Arvind Kejriwal: জামিন পেলেন কেজরীবাল, আবগারি মামলায় বড় স্বস্তি মুখ্যমন্ত্রীর
Delhi Liquor Policy Scam: ১৫ হাজার টাকার সিকিউরিটি বন্ডে ও ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন অরবিন্দ কেজরীবাল। আদালতের তরফে বলা হয়, "এই অপরাধ জামিনযোগ্য। অভিযুক্ত অরবিন্দ কেজরীবালকে জামিন দেওয়া হচ্ছে।"
নয়া দিল্লি: আবগারি নীতি দুর্নীতি মামলায় গ্রেফতার হতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। দিল্লির আবগারি নীতি দুর্নীতি নিয়ে ইডি-সিবিআই তদন্ত শুরু করতেই এই আশঙ্কা প্রকাশ করেছিল আম আদমি পার্টি। বারংবার সমন এড়ানোয় আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। আজ, শনিবার আদালতে হাজিরা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। পেলেন জামিনও।
দিল্লি আবগারি নীতি দুর্নীতি মামলায় বারংবার সমন এড়ানোয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের বিরুদ্ধে আদালতে অভিযোগ জানিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ সেই মামলার শুনানি ছিল। রাউস অ্যাভিনিউ আদালতে হাজিরা দিতে বলা হয়েছিল কেজরীবালকে। এ দিন ওই মামলায় জামিনও পেয়ে যান আপ সুপ্রিমো।
১৫ হাজার টাকার সিকিউরিটি বন্ডে ও ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন অরবিন্দ কেজরীবাল। আদালতের তরফে বলা হয়, “এই অপরাধ জামিনযোগ্য। অভিযুক্ত অরবিন্দ কেজরীবালকে জামিন দেওয়া হচ্ছে।”
আম আদমি পার্টির আইনি প্রধান সঞ্জীব নাসিয়ার বলেন, “মুখ্যমন্ত্রীকে আদালত সমন পাঠিয়েছিল। গতবার উনি ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে হাজিরা দিয়েছিলেন। তখনই উনি বলেছিলেন পরেরবার সশরীরে হাজিরা দেবেন। আজ তিনি হাজিরা দিয়েছেন এবং জামিন পেয়েছেন।”
আগামী ১ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।
প্রসঙ্গত, দিল্লির আবগারি নীতি দুর্নীতি মামলার তদন্ত করছে ইডি ও সিবিআই। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে আটবার সমন পাঠিয়েছিল ইডি। কিন্তু তিনি প্রতিবারই হাজিরা এড়িয়েছেন। তাঁর দাবি, আবগারি মামলায় গ্রেফতার করার উদ্দেশ্য নিয়েই তলব করছে ইডি।