Delhi Assembly Election 2025 Live: দিল্লিবাসীর উপরে আস্থা কেজরীবালের, ভোট দিলেন সনিয়া-প্রিয়ঙ্কাও

| Edited By: | Updated on: Feb 05, 2025 | 7:16 PM

Delhi Assembly Elections 2025 Live Updates: দিল্লির মসনদের লড়াই ত্রিমুখী। একদিকে যেমন গদি ধরে রাখতে মরিয়া আম আদমি পার্টি, সেখানেই ক্ষমতা দখল করতে কসুর রাখছে না বিজেপি ও কংগ্রেস।  ২০১৩ সাল পর্যন্ত ১৫ বছর ধরে রাজধানী শাসন করেছ কংগ্রেস। অন্যদিকে বিজেপি ২৫ বছর পর ফের দিল্লির শাসনভার পাবে বলে আশাবাদী।

Delhi Assembly Election 2025 Live: দিল্লিবাসীর উপরে আস্থা কেজরীবালের, ভোট দিলেন সনিয়া-প্রিয়ঙ্কাও
কে বসবে দিল্লির মসনদে?Image Credit source: TV9 বাংলা

রাজধানীতে মহারণ। আজ দিল্লির বিধানসভা নির্বাচন। মোট ৭০টি বিধানসভা আসনে নির্বাচন হবে। ৬৯৯ জন প্রার্থী দাঁড়িয়েছেন ভোটে। তাদের ভাগ্য নির্ধারণ করবেন ১.৫৬ কোটি ভোটার। আজ সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৫টা পর্যন্ত। ভোট পরিচালনার জন্য ২২০ কোম্পানি আধাসামরিক বাহিনী,  ৩৫ হাজার ৬২৬ জন দিল্লি পুলিশ এবং ১৯,০০০ হোমগার্ড মোতায়েন করেছে নির্বাচন কমিশন। প্রায় ৩০০০ ভোটকেন্দ্র স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে কিছু কেন্দ্রে ড্রোনের মাধ্যমে নজরদারি করা হবে। অতিরিক্ত পুলিশ বাহিনীও মোতায়েন করা হবে।

এবারের দিল্লির মসনদের লড়াই ত্রিমুখী। একদিকে যেমন গদি ধরে রাখতে মরিয়া আম আদমি পার্টি, সেখানেই ক্ষমতা দখল করতে কসুর রাখছে না বিজেপি ও কংগ্রেস।  ২০১৩ সাল পর্যন্ত ১৫ বছর ধরে রাজধানী শাসন করেছ কংগ্রেস। অন্যদিকে বিজেপি ২৫ বছর পর ফের দিল্লির শাসনভার পাবে বলে আশাবাদী। শেষ পর্যন্ত দিল্লিবাসী কাকে বেছে নেয়, তা জানা যাবে আগামী ৮ ফেব্রুয়ারি। ওই দিন বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবে। দিল্লি বিধানসভা নির্বাচনের যাবতীয় আপডেট দেখে নিন এক নজরে-

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 05 Feb 2025 04:06 PM (IST)

    বিকাল ৩টে পর্যন্ত ভোটের হার কত?

    ঢিমে তালে চলছে নির্বাচন। তিনটে পর্যন্ত ভোট পড়ল ৪৬.৫৫ শতাংশ। বলছে নির্বাচন কমিশনের তথ্য।

  • 05 Feb 2025 04:03 PM (IST)

    ভোট দিলেই মিলছে গাছের চারা

    দিল্লির ভোটের হার বরাবরই কম। এরমধ্যে ভিভিআইপি অধ্যুষিত হেভিওয়েট নিউ দিল্লি বিধানসভা এলাকায় ভোটের হার ধারাবাহিকভাবে সর্বাপেক্ষা কম থাকে। এবার ভোটারদের উৎসাহিত করতে নিউ দিল্লি বিধানসভায় জনপথ এলাকায় ভোট দিলেই মিলছে গাছের চারা। নিউদিল্লি মিউনিসিপাল কর্পোরেশন এর তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

  • 05 Feb 2025 12:22 PM (IST)

    ১১টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ২০ শতাংশ

    সকাল ১১টা পর্যন্ত দিল্লি বিধানসভার ভোট পড়ল ১৯.৯৫ শতাংশ।

  • 05 Feb 2025 12:14 PM (IST)

    ভোট দিলেন সনিয়া-প্রিয়ঙ্কা

    কংগ্রেস সাংসদ সনিয়া গান্ধীও ভোট দিলেন দিল্লিতে। সঙ্গে ছিলেন ওয়েনাড়ের সাংসদ তথা কন্যা প্রিয়ঙ্কা গান্ধী বঢরা।

  • 05 Feb 2025 12:12 PM (IST)

    ভোট দিলেন কেজরীবাল

    দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট দিতে এলেন প্রাক্তন  মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী, মা-বাবা ও ছেলে।

  • 05 Feb 2025 11:24 AM (IST)

    ভোটের লাইনে উপরাষ্ট্রপতি

    স্ত্রীকে নিয়ে ভোট দেওয়ার লাইনে দাঁড়িয়ে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।

  • 05 Feb 2025 11:21 AM (IST)

    ৯টা পর্যন্ত ভোট পড়ল ৮ শতাংশ

    নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ৮.২ শতাংশ।

  • 05 Feb 2025 10:16 AM (IST)

    ভোট দিলেন প্রধান বিচারপতি

    বিধানসভা নির্বাচনে ভোট দিতে এলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না।

  • 05 Feb 2025 10:14 AM (IST)

    ভোট দিলেন বিএল সন্তোষ

    দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট দিতে এলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ।

  • 05 Feb 2025 09:40 AM (IST)

    ভোট দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী

    দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রার্থী অতিশি ভোট দিলেন। তিনি বলেন, “এটা শুধু নির্বাচন নয়, ধর্মযুদ্ধ। ভাল এবং খারাপের মধ্যে যুদ্ধ।”

  • 05 Feb 2025 09:37 AM (IST)

    বিজেপিকে তোপ সিসোদিয়ার

    দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া ভোট দিতে এসে বলেন, “দিল্লির মানুষের ভাল জীবনের জন্য ভোট দিয়েছি। দিল্লির মানুষ সন্তানের শিক্ষা, তাদের সুস্বাস্থ্য, জল, বিদ্যুতের জন্য ভোট দিন।”

  • 05 Feb 2025 09:34 AM (IST)

    ভোট দিলেন রাষ্ট্রপতি

    দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

  • 05 Feb 2025 08:59 AM (IST)

    ভোট দিলেন রাহুল গান্ধী

    ভোট দিলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

  • 05 Feb 2025 08:57 AM (IST)

    ভোট দিলেন হরদীপ সিং পুরী

    সকালেই স্ত্রীকে নিয়ে ভোট দিতে এলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী।

  • 05 Feb 2025 08:56 AM (IST)

    ভোট দিলেন বাঁসুরী স্বরাজ

    ভোট দিতে এলেন বিজেপি সাংসদ তথা সুষমা স্বরাজের কন্যা বাঁসুরী স্বরাজ।

  • 05 Feb 2025 08:54 AM (IST)

    ভোট দিলেন এস জয়শঙ্কর

    দিল্লি বিধানসভা নির্বাচনে সস্ত্রীক ভোট দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

  • 05 Feb 2025 08:04 AM (IST)

    ভোট দিলেন বিজেপি সভাপতি

    দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেব তাঁর স্ত্রীকে নিয়ে ভোট দিলেন ময়ূর বিহারে।

  • 05 Feb 2025 08:03 AM (IST)

    ভোট দিলেন কংগ্রেস প্রার্থী

    নয়া দিল্লি আসনের কংগ্রেস প্রার্থী সন্দীপ দিক্ষিত ভোট দিলেন সকাল সকাল।

  • 05 Feb 2025 08:01 AM (IST)

    চলছে ভোট গ্রহণ

  • 05 Feb 2025 07:59 AM (IST)

    আপের ভোট শতাংশ কমছে

    ২০১৫-এ ৭০ আসনের বিধানসভায় ৬৭ আসনে জিতেছিল আম আদমি পার্টি। ২০২০ সালে জিতেছিল ৬২টি আসনে। ২০১৫ তুলনায় ২০২০ তে ৩২টি আসনে কমেছিল আপের ভোট শতাংশ। ৪২ টি আসনে কমে গিয়েছিল আপের ভোট মার্জিন। উল্টোদিকে ভোট ধারাবাহিকভাবে ভোট শেয়ার বাড়ছে বিজেপির। ২০২৪ এ লোকসভা নির্বাচনের নিরিখে ৫২ টি আসনে বিজেপির ভোট শেয়ার ২০২০ নির্বাচনের তুলনায় বেড়েছে।

  • 05 Feb 2025 07:57 AM (IST)

    কেজরীবালের অস্তিত্বের লড়াই

    কেজরীবালের অস্তিত্বের লড়াই আজ। স্বচ্ছতার প্রতিমূর্তি হিসেবে ভারতীয় রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠা করে রাজনৈতিক কেরিয়ার শুরু করেছিলেন অরবিন্দ কেজরীবাল। কিন্তু আবগারি নীতি দুর্নীতি শুধু আপের দলগত ইমেজ নয়, ব্যক্তি কেজরীবালের ভাবমূর্তিকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। জেলেও যেতে হয়েছে কেজরীবালকে। বিজেপির দুর্নীতির অভিযোগ, নাকি কেজরীবালের পুরনো ইমেজের প্রতি আস্থা রাখে দিল্লিবাসী, তা-ই দেখার।

  • 05 Feb 2025 07:55 AM (IST)

    হাটট্রিক করতে পারবে AAP?

    এবারের দিল্লির মসনদের লড়াই ত্রিমুখী। একদিকে যেমন তৃতীয়বারের জন্য গদি ধরে রাখতে মরিয়া আম আদমি পার্টি, সেখানেই ক্ষমতা দখল করতে কসুর রাখছে না বিজেপি ও কংগ্রেস।  ২০১৩ সাল পর্যন্ত ১৫ বছর ধরে রাজধানী শাসন করেছ কংগ্রেস। অন্যদিকে বিজেপি ২৫ বছর পর ফের দিল্লির শাসনভার পাবে বলে আশাবাদী।

  • 05 Feb 2025 07:54 AM (IST)

    কড়া নিরাপত্তা দিল্লি জুড়ে

    ভোট পরিচালনার জন্য ২২০ কোম্পানি আধাসামরিক বাহিনী,  ৩৫ হাজার ৬২৬ জন দিল্লি পুলিশ এবং ১৯,০০০ হোমগার্ড মোতায়েন করেছে নির্বাচন কমিশন। প্রায় ৩০০০ ভোটকেন্দ্র স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে।

  • 05 Feb 2025 07:54 AM (IST)

    কত আসনে নির্বাচন?

    মোট ৭০টি বিধানসভা আসনে নির্বাচন হবে। ৬৯৯ জন প্রার্থী দাঁড়িয়েছেন ভোটে। তাদের ভাগ্য নির্ধারণ করবেন ১.৫৬ কোটি ভোটার।

Published On - Feb 05,2025 7:53 AM

Follow Us: