প্রবাসী বিজ্ঞানীরা, সৌজন্যে মোদী সরকার
প্রতীকী ছবি
Follow Us:
| Updated on: Feb 17, 2024 | 7:30 AM

নয়াদিল্লি: গত তিন বছরে প্রায় ৭৫ প্রবাসী ভারতীয় বিজ্ঞানী ফিরে এসেছেনে ভারতে। বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন শাখায় গবেষণা করতেই দেশে ফিরেছেন তাঁরা। কেন্দ্রীয় সরকার প্রযুক্তি গবেষণায় প্রায় ৮০ কোটি টাকা ফেলোশিপ দিচ্ছে কেন্দ্রীয় সরকার। মোদী সরকারের এই উদ্যোগই প্রবাসী বিজ্ঞানীদের ফের দেশে ফিরিয়ে আনছে। আগামী দিনে তা আরও বাড়বে বলে আশা।

ডিপার্টমেন্ট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চালু করেছে বৈভব স্কিম। এই স্কিমের অধীনেই ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানীদের দেশে গবেষণা করার রাস্তা প্রশস্ত হচ্ছে। ইতিমধ্যেই প্রথম দফায় বেশ কিছু বিজ্ঞানী এসেছেন। দ্বিতীয় দফায় আনার কাজও চলছে। সরকার চাইছে, প্রবাসে কর্মরত বিজ্ঞানীরা এসে এ দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানে গবেষণা করুক। ইতিমধ্যেই প্রচুর আবেদন এসেছে বলে জানিয়েছেন ডিএসটি-র আধিকারিক চারু আগরওয়াল। তিনি বলেছেন, “আমরা এখনও পর্যন্ত ৩০২টি প্রস্তাব পেয়েছি। এর মধ্যে ২২টি প্রস্তাবকে বেছে নেওয়া হয়েছে। তাঁদের শীঘ্রই লেটার পাঠানো হবে। দ্বিতীয় দফার বাছাইয়ের কাজও চলছে।”

সাম্প্রতিক বেশ কিছু প্রযুক্তিতে কাজ করার প্রবণতাও বাড়ছে বলে ডিএসটি-র তরফে জানা গিয়েছে। কৃত্রিম বুদ্দিমত্তা, মেশিন লার্নিং, ডেটা সায়েন্সের পাশাপাশি গণিত, ইঞ্জিনিয়াংরিংয়ের বিভিন্ন শাখাতেও কাজ করতে আগ্রহী প্রবাসী বিজ্ঞানীরা। আমেরিকা এবং কানাডা থেকেই বেশিরভাগ বিজ্ঞানী আসছেন বলেও জানা গিয়েছে।